Saturday, February 8, 2014

টম ক্রুজের বিরুদ্ধে বিলিয়ন ডলারের মামলা করেছেন টিমথি প্যাট্রিক লানাহান

we‡bv`b ‡W¯‹ :এশিয়ান নিউজ সার্ভিস জানায়, ম্যাকলানাহানের মতে ১৯৯৮ সালে তার লেখা 'হেড অন' গল্পটি অনুকরণ করেই সাজানো হয়েছে টম ক্রুজের বহুল জনপ্রিয় সিনেমাটির কাহিনি৷ রিডার অনলাইন জানায়, ম্যাকলাহান আমেরিকার কপিরাইট অফিসে তার লেখা চিত্রনাট্যটি জমা দিয়েছিলেন৷ এরপর 'হেড অন'-এর স্বত্বের সার্টিফিকেটও পান তিনি৷ এতে লেখা ছিল, তার অনুমতি ছাড়া কেই ওই গল্প বা এ কাহিনি কেউ ব্যবহার করতে পারবে না৷ ম্যাকলাহান জানান,
২০১১ সালে 'মিশন ইম্পসিবল: ঘোস্ট প্রটোকল' সিনেমাটি মুক্তির পরই তিনি বুঝতে পারেন তার গল্প অনুকরণে নির্মিত হয়েছে সিনেমাটি৷ তার ১৯৯৮ সালের কপিরাইট করা গল্পটি তার অনুমতি ছাড়াই ব্যবহৃত হয়েছে সিনেমাটিতে৷ আর তাই ৫১ বছর বয়সী টম ক্রুজের নামে ১ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা দায়ের করেছেন তিনি৷ টম ছাড়াও অবৈধভাবে, বিনা অনুমতিতে তার গল্প ব্যবহারের দায়ে প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট পিকচার্সের নামেও মামলা করেছেন ম্যাকলাহান৷

No comments:

Post a Comment