Tuesday, April 8, 2014

ইউক্রেনে অস্থিতিশীলতা তৈরির ব্যপারে রাশিয়ার প্রতি কঠোর হুঁশিয়ারী যুক্তরাষ্ট্রের


ইউক্রেনে নতুন করে শুরু হওয়া অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রসেইসঙ্গে ইউক্রেনে অস্থিতিশীলতা তৈরির ব্যপারে রাশিয়ার প্রতি কঠোর হুঁশিয়ারী ব্যক্ত করেছে দেশটি

সোমবার রাশিয়াপন্থি বিক্ষোভকারীরা ইউক্রেনের তিনটি শহরে সরকারি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবন দখল করে নেয়ার পর রাশিয়াকে যুক্তরাষ্ট্র এই হুমকি দিলো

এদিন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি তার প্রতিদ্বন্দ্বী রুশ পররাষ্ট্র মন্ত্রী সার্গেই লেভরভকে ফোন করে হুঁশিয়ারী দেনইউক্রেনে অস্থিতিশীলতা তৈরির জন্য রাশিয়াকে মূল্য দিতে হবে বলেও সাবধান করে দেন তিনি

এ বিষয়ে উভয় পক্ষ আগামী ১০ দিনের মধ্যে সরাসরি আলোচনায় বসতে পারে কিনা এ বিষয়েও দুই পররাষ্ট্র মন্ত্রী কথা বলেনএদিকে বাণিজ্যিক প্রদেশ দোনেস্ক, লুহানস্ক আর খারকিব শহরে রুশপন্থিরা সরকারি ভবন দখলের নেয়ার পর ইউক্রেনীয় কর্তৃপক্ষ সেখানে নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে। 

সোমবার রুশপন্থি বিক্ষোভকারীরা দোনেস্কের আঞ্চলিক সরকারি ভবন দখল করে নিয়ে তা গণপ্রজাতন্ত্রিক বলে ঘোষণা করেসেইসঙ্গে আগামী ১১ মে এর মধ্যে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে গণভোট আয়োজনে সাহায্য করার জন্যও আহ্বান জানায় রুশপন্থিরা


সম্প্রতি ইউক্রেন থেকে কিমিয়া উপদ্বীপ বিচ্ছিন্ন হয়ে রুশ কনফেডারেসনে যুক্ত হওয়ার পর থেকে অন্য প্রদেশগুলোতেও এই প্রবণতা শুরু হয়েছেঅবশ্য ইউক্রেন ও যুক্তরাষ্ট্র এর পেছনে উসকানি দেয়ার জন্য রাশিয়াকে দায়ি করছে

Monday, April 7, 2014

দুর্বৃত্তদের ছোড়া বোমায় দুইজন আহত


রাজধানীর গোড়ানের সিসিলি গার্মেন্টসের সামনে দুর্বৃত্তদের ছোড়া বোমায় দুইজন আহত হয়েছেন। তারা হলেন- আকরাম (৪০) ও মাসুদ (৩২)দুজনই দক্ষিণ গোড়ান এলাকার বাসিন্দা

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফজলুর রহমান জানান, রাত সাড়ে ১০টায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়দুজনেরই পায়ে বোমার স্লিন্টার লেগেছে

আহত আকরামের বন্ধু দক্ষিণ বনশ্রী মডেল হাইস্কুলের শিক্ষক মহিবুর রহমান বলেন , আকরাম ট্রাভেল ব্যবসার সঙ্গে জড়িতসে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না

তিনি জানান, গোড়ান ছাপড়া মসজিদের সামনে হঠাৎ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ হলে আকরাম আহত হয়এসময় এলাকায় বিদ্যুৎ ছিল না বলে কে বা কারা এ ঘটনা ঘটায় তা টের পাওয়া যায়নি

ওসি ফজলুর রহমান বলেন, মাসুদকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসেনতার ব্যাপারে বিস্তারিত তেমন কিছু জানতে পারেনি পুলিশখিলগাঁও থানার উপপরিদর্শক মনোয়ার হোসেন বলেন, গোড়ানে বোমা বিস্ফোরণের কোনো খবর থানা পুলিশ জানে না

জম্মু-কাশ্মীরে গোলাগুলিতে সেনা কর্মকর্তা ও পুলিশসহ মোট ৪ জন নিহত


 ভারতের গোলোযোগপূর্ণ জম্মু-কাশ্মীরে গোলাগুলিতে এক সেনা কর্মকর্তা ও একজন পুলিশ সদস্যসহ মোট ৪ জন নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে রাত পযন্ত রাজ্যের কুপওয়ারা জেলার জোনারিওয়াসি এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের এই গোলাগুলির ঘটনা ঘটে।
 
ঘটনার সময় আরো দুই পুলিশ সদস্য গুরুতরভাবে আহত হয়েছে। এছাড়া এনকাউন্টারে মারা গেছে দুই জঙ্গি।জানা যায়, মঙ্গলবার ভোরে সেনা ও পুলিশ সদস্যরা জোনারিওয়াসি গ্রামে এক যৌথ অভিযান পরিচালনাকালে জঙ্গিদের সঙ্গে এই গোলাগুলির ঘটনা ঘটে। অভিযানের সময় থেকে দুই পুলিশ সদস্য এখনো নিখোঁজ আছে। ধারণা করা হচ্ছে জঙ্গিরা তাদের জিম্মি করেছে।

উইনডোজ এক্সপির বিদায় ঘণ্টা


পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে আর দেখা যাবে না তাকে১১ বছর সারা বিশ্বজুড়ে দাপিয়ে বেড়ানোর পর এবার তার জানালা চিরতরে বন্ধের পালা 

মঙ্গলবার থেকে মাইক্রোসফটের জনপ্রিয়তম অপরেটিং সিস্টেম উইনডোজ XP-এর উপর পর্দা নেমে যাচ্ছেসফটওয়্যার জায়েন্ট মাইক্রোসফট তাদের সবচেয়ে বেশি দিন ধরে চলা অপরেটিং সিস্টেমকে সমস্ত রকম টেকনিক্যাল সাপোর্ট দেওয়া বন্ধ করে দিচ্ছে

৮ এপ্রিল, মঙ্গলবার থেকে উইনডোজ এক্সপি গ্রাহকরা আর কোনও সিকিউরিটি আপডেটস, হটফিক্সেস, বিনামুল্যে বা মূল্যের বিনিময়ে সাপোর্ট অপশন বা ওনলাইন টেকনিক্যাল কন্টেন্ট আপডেটস পাবেন না”, ঘোষণা বিল গেটসের কোম্পানি সফটওয়্যার জায়েন্ট মাইক্রোসফট এর

