Saturday, February 15, 2014

রাগিনি এস এম এস টু সিনেমার মুক্তি পিছিয়েছে

বিনোদন ডেস্ক - রাগিনি এমএমএস টু' সিনেমাটি ট্রেইলার ও ছবির মাধ্যমে ইতোমধ্যেই মানুষের ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছে৷ 

এতে রয়েছে প্রাপ্তবয়স্ক ও হরর উপাদান৷ আপাতত ট্রেইলার দেখেই অবশ্য খুশি থাকতে হচ্ছে সানির ভক্তদের! রাগিনী সিকোয়েলের মুক্তি পিছিয়ে গিয়েছে৷

 এখনও পর্যন্ত বালাজির পক্ষে যা জানানো হয়েছে, আগামী ২১ মার্চ মুক্তি পাচেছ 'রাগিনী এমএমএস ২; ড্রামা কুইন একতা কাপুর সানি ভক্তদের ধৈযের্র পরীক্ষা নিচ্ছেন বোঝাই যাচ্ছে ছবির মুক্তি পিছিয়ে যাওয়ার কারণ হিসাবে একতা জানিয়েছেন, "ভিস্যুয়াল এফেক্টটা বড় পর্দায় দারুণভাবে আনবার জন্য আমাদের আরও একটু সময় দরকার৷

"একতার মতে, প্রথম 'রাগিনী' যে সুরে বেজেছে, তাতে দর্শক প্রত্যাশা অনেকটাই বেড়ে গিয়েছে ৷সেই জন্যই সিকোয়েল নিয়ে কোনও রিস্ক নিতে চাইছেন না বালাজি সাম্রাজ্যের মালকি৷তাই আপাতত ধৈর্য্য ধরা ছাড়া আর কোনো উপায় নেই সানি ভক্তদের৷ 

এ বছর সেরা আকাঙ্খিত নারী হলেন এমিলিয়া ক্লার্ক

বিনোদন ডেস্ক - এমা ওয়াটসন, জেনিফার লরেন্স, মাইলি সাইরাস এর মতো বাঘা বাঘা অভিনেত্রীদের পেছনে ফেলে এ বছরের সবচেয়ে আকাঙ্কিত নারী হলেন এমিলিয়া ক্লার্ক৷ আস্কমেন ম্যাগাজিনের সেরা ৯৯ জন নারীর এই তালিকায় এক নম্বরে আছেন ক্লার্ক৷
 তালিকায় সবচেয়ে শেষে রয়েছেন পপগায়িকা মাইলি সাইরাস৷ ব্রিটিশ অভিনেত্রী ক্লার্ক এইচবিও চ্যানেলের টিভি সিরিজ 'গেইম অফ থ্রোনস'-এর অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী পরিচিতি পান৷ টিভি শো 'কমিউনিটি' খ্যাত অভিনেত্রী অ্যালিসন ব্রি রয়েছেন এই তালিকার দুই নম্বরে৷
 ম্যাগাজিনটির প্রকাশক জেমস বেসিল বলেন, "২০১৪ সালের সেরা ৯৯ জন আকাঙ্খিত নারীর এই তালিকায় এবার প্রথম হয়েছেন এমিলিয়া ক্লার্ক৷ এইচবিও চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান 'গেইম অফ থ্রোনস'এ খালিসির চরিত্রে অভিনয়ের জন্য এবার সবচেয়ে আকাঙ্খিত নারীর খেতাব জিতেছেন তিনি৷
" বেসিল আরও বলেন, "শুধু অভিনেত্রীদের আবেদনের উপর ভিত্তি করে এই জরিপটি করা হয় না৷ বরং তারা যে কাজগুলো করছেন তা কতখানি প্রভাবশালী এবং শিল্পী হিসেবে তারা কতখানি প্রতিভাবান-মূলত এসবই বিবেচনা করা হয়৷

 এই জরিপে প্রায় দশ লাখ মানুষ ভোট দিয়েছেন৷ সেরাদের এই তালিকায় আরও আছেন অভিনেত্রী জেনিফার লরেন্স, যার অবস্থান চার নম্বর৷ আর অভিনেত্রী এমা ওয়াটসন রয়েছেন পাঁচ নম্বর অবস্থানে৷ 

