Wednesday, April 2, 2014

ফেসবুকে আনফ্রেন্ড হলে জেনে নিন সাথে সাথে


ফেসবুক সামাজিক যোগাযোগের  এক অন্যতম অনুষঙ্গ । কিন্তু অনেক সময় দেখা যায় আপনার সেই প্রিয় বন্ধুটি আপনাকে তার ফেসবুক বন্ধু তালিকা থেকে বাদ দিয়ে দেনকিন্তু আপনি সেটি ঘূর্ণাক্ষরেও বুঝতে পারেন নাকারন, ফেসবুক আপনাকে এই তথ্যটি জানানোর জন্য কোন অপশন রাখেনিকারনটা হয়তো সহজ, এই ছোট বিষয়টি নিয়ে হয়ত বন্ধুর সাথে বিরোধ হলেও হতে পারেতবে এটির একটি ভাল ও সহজ সমাধান আছে। এফবি পিউরিটি নামে একটি ব্রাউজার এক্সেটেনসন বা প্লাগিনের আছে যা আপনাকে আনফ্রেন্ড হওয়ার সাথে সাথেই সংকেত পাঠাবে

www.fbpurity.com ঠিকানায় গিয়ে ওয়েবসাইট দেখার সফটওয়্যার ফায়ারফক্স, ক্রোম, সাফারি, অপেরা ও ম্যাক্সথন ব্রাউজারের জন্য এক্সটেনশন বা অ্যাড-অনসটি ইনস্টল করা যাবেকেউ আপনাকে তাঁর বন্ধু তালিকা থেকে বাদ দিলে বা আনফ্রেন্ড করলে সঙ্গে সঙ্গেই জানিয়ে দেবে ছোট এ প্রোগ্রামটিনিজের মতো করে সাজানো যাবে এ সেটিংসগুলোশুধু আনফ্রেন্ড সংকেত পেতে Deleted friend alerts অপশনটি টিক দিয়ে নিশ্চিত করতে হবেটুলটিতে প্রচুর অপশন আছেঅন্য অপশনগুলো অপ্রোয়জনীয় মনে করলে সেগুলো থেকে টিক উঠিয়ে দিয়ে সেভ এ্যান্ড ক্লোজ বাটন ক্লিক করুন
এছাড়া শুধু আনফ্রেন্ড তালিকা পেতে চাইলে গুগল ক্রোম ব্রাউজারের জন্য আনফ্রেন্ড নোটিফাই নামের নতুন একটি ক্রোম এক্সটেনশন ব্যবহার করা যাবেএটি পাওয়া যাবে goo.gl/OeEfFe ওয়েব ঠিকানায়এর ফলে নিজের ফ্রেন্ডস নামে আরেকটি অংশ যুক্ত হবেকারা আপনাকে আনফ্রেন্ড করলেন, তার তালিকা থাকবে এই অংশে


সুত্র - সংগৃহীত

No comments:

Post a Comment