২০০১ সালের অক্টোবর মাস থেকে পথ চলা শুরু করেছিল উইনডোজ এক্সপিমাইক্রোসফটের সাম্প্রতিকতম অপরেটিং সিস্টেম উইনডোজ এইট আসার আগে এক্সপি-এর তিনটি ভার্সান সারা বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলগ্রাহকরা এক্সপি-এর নবতম রূপ উইনডোজ এক্সপি সার্ভিস প্যাক থ্রি এতদিন পর্যন্ত ব্যবহার করতে পারতেন

এই সাপোর্ট বন্ধ হয়ে যাওয়ার পরও যারা এক্সপি ব্যবহার করবেন তারা সহজেই সাইবার ক্রাইমের শিকার হতে পারেন
সূত্র: জি নিউজ

আওয়ামী লীগের প্রচার সম্পাদকের ছেলেকে গুলি করে হত্যা



ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কাজী শওকত হোসেনের ছেলে কাজী সাদদিন হোসেন সানিকে (২৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার গভীর রাতে ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালের পাশে একটি চায়ের দোকানের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়।

সাদদিন হোসেন সানি একটি টেক্সটাইল মিলের কর্মকর্তা ছিলেন। সম্প্রতি তিনি পড়ালেখা শেষ করেছেন। সানি ৯৮ গ্রীনরোডে তার বাবা-মার সঙ্গে থাকতেন।

ধানমণ্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, রাত পৌনে ১টার দিকে সন্ত্রাসীরা ল্যাবএইডের পাশের একটি চায়ের দোকানের সামনে তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করেন। 



সেখান চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের বুকে এবং পেটের বাম পাশে দুটি গুলির চিহ্ন রয়েছে বলে জানান তিনি।

নিহতের স্বজনরা জানান, রাতে তার খালু ডা. মো. শহিদুল আলম খানকে মেরে ফেলার হুমকির খবর পেয়ে তিনি খালুর বাসায় যান। পরে রাতেই খালুর বাসা থেকে ফেরার পথে ল্যাবএইডের পাশে একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন। 



এমন সময় কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ল্যাবএইডে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সানির খালাতো ভাই বাংলামেইলকে বলেন, ‘ঠিক কী কারণে তাকে খুন করা হয়েছে তা বলা যাচ্ছে না। রাতে সানির মোবাইল থেকে ওর মার মোবাইলে ফোন আসে। ওই ফোনেই আমরা জানতে পারি যে সানি গুলিবিদ্ধ হয়েছেন।’

সঙ্গীত জগত থেকে সরে দাঁড়ালেন তাহসান


জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান হঠাৎ করেই সঙ্গীতকে বাই বাই বলে দিয়েছেনকোন কারণ ছাড়াই তার এমন সিদ্ধান্তকে ঘিরে চলছে তার ভক্তসমাজে নানা তোলপাড়কেনই হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিতে হলো তাহসানকে?

এমন প্রশ্নের জবাব দেন তিনি তার ফেসবুকে পেইজেতাহসানের ফেসবুক ভেরিফাইড পেইজে তিনি জানান, “আপনাদের অনেকেই জানতে আগ্রহী যে কেন আমি হঠাৎ গানের জগৎ থেকে বিরতি নিচ্ছিবিশেষ করে যখন আমার একটি অ্যালবাম বাজারে হিটের পথে 

তবে আমার উত্তরটা খুব একটা সন্তুষ্টজনক নাও হতে পারেযে কারণে এ ব্যাপারে আমি আমার অনুভুতিটুকু প্রকাশে বিরত ছিলামএমনকি বিশ্বকাপের ওপেনিং নিয়েও আমি নাড়াচাড়া করতে চাচ্ছিলাম নাতবে আপনাদের অনেকেই এখন দাবি করছেন পুরো ব্যাপারটি জানার আপনারা অধিকার রাখেন 

অডিও প্রতিষ্ঠান বলে, মানুষ সিডি কেনে না আর তাই আমরা বিনিয়োগ করতে পারি নারেডিও প্রতিষ্ঠানগুলো বলে, অন্যান্য দেশের রেডিওর মতো আমরা গানের জন্য সম্মানী দেই নাআমরা যে আপনার গানের প্রচার করি সেটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিৎ 
প্রোমোটাররা বলেন, মানুষ শুধুমাত্রও বিদেশি তারকাদের কনসার্ট দেখতে আসে, দেশিদের নাকাজেই আমরা কেন দেশীদের প্রচার করব? এখন কথা হল, আমাদের পুরো মিউজিক ইন্ডাস্ট্রি এখন কালো মেঘে ঢাকাএবং এ থেকে উত্তরণে কাউকে না কাউকে পদক্ষেপ নিতেই হবেআর তাই আমি সেই পদক্ষেপ হিসেবে নিজেকে সঙ্গীত ভুবন থেকে আড়াল করে নিলামতবে চিন্তার কিছু নেইখুব শীগ্রই আমি আবার ফিরে আসব

অযোধ্যায় বাবরি মসজিদের স্থানে রামমন্দির প্রতিষ্ঠা প্রতিশ্রুতি : মুরলি মনোহর যোশী


ভারতের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি- বিজেপি তাদের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছে ক্ষমতায় গেলে অযোধ্যায় বাবরি মসজিদের স্থানে রামমন্দির প্রতিষ্ঠা করা হবে।
আজ সোমবার নয়া দিল্লিতে এক সংবাদ সম্মেলনে বিজেপির প্রবীণ নেতা মুরলি মনোহর যোশী নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন। যোশী বলেন, এক লাখ লোকের মতামতের ভিত্তিতে নির্বাচনী ইশতেহার তৈরি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী ও বিজেপির শীর্ষনেতা মুরালী মনোহর জোষী,রাজনাথ সিং, লালকৃঞ্চ আদভানি ও সুষমা স্বরাজ উপস্থিত ছিলেন।
নিজেদের অসাম্প্রদায়িক দল হিসাবে প্রচার করলেও নির্বাচনী ইশতেহারে তাদের সাম্প্রদায়িক রূপ ফুটে উঠেছে। ইশতেহারে উগ্র হিন্দুত্বের ইস্যুকে একেবারে বাতিল করে দেয়া হয়নি।
ইশতেহারে বলা হয়েছে, সাংবিধানিক কাঠামোর মধ্যেই অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় রামমন্দির প্রতিষ্ঠা করা হবে। 

গয়েশ্বর চন্দ্র রায়কে হাইকোর্টে হাজিরের নির্দেশ


বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে তলব করেছে হাইকোর্টএকই সাথে বিএনপি সমর্থক চিকিতসকদের সংগঠন ডক্টর্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. এম সালাম, মহাসচিব অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনকে তলব করা হয়েছে