Wednesday, February 12, 2014

ঘাটাইলে মর্টার শেল বিস্ফোরণে ৫ জন নিহত


স্টাফ রিপোর্টার - টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনা নিবাসের ফায়ারিং রেঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রশিক্ষণ চলাকালে মর্টাল শেল বিস্ফোরণে দুই সেনা সদস্য ও তিন বিজিবি সদস্য নিহত হয়েছেন।  এ ছাড়া এ ঘটনায় একজন সেনা কর্মকর্তাসহ ১১ জন আহত হয়েছেননিহত দুই সেনা কর্মকর্তা সেখানে তত্ত্বাবধায়কের দ্বায়িত্বে ছিলেন বলে সেনা সদর সূত্র থেকে জানা গেছেআজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে 

আহতদের হেলিকপ্টারযোগে ঢাকার সিএসএইচ হাসপাতালে আনা হয়েছেনিহত বিজিবি সদস্যরা হলেন মোহাম্মদ আলী, আবু সুফিয়ান ও আনোয়ার হোসেন পলাশ এবং আহত সেনা কর্মকর্তার নাম মেজর ফরহাদ বলে জানা গেছে


ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কবির দুর্ঘটনায় হতাহতের খবর নিশ্চিত করে জানান, সেনা নিবাসের ফায়ারিং রেঞ্জের মাদারচালা এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিজিবির প্রশিক্ষণ চলছিল


দুপুর ১২টার দিকে একটি মর্টাল শেল বিস্ফোরিত হয়এতে দুজন সেনা সদস্য ও তিনজন বিজিবি সদস্য নিহত হয়েছেনএই ঘটনায় আরো কয়েকজন আহত হনখবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই হতাহতদের সেখান থেকে নিয়ে যায় সেনাবাহিনীর সদস্যরা


টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) আবু হাসানাত জানান, বিজিবির প্রশিক্ষণের সময় ৮২ মিলিমিটার মর্টাল শেল বিস্ফোরণে দুই সেনা ও তিন বিজিবি সদস্য নিহত ও ১০ জন আহত হয়েছেনআহতদের হেলিকপ্টারযোগে ঢাকায় পাঠানো হয়েছেতবে আহতদের মধ্যে কতজন সেনা ও কতজন বিজিবি সদস্য রয়েছেন তা তিনি নিশ্চিত করতে পারেননি

শ্রীলংকার সুবর্ণ সুযোগ


স্পোর্টস ডেস্ক - টি ২০ বিশ্বকাপের আগে বাংলাদেশে দুটি সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচ খেলাটাকে সুবর্ণ সুযোগ হিসেবে দেখছেন শ্রীলংকান অধিনায়ক দিনেশ চান্দিমাল 

দুই ম্যাচের টি ২০ সিরিজ আজ শুরু হচ্ছে চট্টগ্রামেসুযোগ কাজে লাগাতে চান চান্দিমাল 
তিনি বলেন, টি ২০ বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারাটা আসলেই বড় সুযোগদল হিসেবে আমরা চেষ্টা করব সুযোগের সর্বোচ্চ ব্যবহার করতেএই সিরিজে কোনো নতুন ক্রিকেটারকে খেলিয়ে যাচাই করে দেখতে রাজি নয় শ্রীলংকাচান্দিমাল বলেন, মাত্র দুটি ম্যাচ খেলব আমরা 

টি ২০ বিশ্বকাপ এক মাসও বাকি নেই, এই সময়ে কোনোরকম পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ নেইআমরা তা করবও নাবাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে নিয়ে আলাদাভাবে ভেবেছে শ্রীলংকা 

লংকান অধিনায়ক বলেন, বাংলাদেশ দলে কয়েকজন ভালো ব্যাটসম্যান এবং বোলার আছেবিশেষ করে তামিম ও সাকিবের কথা বলবএদের যে কেউ ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেতবে চ্যালেঞ্জ গ্রহণ করে সিরিজ জয়ের দিকেই মনোযোগ দেব আমরা  

কুমার সাঙ্গাকারা, তিলকারত্নে দিলশান ও মাহেলা জয়াবর্ধনের মতো অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে লংকান দলে রয়েছেন বেশ কয়েকজন তরুণতাদের মধ্যে অ্যাঞ্জেলো পেরেরাকে নিয়ে আশাবাদী চান্দিমলতার কাছ থেকে সেরা খেলাটাই আশা করছে শ্রীলংকা 

