Saturday, June 28, 2014

২০১৪-১৫ অর্থবছরে কালো টাকা সাদা করার সুযোগ


অনেক জল্পনা-কল্পনার পর অনেকটা অভিনব পন্থায় ২০১৪-১৫ অর্থবছরে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে।ট্রেজারি বন্ডে ১০ শতাংশ জরিমানা, আবাসন খাতে জরিমানা ছাড়া সুযোগ রাখা হয়েছে। তবে গোপনে রাখা অপ্রদর্শিত অর্থ (কালো টাকা) জরিমানা দিয়ে সাদা করা যাবে।

শনিবার বিকেলে জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট অধিবেশনে অর্থবিল পাসের সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা জানান।অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ না দিতে বিভিন্ন সংগঠন ও করদাতাদের তীব্র সমালোচনার মুখে এ সুযোগ দেওয়া হবে না বলে অর্থমন্ত্রী জানিয়েছিলেন।

অর্থমন্ত্রী বলেন, আয়কর অধ্যাদেশে কালো টাকা সাদা করার বিষয়ে কারো কারো মধ্যে বিভ্রান্তি রয়েছে। অর্থআইন- ২০১১ এর মাধ্যমে সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা অর্থের ওপর ১০ শতাংশ হারে কর প্রদান করলে বিনিয়োগকৃত অর্থ বিনা প্রশ্নে মেনে নেওয়ার বিধান রাখা হয়।

অর্থমন্ত্রী মুহিত বলেন, বাস্তবে এ বিধানের সুযোগ করদাতারা গ্রহণ করেননি এবং এ সুযোগ রাখতে চাই না বিধায় এ সংক্রান্ত বিধানটি বাতিলের প্রস্তাব করছি।তিনি আরো বলেন, আবাসন খাতে প্রতি বর্গমিটারে নির্দিষ্ট পরিমাণ কর প্রদান করলে বিনা প্রশ্নে বিনিয়োগ মেনে নেওয়ার বিধানটি কর প্রদান পদ্ধতিতে সরলীকরণ মাত্র।

মুহিত বলেন, কোনো করদাতা অতীতে তার আয়ের (অপ্রদর্শিত অর্থ) ওপর সঠিকভাবে কর পরিশোধ না করলে পরবর্তীতে প্রযোজ্য কর এবং জরিমানা পরিশোধ করে কর অনারোপিত আয়ের ওপর কর পরিশোধ করতে পারেন।

তিনি বলেন, এক্ষেত্রে করদাতাকে কোনো ছাড় দেওয়া হয়নি। প্রচলিত হারেই তাকে জরিমানাসহ কর দিতে হয়। এ ধরনের সুযোগ কর প্রদান ব্যবস্থাপনায় ভারসাম্য রক্ষার্থে রাখা প্রয়োজন বিধায় এ দুটি বিধান অব্যাহত রাখা যায়।

তবে সন্ত্রাস ও দুর্নীতির মাধ্যমে আয়ের টাকা সাদা করার সুযোগ দেওয়া হবে না। 

তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মূরলীর আত্মহত্যা

দক্ষিন ভারতের ছবির জগতে আরো এক আত্মহত্যার ঘটনা ঘটেছেবুধবার রাত্রে আত্মহত্যা করন তামিলের চলচ্চিত্র জগতের বিখ্যাত  অভিনেতা বালা মূরলী মোহনবুধবার রাতে  চেন্নাইয়ের বাড়ি থেকে উদ্ধার করা হয় এই  অভিনেতার ঝুলন্ত নিথর দেহ

বেশ কিছুক্ষণ ধরে তাঁর ঘরের দরজায় কড়া নেড়ে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকেন তাঁর স্ত্রীতখনই ৫৪ বছরের অভিনেতাকে মৃত অবস্থায় দেখতে পান তিনিমৃত্যুর কারণ জানা যায়নি এখনওসুইসাইড নোট বা অন্য কোনও তথ্য প্রমাণ খুঁজছে পুলিশ

`বয়েজ`, `আল্লিথান্দা ভানম` তাঁর অভিনীত ছবিগুলোর অন্যতমস্ত্রী ও এক ছেলে রেখে গেছেন তিনিমৃ্ত্যুর খবর শুনে সমগ্র দক্ষিণ ভারতের চলচ্চিত্র মাধ্যমের শিল্পীরা গভীর শোকে ভেঙে পড়েছেনতাঁরা প্রত্যেকেই এই খবর শুনে অভিনেতার চেন্নাইয়ের বাড়িতে গেছেনতবে, চলচ্চিত্র জগতের কেউই এখন এই মৃত্যুর সঠিক কারণ বুঝতে পারছেন না। 

দিল্লিতে ভবন ধস , নিহত কমপক্ষে ৪


ভারতের রাজধানী দিল্লির উত্তরের ইন্দোরলক এলাকার এটি তিন তলা ভবন ধসে কমপক্ষে চারজন নিহত হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সূত্রে এই ঘটনা জানা যায়।
ভবন ধস পরবর্তীতে ধ্বংসস্তুপের ভেতর থেকে মোট নয়জনকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে চারজন পরবর্তীতে মারা যায়।
উত্তর দিল্লির সহকারী পুলিশ কমিশনার মাধুর ভার্মা জানান, ‘সকাল ৮টা ৫৫ মিনিট নাগাদ ভবনটি ধসে যায়। ধ্বংসস্তুপ থেকে নয়জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে চারজন হাসপাতালে মারা যায়। এখনও উদ্ধারকার্য চলছে। তিনজন মানুষ ধ্বংসস্তুপের নিচে আটকা পরে আছে।’
স্থানীয়দের দাবি, প্রায় ৫০ বছরের পুরনো এই ভবনটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল এবং এই এলাকায় আরও এরকম ঝুঁকিপূর্ণ ভবন আছে।