আগামী ২০ এপ্রিল সকাল সাড়ে ১০ টায় তাদের হাজির হতে বলা হয়েছেএকই সাথে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছেড্যাবের এক মানববন্ধনে সব কোর্টই মুজিব কোটের পকেটে বন্দি আখ্যা দিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগে তাদের তলব করা হয়

বিচারপতি কাজী রেজা-উল-হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের হাইকোর্টের বেঞ্চ আজ সোমবার দুপুরে স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন

বেগম জিয়ার বাড়ি ভাড়া না দিতে পারার বিষয়টি খতিয়ে দেখছে সরকার


'বেগম খালেদা জিয়া অর্থাভাবে প্রায় তিন বছর বাড়ি ভাড়া দিতে পারছেন না' এ খবরের বিষয়টি খতিয়ে দেখে সে পরিমাণ অর্থ ছাড় দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে বিষয়টি সামনে এনে খালেদা জিয়া দেশের মানুষের সহানুভূতি নেয়ার চেষ্টা এবং রাজনৈতিক ষড়যন্ত্র করছেন কি না তাও খতিয়ে দেখতে বলা হয়েছে।
আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। বৈঠকে অনির্ধারিত আলোচনায় এসব কথা হয়েছে বলে মন্ত্রিসভার এক সদস্য জানিয়েছেন।
ওই মন্ত্রী জানান, বৈঠকে আইনমন্ত্রী বলেছেন, খালেদা জিয়া কোনো একটি উদ্দেশ্য নিয়ে এ কাজ করেছেন। আসলে তিনি বাড়ি ভাড়া দিতে পারছেন না  নাকি এটা অন্য কোনো ষড়যন্ত্র বিষয়টি খতিয়ে দেখা দরকার।উল্লেখ্য আজ বাংলাদেশ প্রতিদিন এ 'অর্থের অভাবে বাড়িভাড়া দিতে পারছেন না খালেদা জিয়া' শীর্ষক একটি খবর প্রকাশিত হয়েছে।

রাষ্ট্রীয় বাজেটের ধার্য করা অর্থ দিয়ে বিপুল জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করা সম্ভব নয় : নাসিম



বর্তমানে দেশে স্বাস্থ্যসেবা নেটওয়ার্কের বিস্তৃতি ও ব্যবস্থাপনা যে পর্যায়ে রয়েছে তাতে সন্তুষ্টির অবকাশ নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তার মতে, জনমানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও এ খাতের সংকটগুলো দূর করতে হলে অনেক পথ পাড়ি দিতে হবে। সম্পদের সীমাবদ্ধতা স্বাস্থ্য খাতের বড় সংকট। রাষ্ট্রীয় বাজেটের যে অংশ স্বাস্থ্য খাতকে দেয়া হচ্ছে তা দিয়ে বিপুল জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করা সম্ভব নয়। এ খাতে বরাদ্দ বাড়াতে হবে। গত ২ এপ্রিল যুগান্তরের সঙ্গে একান্ত সাক্ষাৎকালে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। মন্ত্রণালয়ের করিডোরে এক অনানুষ্ঠানিক সাক্ষাৎকারে স্বাস্থ্য খাতে বিদ্যমান নানা সমস্যাসংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।



স্বাস্থ্যমন্ত্রী বলেন, গরিবদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এ দেশে বিরাট চ্যালেঞ্জ। এখানে অধিকাংশ মানুষ গরিব ও শ্রমজীবী। এদের জন্য রাষ্ট্রের ব্যয় বাড়ানো দরকার। ব্যবস্থাপনায় ত্র“টির কারণেও সরকারি প্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবা নিতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে অনেককে। কখনও কখনও হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন থাকছে না। ডাক্তার থাকলে নার্স থাকছে না, নার্স থাকলেও কর্মচারীরা কাজে মনোযোগ না দিয়ে ঘুরে বেড়ায়। এসব ত্র“টি বিচ্যুতি অবিলম্বে দূর করতে সংশ্লিষ্ট হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্স ও স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপকদের নিয়মিতভাবে প্রয়োজনীয় নির্দেশ দেয়া হচ্ছে। এসব ক্ষেত্রে অবহেলা ধরা পড়লে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। এরই মধ্যে কর্মস্থলে অনুপস্থিতির কারণে বেশকিছু চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।



মোহাম্মদ নাসিম বলেন, ধনীদের জন্য উন্নতমানের স্বাস্থ্যসেবার পর্যাপ্ত ব্যবস্থা দেশে রয়েছে। টাকা খরচ করলেই বেসরকারি খাত থেকে সেবা মেলে। কিন্তু গরিবের স্বাস্থ্যসেবার নিশ্চয়তা হয়নি। গরিবের জন্য সরকারি স্বাস্থ্যসেবা একমাত্র ভরসা। তাই সরকারি স্বাস্থ্যসেবার মূল কেন্দ্রবিন্দুতে রাখা হচ্ছে গরিব মানুষদের। গরিবের স্বাস্থ্যমন্ত্রী হতে চান বলে মন্তব্য করে তিনি বলেন, গরিবদের জন্যই সরকারি সেবা সমৃদ্ধ করা প্রয়োজন।



হাসপাতালে অযত্ন-অবহেলায় অসংখ্য চিকিৎসার যন্ত্রপাতি পড়ে থাকছে। একটি যন্ত্র বিকল হলে তা দিনের পর দিন না সারিয়ে ইচ্ছাকৃতভাবে বিকল রাখার অভিযোগ আছে। যন্ত্র বিকল রাখতে পারলেই বাইরের ডায়াগনস্টিক সেন্টারে রোগী পাঠিয়ে কমিশন খাওয়ার সুযোগ হয় সংশ্লিষ্টদের। এসব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মোহাম্মদ নাসিম বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় সব চিকিৎসা যন্ত্রপাতির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে উদ্যোগী। একশ্রেণীর স্বার্থান্বেষী চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারী বাইরে রোগী পাঠানোর কাজে জড়িত। তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘এসব অপকর্ম থেকে বিরত থাকুন।’ হাসপাতালে যন্ত্রপাতি কেন পড়ে আছে কতদিন ধরে বিকল- সেটা যাচাই করতে মন্ত্রণালয়ে একটি কমিটি কাজ করছে।