চট্টগ্রামের উইকেট নিয়ে চান্দিমাল বলেন, টি ২০ ক্রিকেটে উইকেট বড় ফ্যাক্টরএখন দেখে ভালোই মনে হচ্ছেআগামীকাল (আজ) সকালে আবারও দেখে বোঝা যাবে কেমন উইকেটনিজের প্রস্তুতি সম্পর্কে এই ব্যাটসম্যান বলেন, টেস্ট সিরিজে সেঞ্চুরি আÍবিশ্বাস বাড়িয়েছেচেষ্টা করব ওই ফর্ম টি ২০ এবং ওয়ানডে সিরিজেও ধরে

আর্সেনালের বিরুদ্ধে নেই রিবেরি


স্পোর্টস ডেস্ক - কোমরে অস্ত্রোপচারের কারণে আর্সেনালের বিরুদ্ধে প্রথম লেগে খেলতে পারবেন না বায়ার্ন মিউনিখ তারকা ফ্র্যাঙ্ক রিবেরি 
১৯শে ফেব্রুয়ারি অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস লীগের শেষ ১৬র গুরুত্বপূর্ণ এ ম্যাচে দর্শকরা দেখতে পাবে না ফরাসি ওয়েঙ্গারকে 
শুধু আর্সেনালের বিরুদ্ধে নয় বেশ আরও কিছু ম্যাচ মিস করতে পারেন ২০১৩ বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় থাকা এ তারকাবৃহস্পতিবার ৩০ বছর বয়সী রিবেরির কোমরে অস্ত্রোপচার করা হয় 

 তবে বায়ার্ন আশা করছে রিবেরি সুস্থ হয়ে আগাসী সপ্তাহে অনুশীলনে যোগ দিতে পারবেন তিনিগতকাল বায়ার্ন মিউনিখ এক প্রতিবেদনে  নিশ্চিত করে জানায়, ‘রিবেরি সামনের কিছু ম্যাচ মিস করবে। 

 যার মধ্যে উল্লেখ যোগ্য হলো চ্যাম্পিয়ন লীগের আর্সেনালের বিরুদ্ধে প্রথম লেগএদিকে বায়ার্ন কোচ পেপ গার্দিওয়ালা জানিয়েছেন, ‘আশাকরি সে লন্ডনে খেলতে পারবেআমরা তার জন্য অপেক্ষা করবরিবেরি আমাদের জন্য গুরুত্বপূর্ণ

আলজেরিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ১০২ জনের মর্মান্তিক মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক - আলজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় পার্বত্য এলাকায় সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্তের ঘটনায় ১০২ আরোহী প্রাণ হারিয়েছেন
মর্মান্তিক এ দুর্ঘটনায় মাত্র ১ জন বেঁচে গেছেনতবে তার অবস্থাও সঙ্কটাপন্ন বলে প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছেস্থানীয় হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছেওই অঞ্চলের নিরাপত্তা ও জরুরি বিভাগের কর্মকর্তারা এ তথ্য দিয়েছেনসি-১৩০ হার্কিউলিস বিমানটি ওউম এল বুয়াগি অঞ্চলে বিধ্বস্ত হয় 

বিমানটিতে সেনা সদস্য ও তাদের পরিবারবর্গসহ মোট ৯৯ জন যাত্রী ও ৪ ক্রু ছিলেনএ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি

ইমার্জেন্সি সার্ভিসের কর্মকর্তা কর্নেল ফরিদ নেচাদ বিস্তারিত কোন তথ্য না দিয়ে বলেছেন, আমরা একজন জীবিত ব্যক্তিকে উদ্ধার করেছি ও তদন্ত অব্যাহত রয়েছেবেঁচে যাওয়া ওই ব্যক্তি তরুণ সেনা সদস্য বলে জানা গেছে

দুর্ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ৭১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনিবিমানটি গ্যারিসন শহরতলি তামানরাসেত থেকে কনস্ট্যানটাইন শহরে যাচ্ছিলরাজধানী আলজিয়ার্স থেকে ৩২০ কিলোমিটার পূর্বে অবস্থিত এ অঞ্চলটি 

