Wednesday, February 12, 2014

শ্রীলংকার সুবর্ণ সুযোগ


স্পোর্টস ডেস্ক - টি ২০ বিশ্বকাপের আগে বাংলাদেশে দুটি সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচ খেলাটাকে সুবর্ণ সুযোগ হিসেবে দেখছেন শ্রীলংকান অধিনায়ক দিনেশ চান্দিমাল 

দুই ম্যাচের টি ২০ সিরিজ আজ শুরু হচ্ছে চট্টগ্রামেসুযোগ কাজে লাগাতে চান চান্দিমাল 
তিনি বলেন, টি ২০ বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারাটা আসলেই বড় সুযোগদল হিসেবে আমরা চেষ্টা করব সুযোগের সর্বোচ্চ ব্যবহার করতেএই সিরিজে কোনো নতুন ক্রিকেটারকে খেলিয়ে যাচাই করে দেখতে রাজি নয় শ্রীলংকাচান্দিমাল বলেন, মাত্র দুটি ম্যাচ খেলব আমরা 

টি ২০ বিশ্বকাপ এক মাসও বাকি নেই, এই সময়ে কোনোরকম পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ নেইআমরা তা করবও নাবাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে নিয়ে আলাদাভাবে ভেবেছে শ্রীলংকা 

লংকান অধিনায়ক বলেন, বাংলাদেশ দলে কয়েকজন ভালো ব্যাটসম্যান এবং বোলার আছেবিশেষ করে তামিম ও সাকিবের কথা বলবএদের যে কেউ ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেতবে চ্যালেঞ্জ গ্রহণ করে সিরিজ জয়ের দিকেই মনোযোগ দেব আমরা  

কুমার সাঙ্গাকারা, তিলকারত্নে দিলশান ও মাহেলা জয়াবর্ধনের মতো অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে লংকান দলে রয়েছেন বেশ কয়েকজন তরুণতাদের মধ্যে অ্যাঞ্জেলো পেরেরাকে নিয়ে আশাবাদী চান্দিমলতার কাছ থেকে সেরা খেলাটাই আশা করছে শ্রীলংকা 

চট্টগ্রামের উইকেট নিয়ে চান্দিমাল বলেন, টি ২০ ক্রিকেটে উইকেট বড় ফ্যাক্টরএখন দেখে ভালোই মনে হচ্ছেআগামীকাল (আজ) সকালে আবারও দেখে বোঝা যাবে কেমন উইকেটনিজের প্রস্তুতি সম্পর্কে এই ব্যাটসম্যান বলেন, টেস্ট সিরিজে সেঞ্চুরি আÍবিশ্বাস বাড়িয়েছেচেষ্টা করব ওই ফর্ম টি ২০ এবং ওয়ানডে সিরিজেও ধরে

No comments:

Post a Comment