সম্প্রতি রাজধানীতে একটি জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে মন্ত্রী বলেন, বিনা দরকারে অনেক চিকিৎসা যন্ত্রপাতি কিনে ফেলা হয়েছে বলে আমি শুনেছি। এসব যন্ত্র কাদের স্বার্থে কেনা হল সেটা খুঁজে বের করা হবে। দোষী ব্যক্তিরা অবশ্যই শাস্তি পাবেন। মন্ত্রী বলেন, আমরা সরকারি স্বাস্থ্যসেবা সমৃদ্ধ করতে চাই। তবে বিপুল জনগোষ্ঠীর জন্য সেবা নিশ্চিত করার কাজটি সরকার একা পারবে না। এজন্য বেসরকারি উদ্যোক্তাদেরও বিনিয়োগে উৎসাহিত করছি। নিয়ম মেনে তারাও সেবা কাজে অংশগ্রহণ করতে পারবেন। মোহাম্মদ নাসিম বলেন, শুধু ব্যবসার জন্য স্বাস্থ্য খাতে বিনিয়োগকে তিনি ইতিবাচকভাবে দেখেন না। আগে মানুষের সেবার বিষয়টি দেখতে হবে। তারপর ব্যবসা।


বড় ও কর্পোরেট হাসপাতাল এবং ক্লিনিকগুলোর সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নামে তারা অতিরিক্ত ফি নিচ্ছে। সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি জেনেছেন, যে পরীক্ষার প্রকৃত ব্যয় মাত্র ২ টাকা, সেখানে ফি নেয়া হচ্ছে ২০০ টাকা পর্যন্ত। এসব কাজ বন্ধের তাগিদ দিয়েছেন বলে উল্লেখ করে তিনি বলেন, বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও গরিবের জন্য সেবার ব্যবস্থা রাখতে হবে। কিছুদিন আগে রাজধানীতে এক অনুষ্ঠানে মন্ত্রী স্বাস্থ্য খাতের বাজেট বরাদ্দ সম্পর্কে বলেছেন, এ মন্ত্রণালয় দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দায়িত্বে আছে। ব্যবসা তো করছে না। প্রধানমন্ত্রী গরিবের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবচেয়ে বেশি আগ্রহী। তাহলে এ মন্ত্রণালয়কে কেন পর্যাপ্ত টাকা দেয়া হবে না? তিনি বলেছেন, আসন্ন বাজেটে স্বাস্থ্য খাতের বাজেট বাড়াতে প্রয়োজনে অর্থমন্ত্রীর সঙ্গে যুদ্ধ করবেন। 

চট্টগ্রামের মিরসরাই এক্সপ্রেসের ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত , নিহত ১


চট্টগ্রামের মিরসরাই ও মস্তানগর স্টেশনে মধ্যবর্তীস্থানে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেসের ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঘটনাস্থলেই নাসিমা আকতার নামে একজন নিহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৯জন।


সোমবার বেলা ১২টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।সীতাকুণ্ড পুলিশ সার্কেলের এএসপি সালাউদ্দিন শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস মেইল ট্রেনটির পেছনের দিককার তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনা কবলিত বগির নিচে একজনকে পড়ে থাকতে দেখা গেছে  ।


এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আহত অন্তত নয়জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপতালে প্রেরণ করা হয়েছে। এদের কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে প্রত্যক্ষদর্শীরা। কয়েকজপূর্ব রেলের প্রধান প্রকৌশলী মাহবুব উল আলম দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, ওই স্থানে ডাবল লাইন থাকায় তেমন সমস্যা হবে না। দুর্ঘটনা কবলিত ট্রেনের বগি উদ্ধারের জন্য রিলিফ ট্রেন পাঠানো হচ্ছে। 

ঢামেকের বহির্বিভাগের গেট থেকে পাঁচ নারী দালাল আটক



ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগের গেট থেকে পাঁচ নারী দালালকে আটক করেছে আনসার বাহিনীর সদস্যরা। আটককৃতরা হলেন- মমতাজ বেগম, জুলেখা বেগম, রাবেয়া বেগম, ময়না বেগম ও হনুপা বেগম।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বর্তমানে ঢামেকের পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে।

ঢামেক আনসারের ইনচার্জ আব্দুল খালেক জানান, হাসপাতালের পরিবেশ নষ্ট করে এসমস্ত দালাল দীর্ঘদিন যাবত হাসপাতালের রোগীদের ফুসলিয়ে বাইরের হাসপাতালে নিয়ে যেতেন। তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন।

তিনি জানান, হাসপাতালের পরিচালকের নির্দেশে তাদের আটক করে পুলিশে দেয়া হয়েছে।এদিকে দালালরা হাসপাতালের স্টাফদের আত্মীয়স্বজন হওয়ায় অনেকেই তাদের ছাড়িয়ে নিতে আনসার সদস্যদের কাছে ভিড় জমিয়েছেন।

Sunday, April 6, 2014

গুলশান - ১ এর নাফি টাওয়ারে আগুন

Nafi Tower ,Gulshan - 1 Dhaka

গুলশান - ১ এর নাফি টাওয়ার এর ১৯ তলায় আগুনহতাহত ও ক্ষয়ক্ষতির পরিমান এখনোও কিছু জানা যায়নি। ফায়ার সার্ভিস এর তিনটি ইউনিট যথারিতী তাদের কাজ চালিয়ে যাচ্ছে। আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে যাচ্ছে


বিস্তারিত আসছে...






ফখরুলের ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর



মালিবাগ চৌধুরী পাড়ায় পেট্রোলবোমা নিক্ষেপে পুলিশ হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


এক আবেদনের শুনানি শেষে বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ  সোমবার এ আদেশ দেন।



আদালত থেকে বেরিয়ে অ্যাডভোকেট সগীর হোসেন লিওন  বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বিরুদ্ধে দায়ের করা সব মামলায় জামিন পেয়েছেন। এজন্য তার মুক্তিতে আর কোনো বাধা নেই।’



আদালতে  মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ ও অ্যাডভোকেট সগির হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম।  



উল্লেখ্য, গত ৩০ নভেম্বর রাতে মালিবাগ চৌধুরী পাড়ায় বাসে ককটেল নিক্ষেপে একজন নিহত ও পাঁচজন আহত হওয়ার ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব আমানুল্লাহ আমান, সালাহউদ্দিন আহমেদসহ শীর্ষ নেতাদের হুকুমের আসামি করা হয়।

ইউক্রেনের পূর্বাঞ্চলের বিক্ষোভের জন্য রাশিয়াকেই দায়ী করেছে ইউক্রেন


ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা এবং এজন্য একটি গণভোট দেয়ার দাবীতে বিক্ষোভ চলছে ইউক্রেনের পূর্বাঞ্চলের কয়েকটি শহরে। এই বিক্ষোভের জন্য রাশিয়াকেই দায়ী করেছে ইউক্রেন। 



দেশের এই পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠক ডেকেছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ওলেকজন্দর তুর্চিনভ। পূর্বাঞ্চলের স্বাধীনতা ঘোষণা করে একটি গণভোট দেবার দাবীতে ইউক্রেনের বড় তিনটি শহরে যে বিক্ষোভ চলছে তাতে অংশ নিয়ে গতকাল সরকারী ভবনগুলোতে ভাংচুর চালিয়েছে স্বাধীনতাকামীরা।