বিমানটি অবতরণ করার সময় সময় হঠাৎ বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়
এরপরই একটি পাহাড়ে আছড়ে পড়ে বিমানটিপ্রাথমিক রিপোর্টে বলা হচ্ছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই বিমানটি দুর্ঘটনায় পড়েএ সময় ভারি তুষারপাতসহ দমকা বাতাস বয়ে যাচ্ছিল

আইপিএল নিলামে সাকিবের স্থান কলকাতা নাইট রাইডারসে


স্পোর্টস ডেস্ক - শুরু হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সেভেনের ক্রিকেটারদের কেনাবেচার নিলামসেখানে বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান ২ কোটি ৮০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স-এর দলে ভিড়লেনবেঙ্গালুরুর আইটিসি গার্ডেনিয়া হোটেল চলছে এই নিলাম
ক্রিকেটারদের দলে কিনতে উপস্থিত সব ফ্র্যাঞ্চাইজি দলের কর্তাব্যক্তিরাইডলার নয় ভারতীয় মুদ্রায় এবারই প্রথম নিলাম হচ্ছেনিলামে উঠছেন বিশ্বক্রিকেটের ৫১৪জন খেলোয়াড়
২৭৪.৫০ কোটি রুপি খরচ করতে পারবে দলগুলিমুদগল কমিটির বিস্ফোরক রিপোর্টের মধ্যেই বুধবার বেঙ্গালুরুতে হতে চলেছে আইপিএল সাতের নিলামনিলামে উঠবেন বিশ্বক্রিকেটের ৫১৪জন খেলোয়াড়যাদের মধ্যে ২১৯জন ক্রিকেটার ইতোমধ্যেই জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন
২৯২ জন আনক্যাপড ক্রিকেটারকেও নিলামে তোলা হবেমনে করা হচ্ছে এবারের আইপিএল নিলামে সবচেয়ে বেশি চাহিদা হবে নিউজিল্যান্ডের অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনেরঅলরাউন্ডার জ্যাক কালিস, সেওযাগ, যুবরাজ, পিটারসনকে নিয়ে আগ্রহ তুঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলিতে
নিলামে সবমিলিয়ে ২৭৪.৫০ কোটি রুপি খরচ করতে পারবে দলগুলোএকমাত্র গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স আর চেন্নাই সুপার কিংস তাদের পাঁচজন করে ক্রিকেটারকে ধরে রেখেছেস্পট ফিক্সিং কাণ্ডের কোনও কলঙ্কের ছায়া নিলামে পড়ছে নাসবাই ব্যস্ত ছিপ ফেলে ক্রিকেটারদের দলে নিতে
সূত্র : জি নিউজ

আইপিএলে স্পট ফিক্সিং ও বেটিংয়ের সঙ্গে ধোনি ও রায়নার যোগসূত্র

স্পোর্টস ডেস্ক - আইপিএল ষষ্ঠ আসরের স্পট ফিক্সিং নিয়ে মুদগাল প্যানেল রিপোর্টে অভিযোগের তালিকায় আছে ছয়জন ভারতীয় খেলোয়াড়ের নাম

মঙ্গলবার বিভিন্ন প্রচারমাধ্যমের দাবি, এদের মধ্যে আছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়না
আইপিএলে স্পট ফিক্সিং ও বেটিংয়ের সঙ্গে ধোনি ও রায়নার যোগসূত্র আছে, মুদগালের কাছে এমন তথ্য দিয়েছেন বুকি উত্তম জেইন আলিয়াস কিট্টি

তদন্ত প্রতিবেদন তৈরি করা এই কমিটি জানিয়েছে স্পোর্টস ম্যাগাজিনের একজন সাংবাদিক একটি টেপ রেকর্ডারে খেলোয়াড়দের বক্তব্য ধারণ করেছিলেন

সেখান থেকেই ভারতীয় খেলোয়াড়দের কণ্ঠ চিহ্নিত করেছেন তিনিওই সংবাদকর্মী আরও জানান, ওই খেলোয়াড়রা বিশ্বকাপে খেলেছেন এবং এখনও দলের সদস্য

এই প্রতিবেদনে বলা হয়েছে,‘জড়িত ভারতীয় খেলোয়াড়দের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন সংবাদকর্মীতাকে নামগুলো সিলগালা করে সুপ্রীম কোর্টের সামনে হাজির করতে বলা হলেও ভয় পাচ্ছেন তিনিতার জন্য বিপজ্জনক হতে পারে ভেবে তা করতে অনীহা প্রকাশ করেছেন

কোপা ডেল রে ফাইনালে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক - সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাতলেতিকো মাদ্রিদকে স্বাগত জানিয়ে তিন গোলে হারিয়েছিল এবার তাদের ঘরের মাঠ ভিনসেন্ত ক্যালেড্রনে ২-০ গোলে হারাল রিয়াল মাদ্রিদ সেমিফাইনালের দুই লেগে ৫-০ ব্যবধানে চ্যাম্পিয়নদের হটিয়ে মঙ্গলবার কোপা ডেল রে ফাইনালে জায়গা পেল কার্লো আনচেলত্তির দল

ক্রিস্টিয়ানো রোনালদোর দুটি সফল পেনাল্টিতে রিয়ালের ফাইনালের টিকিট সহজেই নিশ্চিত হয়আর গত বছরে অ্যাতলেতিকোর কাছে শিরোপা হাতছাড়ার প্রতিশোধও নেয় তারা

পর্তুগিজ তারকা সাত মিমিনটে উদ্বোধনী গোল করে অ্যাতলেতিকোর সেমিফাইনাল বাধা পেরোনোর আশা অসম্ভব করে দিয়েছিলনয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো

এরপর অবশ্য হ্যাটট্রিক করতে ব্যর্থ হন বর্ষসেরা তারকারিয়াল সোসিয়েদাদের সঙ্গে বড় ধরনের অঘটন না ঘটলে ১৮ বারের চ্যাম্পিয়নদের ফাইনাল প্রতিপক্ষ হতে যাচ্ছে বার্সেলোনা

প্রথম লেগে ২-০ গোলে এগিয়ে থেকে বুধবার রিয়াল সোসিয়েদাদের মাঠে নামবে বার্সা

Sunday, February 9, 2014

কঠোর ইন্টারনেট আইন চালু তুরস্কে

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে ইন্টারনেট সংক্রান্ত আইন কঠোর করেছে সেদেশের সরকার৷ বুধবার রাতে আইনটি অনুমোদন হয়৷ 
এই আইনে ইন্টারনেটের ওপর নজরদারির ব্যাপক ক্ষমতা দেয়া হয়েছে দেশটির টেলিযোগাযোগ বিভাগকে৷ এ বিষয়ে এক প্রতিবেদনে বিস্তারিত জানিয়েছে ডয়েচে ভেলে।

ইন্টারনেট সংক্রান্ত বিলটি নিয়ে বুধবার রাতে পার্লামেন্টে কয়েক ঘণ্টা তুমুল বিতর্ক হয় সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে৷ পরে ৫৫০ সদস্যের মধ্যে ৩১৯ জন এই প্রস্তাবের পক্ষে মত দেন৷ পার্লামেন্টে বিরোধীদের বক্তব্য ছিল, এই আইনটি এক ধরনের ‘সেন্সরশিপ'৷ কিন্তু প্রধানমন্ত্রী রেচেপ তাইয়েপ এর্দোয়ানের ক্ষমতাসীন জাস্টিস এবং ডেভেলপমেন্ট পার্টির (একেপি) সংখ্যাগরিষ্ঠতার কারণে তাদের প্রতিরোধ ধোপে টেকেনি৷


এই আইনের ফলে কোনো ব্যক্তি কাউকে অসম্মান করলে বা ব্যঙ্গ করলে আদালতের নির্দেশ ছাড়াই ইন্টারনেট সুবিধা বা ওয়েবসাইট বন্ধ করে দেয়ার ক্ষমতা থাকছে সরকারি সংস্থা টেলিকমিউনিকেশনস কমিউনিকেশনস প্রেসিডেন্সি ‘টিআইবি'-র৷ এমনকি অবাধ নজরদারির ক্ষমতাও দেয়া হয়েছে টিআইবিকে৷


ইস্তানবুলের বিলগি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ইয়ামান আকদেনিজ জানান, টিআইবিকে এই ক্ষমতা দেয়া ‘অরওয়েলিয়ান', অর্থাৎ মুক্ত চিন্তা ও বাক স্বাধীনতার লঙ্ঘন৷