বিক্ষোভ চলার সময় কোনো কোনো জায়গায় পুলিশের সঙ্গে ধাক্কা-ধাক্কি এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। বিক্ষোভের সময় কোনো কোনো সরকারী ভবনে জোর করে ঢুকে যায় প্রতিবাদকারীরা; কোথাও আবার ভবনের উপর থেকে রাশিয়ার জাতীয় পতাকা টাঙ্গিয়ে দিয়েছে রুশপন্থী উত্তেজিত জনতার দল। পূর্বাঞ্চলের এই উত্তপ্ত পরিস্থিতির জন্য রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেন।



ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী ডেনিলো লুবকিভস্কি দাবী করেছেন, বিক্ষোভকে উস্কে দেবার জন্য ইউক্রেনে লোক নিয়োগ করেছে রাশিয়া। উদ্ভূত পরিস্থিতির কারণে পূর্বনির্ধারিত লিথুয়ানিয়া সফর বাতিল করে ইউক্রেনের নিরাপত্তা প্রধানের সাথে জরুরি এক বৈঠক ডেকেছেন দেশটির বর্তমান রাষ্ট্রপ্রধান ওলেকজন্দর তুর্চিনভ।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন বসবাসরত রুশ-ভাষাভাষী জনগণ, যারা হুমকির মধ্যে রয়েছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করার অধিকার রাশিয়ার রয়েছে। কিন্তু ইউক্রেনের রুশভাষীরা কোনো হুমকির মধ্যেই নেই দাবী করে ইউক্রেন সরকার বলেছে যে, ইউক্রেনে রাশিয়ার অনধিকার প্রবেশকে প্রতিহত করবে ইউক্রেন।


সূত্র: বিবিসি বাংলা 

চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মৃত্যু



পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় আজিজুর রহমান (৩৬) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তার বাবার নাম জামাল পাটোয়ারি। গ্রামের বাড়ি চাঁদপুরের মতলবে। আজিজুরের শরীরের ৩৮ ভাগ দগ্ধ ছিল। আজ সোমবার সকাল সোয়া ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত ২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিগারেটের আগুন থেকে চকবাজারের ছোট কাটারা এলাকার একটি ৭ তলা ভবনের ৫ম তলায় আগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। ভবনের ৫ম তলায় বিভিন্ন ব্রান্ডের বডি স্প্রে ও পারফিউম তৈরি করা হতো। এতে তিনজন দগ্ধ হন।

আজিজুরের তিন ছেলে রয়েছে। এদিকে ওই দিনের অগ্নিকাণ্ডের ঘটনায় গত ৩ এপ্রিল ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় কবির হোসেন নামে আরও একজনের মৃত্যু হয়। তার শরীরের ৯০ ভাগ দগ্ধ ছিল।

এঘটনায় মফিজুর রহমান (৪২) নামে আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৪২ ভাগ পুড়ে গেছে। তিনি বর্তমানে ঢামেকে ভর্তি আছেন।

নিখোঁজ বিমানটির অনুসন্ধান কার্যক্রমে রাতে সংবাদ সম্মেলন করবে অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ


নিখোঁজ মালয়েশিয়ান এয়ারলাইন্সের উড়োজাহাজটির অনুসন্ধান কার্যক্রমের ব্যাপারে সোমবার আন্তর্জাতিক সময় মধ্যরাতে সংবাদ সম্মেলন করবে অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ

দেশটির সমুদ্র নিরাপত্তা কর্তৃপক্ষের (এএমএসএ) নেতৃত্বাধীন অনুসন্ধান কার্যক্রম দলের উদ্ধৃতি দিয়ে সোমবার সকালে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন

খবরে বলা হয়েছে, অনুসন্ধান কার্যক্রমের নতুন করে পাওয়া তথ্য জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে

তবে কী তথ্য জানানো হবে এ ব্যাপারে বিস্তারিত কিছু না বলা হলেও ঘটা করে সংবাদ সম্মেলনের আয়োজন অনুসন্ধান কার্যক্রমে বড় ধরনের কোনো অগ্রগতির ইঙ্গিতই বহন করছে বলে মনে করা হচ্ছে

এর আগে, শনিবার চীনের পক্ষ থেকে জানানো হয়, নিখোঁজ মালয়েশীয় উড়োজাহাজের সন্ধানে দক্ষিণ ভারত মহাসাগরে টহলরত দেশটির একটি জাহাজের রিসিভারে রহস্যজনক একটি রেডিও সংকেত  (পালস সিগন্যাল) ধরা পড়েছে

টহল জাহাজ হাইঝুন-১এর রিসিভারে সেকেন্ড প্রতি ৩৭.৫ কিলোহার্জ ফ্রিকোয়েন্সির এই পালস সিগন্যাল ধরা পড়ে বলে শনিবার সন্ধ্যার দিকে জানায় চীনা সংবাদ সংস্থা সিনহুয়া

তবে, গভীর ভারত মহাসাগরের ২৫ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে এবং ১০১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ধরা পড়া এ সংকেত ঠিক কীসের এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেওয়া না হলেও ধারণা করা হয়, সম্ভাব্য বিধ্বস্ত নিখোঁজ উড়োজাহাজের ব্ল্যাক বক্সের (ফ্লাইট রেকর্ডার) রেডিও সংকেতটি এটি

কারণ হিসেবে বলা হয়, ভারত মহাসাগরের অস্ট্রেলিয়ার দূরবর্তী এলাকায়ই উড়োজাহাজটি বিধ্বস্ত হতে পারে বলে মনে করা হয়

শনিবার থেকে ভারত মহাসাগরের দুই লাখ ১৭ হাজার বর্গ কিলোমিটারের মধ্যে উড়োজাহাজের সন্ধানে ব্যাপক তল্লাশি কার্যক্রম চালিয়ে যাচ্ছে ২৫টি দেশ

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, বেসামরিক অনুসন্ধানের পাশাপাশি অস্ট্রেলিয়া ও চীনসহ বিভিন্ন  দেশ সামরিক বিমান-জাহাজ দিয়ে ব্যাপক তল্লাশি চালিয়ে যাচ্ছে

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ধারণা, যান্ত্রিক ত্রুটিতে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়নিকিন্তু উড়োজাহাজের রাডারের সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের সংযোগ বিচ্ছিন্ন হওয়াসহ ব্রিটিশ স্যাটেলাইটসহ অন্যান্য স্যাটেলাইটে ধরা পড়া তথ্য-উপাত্ত বলছে, উড়োজাহাজটি কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে নির্ধারিত রুট থেকে বিচ্যুত হয়ে হাজারো কিলোমিটার দূর দিয়ে উড়ছিল