আকদেনিজ সংবাদ সংস্থা এএফপিকে আরো জানান, টিআইবি-র যদি মনে হয় কোনো ব্যক্তি এমন কোনো ছবি বা পোস্ট দিয়েছেন যা অন্যের জন্য অসম্মানজনক, তবে ঐ ব্যক্তি যে কোম্পানির গ্রাহক তাকে অনুরোধ করা হবে অন্তত দুই বছরের জন্য তাঁর সমস্ত সেবা বন্ধ করে দিতে


তিনি একথাও জানান যে, এই আইন বাস্তবায়নের ফলে ইউরোপীয় ইউনিয়নের ইন্টারনেট নীতির শর্ত থেকে বেরিয়ে আসবে তুরস্ক, আর চীনের দিকে একধাপ এগিয়ে যাবে৷ কেননা চীনেও একই ধরনের ইন্টারনেট নীতি বহাল আছে৷


তুরস্কের বিরোধী দলের নেতা হাসান ওরেন এর্দোয়ানকে হিটলারের সঙ্গে তুলনা করে বলেছেন, এর্দোয়ান যখন ক্ষমতায় এসেছিলেন, তখন বলেছিলেন তুরস্কে গণতন্ত্রের বিস্তার ঘটাবেন, কিন্তু তার বদলে তিনি দেশে ফ্যাসিবাদ চালু করছেন৷ তাঁর মনে রাখা উচিত হিটলার যখন ক্ষমতা পেয়েছিলেন, তখন তিনি একই পদ্ধতি প্রয়োগ করেছিলেন৷


তবে ২০০৭ সাল থেকেই তুরস্কে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে হস্তক্ষেপ শুরু হয়৷ ব্যক্তিগত নীতির লঙ্ঘণ করায় তখন ব্লগিং টুল ওয়ার্ডপ্রেস এবং ভিডিও শেয়ারিং সার্ভিসেস ডেইলিমোশন এবং ভিমিও আদালতের নির্দেশে সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল৷


ইউরোপের অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কর্পোরেশন বা ওএসসিই জানিয়েছে, টিআইবিকে এই নতুন ক্ষমতা দেয়ার অর্থ কোনো রকম আইনগত বাধ্যবাধ্যকতা ছাড়াই ইন্টারনেট ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করতে সমর্থ হবে তারা৷ যেখানে ব্যবহারকারীরা কেউই জানতে পারবেন না, কখন কিভাবে তাঁদের তথ্য সরকারের হাতে গেল৷


সরকারের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, এটা কোনো ইন্টারনেট সেন্সরশিপ নয়৷ অন্য অনেক দেশের তুলনায় তাদের দেশে গণমাধ্যমের স্বাধীনতা আছে এবং তারা মুক্ত চিন্তায় বিশ্বাসী৷


তবে ইন্টারনেট বিষয়ক এই নতুন আইনের ফলে তুরস্কে মত প্রকাশ ও বাক স্বাধীনতা সীমিত হয়ে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা৷ সেই সঙ্গে সরকারের পক্ষ থেকে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আরো বেড়ে যাবে বলেই আশঙ্কা তাঁদের৷

ঠোট পরিবর্তন এর জন্য সার্জারি করলেন আনুশকা


অনলাইন ডেস্ক : প্লাস্টিক সার্জারি করে ঠোঁট বদলে ফেললেন আনুশকা শর্মা।  চওড়া ঠোঁট একেবারে গায়েব! সার্জারির পর এখন ফোলা ফোলা ঠোঁট আরও আকর্ষণীয় হয়েছে।
 তাঁর এই নতুন লুক প্রথম দেখা গেল ‘কফি উইথ করন' চ্যাট শো-এ। তবে প্লাস্টিক সার্জারির কথা কিছুতেই স্বীকার করেননি অনুষ্কা।
কিন্তু হঠাত্‍ ‘কসমেটিক চেঞ্জ' কেন? বিরাটকে সারপ্রাইজ দিতেই নাকি এই কাণ্ড করলেন আনুশকা।
 ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে প্রেম ও তাঁদের লিভ-ইনের খবর জানতে আর কারও বাকি নেই। সামনেই ভ্যালেন্টাইনস ডে।  প্রেমের এই বিশেষ দিনটি বিরাটের সঙ্গে একান্তে কাটাতে নিউজিল্যান্ড উড়ে যাওয়ার প্ল্যান করেছেন অনুষ্কা।  তখনই তাঁর ঠোঁটের নতুন আকর্ষণ দেখবেন বিরাট।
প্রথম ছবি ‘রব নে বনা দি জোড়ি' থেকেই বলিউডে নজর কেড়েছিলেন আনুশকা। ‘ব্যান্ড বাজা বরাত', ‘যব তক হ্যায় জান'-এও ফাটিয়ে অভিনয় করেছেন এই বাবলি নায়িকা।  এর আগেও আনুশকার ‘বিগ লিপস' নিয়ে বহু চর্চা হয়েছে।  প্রাণবন্ত হাসির সঙ্গে একটু বেমানান ছিল তাঁর চওড়া ঠোঁট।  সেই ঠোঁটকেই কেটে স্লিম করে দিলেন আনুশকা।  শুধুমাত্র কোহলির ভালবাসার জন্য!

বক্স অফিস কাঁপাচ্ছেন পরিণীতি চোপড়া!

অনলাইন ডেস্ক : পরিণীতি চোপড়া-সিদ্ধার্থ মালহোত্রার সিনেমা 'হাসি তো ফাসি' বেশ ভালই ব্যবসা করছে।

বিনি মাথুর পরিচালিত এই সিনেমা মুক্তির দু দিনের মধ্যে প্রায় ১১ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই সিনেমা।

সবচেয়ে বড় কথা মুক্তি পাওয়ার পর দিন লোক হলে বেশী ভিড় করছে। তার মানে দাঁড়ায় প্রচারের থেকেও সিনেমা ভাল হওয়ায় লোকের ভিড় বাড়ছে।
আজ রবিবার এই সিনেমা কেমন ব্যবসা করে তার ওপর অনেক কিছু নির্ভর করছে।
যদিও এখন থেকেই পরিণীতি চোপড়া-সিদ্ধার্থ মালহোত্রার রোমান্টি কমেডি এই সিনেমাটি হিট অ্যাখা পেয়ে গিয়েছে। তবে আগামী কটা দিন ঠিক করে দেবে এই হিট তকমা থেকে সুপারহিট হতে পারে কিনা এই সিনেমা। মাত্র মাত্র ২৫ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছে ‘হাসি তো ফাঁসি’।

এই সিনেমায় পরিণীতি চোপড়া অভিয় করছেন পাগল-বৈজ্ঞানিকের ভূমিকায়। ব্যবসায়ীর ভূমিকায় অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা।

মুক্তির দিন শুক্রবার ৪.৮৫ কোটি টাকার ব্যবসা করে। শনিবার ব্যবসা করে-৬.৪০ কোটি টাকা।