গত ৮ মার্চ  মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয় মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ৩৭০ ফ্লাইটটি

১৪টি দেশের ২৩৯ জন যাত্রীবাহী উড়োজাহাজটি নিখোঁজ হওয়ার পর এর সন্ধান পাওয়া নিয়ে অনেক দাবি করা হলেও তথ্য-উপাত্তের অভাবে সেগুলো মিথ্যা প্রমাণ হয়

এশিয়ান ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় ২২তম শেখ হাসিনা


এশিয়ান বংশোদ্ভূত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় ২২তম স্থানে রয়েছে শেখ হাসিনার নাম। গত বছর তিনি ছিলেন ২১তম। প্রথম পাঁচে জায়গা হয়েছে ভারতের তিন কংগ্রেস সদস্যের। ‘১০০ মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল এশিয়ান পিপল অব ২০১৪’ শীর্ষক তালিকায় দ্বিতীয় স্থান পেয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং চতুর্থ এবং সোনিয়া তনয় ও কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী পঞ্চম স্থানে রয়েছেন। শীর্ষ স্থানে পেয়েছেন চীনের নয়া প্রেসিডেন্ট শি জিনপিং।
রাজনীতি, খেলা, ব্যবসা, ব্যাংকিং থেকে অর্থনীতি, বিনোদন, দর্শন- এই ছয়টি শ্রেণিতে ভাগ করে এই তালিকা প্রকাশ করেছে এশিয়ান অ্যাওয়ার্ডস।
এশিয়ার ১০০ জন প্রভাবশালী ব্যক্তিত্বের মধ্যে ভারতীয় রয়েছেন ৩৯ জন। প্রভাবশালী হিসাবে ভারতের মধ্যে যারা স্বীকৃতি পেয়েছেন, তাদের মধ্যে রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি (নবম), ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় (১৯তম), শিল্পপতি লক্ষ্ণী মিত্তল (২০তম) অন্যতম। রয়েছেন অভিনেতা অনুপম খের, অভিনেত্রী নীনা ওয়াহিদা, লেখক হানিফ খুরেশিও। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা স্যার বেন কিংসলেও এই তালিকায় রয়েছেন। কিংসলে ১৯৮৪ সালে ‘গান্ধী’ ছবিতে অভিনয় করে বিশ্বব্যাপী খ্যাতি লাভ করেন।

আজ রাতে খালেদা জিয়ার সাথে লেবার পার্টির নেতাদের বৈঠক


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে মতবিনিময় করবেন বাংলাদেশ লেবার পার্টির নেতারা।মঙ্গলবার রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লেবার পার্টির ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন।লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদি  এ তথ্য জানিয়েছেন।

ছয় দফা দাবি নিয়ে গণজাগরণ মঞ্চ


গণজাগরণ মঞ্চের ওপর যত বাধাই আসুক ছয় দফা দাবির ভিত্তিতে আন্দোলন চালিয়ে যাবে গণজাগরণ মঞ্চ। এ লক্ষ্যে মঞ্চের আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্রসংগঠনগুলোর সঙ্গে বৈঠক করেছে গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা।

রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীদের ওপর শুক্রবার পুলিশি হামলার পরদিন রাতেই পরীবাগে বৈঠক করে মঞ্চের নেতা-কর্মীরা। বৈঠকে হামলা ও পরবর্তী কর্মসূচি নির্ধারণ নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত হয়, মঞ্চের ঘোষিত ছয় দফা দাবির ভিত্তিতেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। গতকাল রবিবার রাতে আন্দোলনে ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোকে নিয়ে বৈঠকে বসেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

সভায় উপস্থিত ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু বলেন, আন্দোলনের গতি-প্রকৃতি নির্ধারণ করতে এবং কয়েক দিনের ঘটনাবলি নিয়ে সভায় আলোচনা হয়। সভায় আন্দোলনের সঙ্গে যুক্ত সব ছাত্রসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

শাহবাগের উত্তাল দিনগুলোতে গণজাগরণ মঞ্চকে সহায়তা করেছিল দেশের নানা মহল। তাদের সঙ্গে একাত্ম হয়ে পুলিশ প্রশাসনও সহায়কের ভূমিকা রাখে। আন্দোলনরত নেতা-কর্মীদের নিশ্চিদ্র নিরাপত্তায় উল্লেখযোগ্য ভূমিকা নেয়। তবে কয়েক দিন ধরে গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীদের ওপর পুলিশি হামলার ঘটনায় বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়।

মঞ্চের অন্যতম সংগঠক মাহমুদুল হক মুন্সী বাঁধনকে ওই দিন রাস্তায় ফেলে বেধড়ক পেটায় পুলিশ। বাঁধন অভিযোগ করে বলেন, ছাত্রলীগ-যুবলীগের ইন্ধনে এবং সরকারের যোগসাজশে পুলিশ এমন বর্বর হামলা চালিয়েছে। তিনি বলেন, ‘গণজাগরণ মঞ্চ সঠিক পথে আছে। যত বাধাই আসুক আমরা সামনের দিকে এগিয়ে যাব। কারো হুমকি-ধমকিতে মঞ্চের কর্মীরা পিছিয়ে আসবে না।’ কেন এ ধরনের হামলা করা হচ্ছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের ফাঁসি নিয়ে সরকার ও জামায়াতের মধ্যে নেগোসিয়েশন চলছে। আর ইসলামী ব্যাংকের টাকা নেওয়ার মাধ্যমে জামায়াতকে হালাল করার চেষ্টা চালাচ্ছে সরকার। মূলত ইসলামী ব্যাংকের টাকা নেওয়ার প্রতিবাদের কারণেই মঞ্চের নেতা-কর্মীদের ওপর হামলা করা হচ্ছে।’

গত ৩ এপ্রিল রাতে ছাত্রলীগ ও যুবলীগকর্মীরা মঞ্চের কয়েকজন নেতার ওপর চায়ের কেটলির গরম পানি ঢেলে দেয়। এতে আহত মঞ্চকর্মী আদনান মুহাম্মদের বুকের ডান দিক পুড়ে গেছে। বারডেম ও ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসা নেওয়ার পর তিনি এখন শয্যাশায়ী। তিনি বলেন, ‘লাখো কণ্ঠের স্লোগানে টাকা নেওয়ার প্রতিবাদ করায়ই ওরা আমাদের ওপর হামলা করেছে।’

শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘মঞ্চের মারামারির বিষয়ে কোনো আপডেট খবর নেই। আর এটি ছোট ঘটনা, এ নিয়ে মাথা ঘামানোর সময় নেই।’