কক্সবাজারে যে কটেজে হানিমুন, সে কটেজেই আত্মহত্যা


স্টাফ রিপোর্টার : ইঞ্জিনিয়ার স্বামীকে জড়িয়ে ধরা একটি ছবি বুকে নিয়ে এবং ৫ পৃষ্ঠার একটি চিরকুট লিখে কক্সবাজারে আত্মহত্যা করেছে ঢাকার এক পর্যটক নারী। হোটেল মোটেল জোন কলাতলীর বিচ সিটি রিসোর্টে ঘটেছে এ ঘটনা। পুলিশ কটেজের ১১০ নম্বর কক্ষ থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছে।
 পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জের ধরে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। পুলিশ আরও জানিয়েছে, বিয়ের পরে বরকে নিয়ে এ কটেজেই হানিমুন করেছিলেন এই নারী। তার হাতের লেখা চিরকুটে এমন তথ্য রয়েছে বলে জানান কক্সবাজার সদর থানার অতিরিক্ত সার্কেল ছত্রধর ত্রিপুরা। ৫ পৃষ্ঠার চিরকুটে তিনি লিখেছেন, মাসুদ, আমি জানি আমার মৃত্যু নিয়ে কেউ হাসবে। কেউ বিরক্ত হবে। কেউ ঘৃণা করবে। 
আবার কেউ কাঁদবে। আমার ফ্যামিলি ও ফ্রেন্ডরা কাঁদবে। তোমরা হাসবে, ভীত হবে, ঘৃণা করবে, আর জিডি করার জন্য থানায় দৌড়াবে। তুমি আর তোমার মা যে খেলা দেখালে! এরপরও আমি তোমাকে এত ভালবাসি, কেন জানি না! তোমার আত্মীয়স্বজন আমাকে  বোঝেনি, বুঝতে চায়নি। 
সেটা মেনে নেয়া যায় কিন্তু ১০ বছর প্রেম করেও তুমি আমাকে বোঝোনি, বুঝতে চাওনি সেটা মেনে নেয়া যায় না। এভাবে বাংলা ইংরেজির সংমিশ্রণে দীর্ঘ চিরকুটে তার বুকে জমানো ক্ষোভ ও দুঃখের কথা লিখেছেন তিনি। বিচ সিটি রিসোর্টের ম্যানেজার রিয়াজ উদ্দিন রিয়াজ জানান, রাজধানী ঢাকার খিলগাঁও এলাকার মোহাম্মদ আলমগীরের কন্যা আসমা উল সুলতানা (৩০) পরিচয়ে তিনি শুক্রবার সকাল সাড়ে ৯টায় কক্ষটি ভাড়া নেন। তিনি ম্যানেজারের কাছে ১১০ নম্বর রুমটি চেয়ে নেন। 
ওই দিন বিকালে তিনি রুম থেকে বের হয়ে সি-বিচে যান। বিকালে ফিরেও আসেন। শুক্রবার বিকালে রুমে ঢোকার পর থেকে তিনি আর রুম থেকে বের হননি। গতকাল সকাল পেরিয়ে দুপুর গড়ালেও ওই নারীর কোন সাড়াশব্দ না পেয়ে তারা পুলিশকে খবর দেন। বিকাল ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মৃতদেহটি উদ্ধার করে। এ নারী নিজকে ঢাকার ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন বলে উল্লেখ করেন।

 মৃতদেহ উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা কক্সবাজার সদর থানার এসআই কামাল আব্বাস জানিয়েছেন, হোটেল কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে সাড়ে ৫টায় ১১০ নম্বর কক্ষের দরজা ভেঙে মৃতদেহটি উদ্ধার করা হয়। একটি চিরকুটে নিজে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন এ নারী পর্যটক। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Saturday, February 8, 2014

টম ক্রুজের বিরুদ্ধে বিলিয়ন ডলারের মামলা করেছেন টিমথি প্যাট্রিক লানাহান

we‡bv`b ‡W¯‹ :এশিয়ান নিউজ সার্ভিস জানায়, ম্যাকলানাহানের মতে ১৯৯৮ সালে তার লেখা 'হেড অন' গল্পটি অনুকরণ করেই সাজানো হয়েছে টম ক্রুজের বহুল জনপ্রিয় সিনেমাটির কাহিনি৷ রিডার অনলাইন জানায়, ম্যাকলাহান আমেরিকার কপিরাইট অফিসে তার লেখা চিত্রনাট্যটি জমা দিয়েছিলেন৷ এরপর 'হেড অন'-এর স্বত্বের সার্টিফিকেটও পান তিনি৷ এতে লেখা ছিল, তার অনুমতি ছাড়া কেই ওই গল্প বা এ কাহিনি কেউ ব্যবহার করতে পারবে না৷ ম্যাকলাহান জানান,
২০১১ সালে 'মিশন ইম্পসিবল: ঘোস্ট প্রটোকল' সিনেমাটি মুক্তির পরই তিনি বুঝতে পারেন তার গল্প অনুকরণে নির্মিত হয়েছে সিনেমাটি৷ তার ১৯৯৮ সালের কপিরাইট করা গল্পটি তার অনুমতি ছাড়াই ব্যবহৃত হয়েছে সিনেমাটিতে৷ আর তাই ৫১ বছর বয়সী টম ক্রুজের নামে ১ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা দায়ের করেছেন তিনি৷ টম ছাড়াও অবৈধভাবে, বিনা অনুমতিতে তার গল্প ব্যবহারের দায়ে প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট পিকচার্সের নামেও মামলা করেছেন ম্যাকলাহান৷