নির্মূল কমিটির উদ্বেগ : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গণজাগরণ মঞ্চ ও ছাত্রলীগের মুখোমুখি অবস্থান এবং মঞ্চের সংগঠকদের ওপর পুলিশি হামলায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি। গতকাল সংগঠনটির নেতারা এক বিবৃতিতে ছাত্রলীগ ও গণজাগরণ মঞ্চকে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

বিবৃতিতে নেতারা বলেন, গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীদের ওপর পুলিশের হামলা নিন্দাজনক। একই সঙ্গে বিবদমান সংগঠন দুটির নেতাদের আরো সংযমী হওয়া দরকার। মুক্তিযুদ্ধের পক্ষের তরুণদের ভেতরে যে কোনো বিরোধ প্রকাশ্য সংঘর্ষে পর্যবসিত হলে মৌলবাদী, সাম্প্রদায়িক ও যুদ্ধাপরাধীরা লাভবান হবে।

বিবৃতিতে স্বাক্ষর করেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির, সহসভাপতি মুনতাসীর মামুন, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, ফেরদৌসী প্রিয়ভাষিণী, শামীম আখতার ও সাধারণ সম্পাদক কাজী মুকুল।

সংশোধনী : গতকাল কালের কণ্ঠের প্রথম পাতায় প্রকাশিত ছবির ক্যাপশনে ‘গোলাম রসুলের ওপর পুলিশের নির্দয় হামলা’ ছাপা হয়েছে। প্রকৃতপক্ষে হামলার শিকার ব্যক্তিটি গণজাগরণ মঞ্চ নেতা মাহমুদুল হক মুন্সী বাঁধন। অনিচ্ছাকৃত এ ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

আজ সোমবার , জেনে নিন রাশিফলে কেমন যাবে আপনার দিনটি


সোমবারের রাশিফল

মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯): বাহুবন্ধনে এক পাখির সন্ধান পাবেন, পাখিটি আপনাকে উড়ে যাওয়ার প্রলোভন দেখাবে। দিনটিতে আপনি লক্ষ্য করবেন উড়ু উড়ু ভাব। কিছু অনর্থ হবে কিছু প্রাপ্তি আসবে। দূর হতে কোনো এক বার্তা বাহন বিনে পথে আটকে আছে- সবুর করুন, সুসংবাদও হতে পারে সেটা। অর্থলাভ আজ শূন্য, পাওনাদার হতে তাই দূরে দূরে থাকুন। প্রেমে আজ কেউ সাড়া দিবে না।

বৃষ (এপ্রিল ২০- মে ২০): পরিবেশের সঙ্গে আপনি আজ নিজেকে মানিয়ে নিতে পারবেন। তবে চারিপাশে থাকা মানুষদের সাথে মতের অমিল হবে। বাড়িওয়ালার সঙ্গে বাঁধবে ঝগড়া। কর্মক্ষেত্রে আজ স্বাধীনভাবে কাজ করার সুবিধা পেয়ে যাবেন। প্রেমে সুফল আসবে না আজ। স্বাস্থ্যে বেশ দম্ভ অনুভব করবেন নিশ্চিত। দূরের যাত্রা শুভ।

মিথুন (মে ২১- জুন ২০): ইতিহাস আজ আপনাকে ভোগাবে। পূর্ববর্তী কোনো কাজের জন্যে আজ সুফল ভোগ করবেন। পরিবারের কনিষ্ঠ কেউ আপনার সহযোগী হবে গুরুত্বপূর্ণ কাজে। প্রেমে সুফল। অর্থে কুফল। নীতিতে অটুট থাকুন আসন্ন সাফল্যের জন্য। বিদেশ যাত্রা এবং বাণিজ্যে সুখকর খবর পাবেন।

কর্কট (জুন ২১- জুলাই ২২): দিনটি আজ আপনার জন্য অর্থবহ। নানা দিক দিয়ে আজ আপনি সম্মানিত হবেন। শিল্প-সাহিত্যমনা ব্যক্তিদের বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। রাজনৈতিক বলির স্বীকার হতে পারেন। আইন, মামলার নিষ্পত্তি পাবেন। স্বাস্থ্যে বল পাবেন। দূরের যাত্রা শুভ নয়।

সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২): মন বলে এক ‘বস্তু’ আছে যে শরীরের চেয়ে বেশি অসুস্থ হয়ে পড়ে। সিংহ বা সিংহীর মনে বিষাদের মেঘ জমবে আজ, একান্ত ব্যক্তিগত কোনো কারণে, যে কারণ কেবল একটা গাছকে বলা যায়। মনের এমন মেঘ আজ থামিয়ে দিতে পারে প্রেমের অগ্রগতি। কর্মক্ষেত্রে বাঁ চোখে বেশি দেখে এমন মানুষের রেষের শিকার হবেন। নতুন অর্থ না এলেও খরচ বেঁচে যাবে।

কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২): দেখুন, অস্থির মানবমন নিয়ে একটি বাগধারা আছে রীতিমতো: মন না মতি। এই অস্থিরতা আপনাকে আজ এমন পেয়ে বসতে পারে, যে আপনি জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এমন সিদ্ধান্ত নিতে চাইতে পারেন এক মুহূর্তে। কিন্তু বড় ধরনের সিদ্ধান্তগুলো মুহূর্তের বিচারে নেয়া উচিৎ নয়। এ ভাবনাটা মনে রাখতে হবে, বিশেষত, নতুন সম্পর্ক তৈরির ক্ষেত্রে। একই ভুল হয়ে যেতে পারে দ্বিতীয়বার। অফিসে অধঃস্তনদের অতিচাটুকারিতা কোনো ভুল সিদ্ধান্তের পথেও এগিয়ে দিতে পারে আপনাকে। অর্থবিয়োগ।  

তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২): আসলে প্রতিটি দিন একই রকম সম্পদ নিয়ে আসে না। কিছু কিছু দিন বিরক্ত হওয়ার জন্যে আলাদা করে তুলে রাখতে শুরু করুন। প্রেমভাগ্য আজ যাচ্ছেতাই, রিকশা থেকে সাবধান! মসৃণ ইউক্যালিপ্টাস গাছের ডাল থেকে সাবধান, পরে রাশিকে দুষে লাভ নেই। কর্মক্ষেত্রে অত্যধিক কাজের চাপে চিড়ের মতো চ্যাপ্টা হয়ে যেতে পারেন। কাছের মানুষকে অফিসের অজুহাতে অবহেলার ফলটাও পেতে পারেন হাতেনাতে। অর্থযোগের চিন্তা করাও বাতুলতা, যেখানে সারা পৃথিবীতেই মন্দা চলছে।

বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১): দিনের শুরুটা হবে একটা বিব্রতকর পরিস্থিতির মধ্য দিয়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির নিয়ন্ত্রণ চলে যেতে থাকবে আপনার হাতে। প্রেমের প্রকাশ ঘটাতে হতে পারে টাকার বিনিময়ে। প্রেমের বিনাশও ঘটাতে পারে অর্থসংক্রান্ত কোনো সংকীর্ণতা। যাই হোক, আজ অফিসে কাজের পরিবেশ উন্নত হতে দেখে বাড়তি গতি চলে আসবে কাজে। তবে যন্ত্রের ওপর পুরোপুরি ভরসা করবেন না। অর্থযোগ।

ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): দাম্পত্যজীবনে ভালো কাটুক বা না কাটুক আজ আপনি ভালো থাকবেন। কারণ অফিসে যাওয়ার সঙ্গে সঙ্গেই বেতন বৃদ্ধির চিঠি পেয়ে যাবেন। দিনের মধ্যভাগে পাওনা টাকা পাওয়ার সম্ভাবনা আছে। সন্তানের কোনো কর্মকাণ্ড নিয়ে সমালোচনার মুখে পড়তে পারেন। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। দূরের যাত্রা শুভ।

মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): প্রচণ্ড মানসিক চাপের মধ্য দিয়ে যাবে আজ গোটা দিন। বাড়ির বয়স্কদের স্বাস্থ্য খারাপ হতে পারে। নিজ গণ্ডির বাইরে আজ ঘুরতে যেতে পারেন আপনি। দূরের যাত্রা আপনার জন্য শুভ। প্রেমে ঘনিষ্ঠতা বাড়বে কিন্তু তাই বলে নিজের কাজ থেকে ছুটে যাবেন না। কর্মক্ষেত্রে বেতন বাড়বে। কিন্তু ব্যবসায়ীরা আজকে বিনিয়োগ থেকে সাবধানে থাকবেন।

কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮):  গবেষকদের জন্য দিনটি শুভ। গবেষণা কাজে নতুন মোড় ঘুরতে পারে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আসবে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে এখনই চিন্তা করুন, নয়তো আখেরে পস্তাবেন। গৃহশান্তি বড় শান্তি যদি আপনি তা ধারণ করতে পারেন। ঘরের সমস্যা সমাধানে যদি আপনি আজ বাইরে নতুন সম্পর্কের খোঁজ করেন তাহলে বলতে হয়, আপনার চেয়ে বোকা আর একটিও নেই পৃথিবীতে। সৎ থাকুন, সুস্থ থাকুন আর ভালোবাসুন।
 
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): ব্যবসায়ে আজ লোকসানের দিন। ব্যবসায়ে লাভ লোকসান থাকবেই। এই কথাটা মনে রেখে নতুন করে শুরু করুন। যারা কর্মক্ষেত্র পরিবর্তন করতে চাচ্ছেন তাদের জন্য সুসংবাদ আসতে পারে আজ। দূরের যাত্রায় সমস্যা হতে পারে। সড়ক দুর্ঘটনা এড়াতে রাস্তায় সতর্কতা অবলম্বন করুন। প্রেমের সম্পর্কে নতুন মোড় নিতে পারে। তাই সাধু সাবধান!

আগামী দুই মাসের মধ্যে বিসিএস’র মাধ্যমে ছয় হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হবে : নাসিম



স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘আগামী দুই মাসের মধ্যে বিসিএসর মাধ্যমে ছয় হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হবেপাশাপাশি শিগগিরই শিশুদের জন্য ৪০টি বিশেষ হাসপাতাল করা হবে 
 
রোববার বিকেলে রূপসী বাংলা হোটেলে বাংলাদেশ শিশু চিকিৎসক সমিতির (বিপিএ) ১৮তম দ্বি-বার্ষিক সম্মেলন এবং সাউথ এশিয়া পেডিয়াট্রিক এ্যাসোসিয়েশনের(এসএপিএ) দুই দিনব্যাপী প্রথম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী
 
মন্ত্রী বলেন, শিশুদের জন্য হাসপাতালের সংখ্যা অনেক কমঢাকাতে একটি থাকলেও সেটি স্বায়ত্তশাসিতকিছু দিন আগে নবজাতকদের জন্য আমি একটি বিশেষ হাসপাতাল উদ্বোধন করেছিখুব শিগগির এমন আরও ৪০টি শিশু হাসপাতাল করা হবে
 
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে প্রায় ৬ হাজার স্বাস্থ্য কমপ্লেক্স আছেআগামী দুই মাসের মধ্যে বিসিএসর মাধ্যমে আরও ৬ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হবেস্বাস্থ্য সেবা মানুষের হাতের কাছে পৌঁছে দেওয়া হবে
 
মন্ত্রী বলেন, ‘মায়ের মমতা নিয়ে প্রধানমন্ত্রী শিশুদের সামনে হাজির হয়েছেনপ্রতি বছর প্রধানমন্ত্রী কম করে হলেও একজন শিশুকে নিজ হাতে পোলিও খাওয়াচ্ছেন
 
চিকিৎসার সময় ডাক্তার রোগীকে সময় দিলে রোগীর রোগ অর্ধেক ভালো হয়ে যায়বলেও এ সময় উল্লেখ করেন নাসিম 

তিনি বলেন, ‘গত কয়েকমাস ধরে প্রধানমন্ত্রী ও আমি নিয়মিত চিকিৎসকদের বলছি, আপনারা গ্রামে থাকেন, এটি আপনাদের দায়িত্ব 

চিকিৎসকরা যেন গ্রামে থাকেন সে জন্য চিকিৎসক নেতাদের পদক্ষেপ নিতে হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী
 
স্বাস্থ্য খাতের অনিয়ম বন্ধ করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের যন্ত্রপাতি কেনাসহ যে কোনো অনিয়ম বন্ধ করা হবেএ লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছিহাসপাতালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পদক্ষেপ নিচ্ছি
 
চিকিৎসকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন,‘কোনো চিকিৎসক অনিয়ম করে ধরা পড়লে তার শাস্তির ক্ষেত্রে আপনারা বাধা দেবেন নাকথায় কথায় রোগীদের জিম্মি করে ধর্মঘট ডাকবেন না
 
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, গত কয়েক বছরে দেশে শিশু চিকিৎসায় উল্লেখ্যযোগ্য উন্নতি হয়েছেসরকার আইন করে দিয়েছে কৃত্রিম শিশুর দুধ বাজারজাত করা যাবে নাকোনো শিশু বিশেষজ্ঞর কারণে এ আইন লঙ্ঘন হলে তার দায় আমাদের (চিকিৎসকদের)সরকার এজন্য দায়ী থাকবে না