অনলাইন ডেটিংয়ের দুনিয়ায় নতুনদের জন্য ৫ পরামর্শ



প্রযুক্তির কল্যাণে ডেটিং এখন ডিজিটাল হয়ে গেছেভার্চুয়াল জগতে বাস করেন আপনার প্রেমিকাতাই এ দুনিয়য়া যারা নতুন এসেছেন তাদের কিছু পরামর্শ প্রয়োজনএখানে বিশেষজ্ঞের পাঁচটি পরামর্শ দেওয়া হলো নতুনদের জন্য
১. ছবি দেখে মজে যাবেন না : অনলাইন ডেটিংয়ে মানুষের ছবি তার ব্যক্তিত্ব প্রকাশ করে নাআর অধিকাংশ ক্ষেত্রে বহু মানুষের ভুয়া ছবি ব্যবহারের প্রবণতা দেখা যায়ছবি দেখে কথোপকথন শুরু করা গেলেও তার প্রেমে পড়ে যাবেন না
২. অন্যের বড় বড় কথা এড়িয়ে যান : জরিপে দেখা গেছে, চ্যাটিংয়ের সময় অন্যের বড় বড় কথায় ভুলে যাবেন নাবেশিরভাগ ক্ষেত্রেই সব কিছু মিথ্যা বলে ধরে নিতে হবে'আমার সেন্স অব হিউমার দারুণ'- এমন কথায় কান দিবেন নাতবে সব সময় সবকিছু মিথ্যা হয় নাকিন্তু সহজেই সত্য বলে ধরে নেওয়া যাবে না
৩. নিজের চাওয়া-পাওয়ার বিষয়ে পরিষ্কার থাকুন : প্রেমিক বা প্রমিকার খোঁজে যদি অনলাইন ডেটিংয়ে বসেন, তবে নিজের পছন্দ ও চাহিদার বিষয়ে সচেতন ও পরিষ্কার থাকুননিরাশ হবেন না এবং একই সঙ্গে যেকোনো মানুষের কাছ থেকে কিছু আশা করবেন না
৪. অন্যকে জানতে সময় নিন : যার সঙ্গে ভাব হয়েছে তাকে ভালোমতো বুঝতে সময় ব্যয় করুনহতেও পারে তিনি আপনার ভবিষ্যতের সঙ্গে জুড়ে যাবেনতাই সাবধাণতার সঙ্গে অনলাইন ডেটিংয়ে অবস্থান করুন
৫. প্রথম ডেটিংয়ের তথ্যগুলো পাবলিক করে রাখুন : নতুন পরিচিত কারো সঙ্গে যখন দেখা করার পরিস্থিতি হবে তখন মনে রাখবেন, আপনি একজন আগন্তুকের সঙ্গে দেখা করতে যাচ্ছেনতাই দেখা করতে যাওয়ার আগে অবশ্যই তথ্যগুলো অপশনে গিয়ে 'পাবলিক' করে রাখুনএতে বেশ নিরাপত্তা বোধ করবেনযার সঙ্গে দেখা করতে যাচ্ছেন তার এলাকায় যাবেন নাঅন্তত একজন বন্ধু যেনো জানে যে আপনি সাক্ষাৎ করতে যাচ্ছেনসূত্র : হিন্দুস্তান টাইমস 

স্বামীর সামনেই সানি লিওনকে চুম্বন


স্বামীর সামনেই স্ত্রীকে চুম্বন! আর ক্ষুব্ধ হওয়ার বদলে স্বামী হাসছেন! একটি ফ্যাশন শো চলাকালে এমনই ঘটেছে। ডিজাইনার রোহিত ভার্মা ফ্যাশন শো’র শেষে এমনই ঘটনা ঘটেছে। 

এই ফ্যাশন শো-র আকর্ষণ ছিলেন প্রাক্তন পর্ন স্টার সানি লিওন।অনুষ্ঠান শেষে সেই এখনকার বলিউড অভিনেত্রীকে চুম্বন করলেন রোহিত। পাশেই দাঁড়িয়ে ছিলেন সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার। তাঁর মুখে তখন হাসি। আর রোহিতের এই আবেগপূর্ণ ব্যবহার স্বাভাবিকভাবেই গ্রহণ করলেন রাগিনী এমএমএস ২-র নায়িকা।

প্রেমিকার বিষয়ে যে সাতটি কথা প্রেমিক তার বন্ধুদের সঙ্গে আলাপ করেন

নিজের প্রেমের সম্পর্কটিকে বন্ধুদের মাঝে উপস্থাপনের বিষয়টি নারী-পুরুষের ক্ষেত্রে কিছুটা ভিন্ন হয়মেয়েরা সাধারণত তার প্রমিককে নিয়ে তার বন্ধুমহলে ব্যাপক গসিপ চালানআর ছেলেরা কী করেনএখানে জেনে নিন, ছেলেরা তার প্রেমিকাকে নিয়ে কোন সাতটি বিষয় বন্ধুমহলে উপস্থাপন করেন
১. ছেলেটি যা দেখেছে : ছেলেরা দেখতে ভালোবাসেনকাজেই আপনি কতোটা সুন্দর তার বর্ণনা তুলে ধরবেন বন্ধুদের কাছেঅবশ্য তার বয়ানে আপনিই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটি
২. সে যা করেছে : অনেক ছেলে তার ব্যক্তিগত বিষয় গোপনে রাখেনআবার অনেকে প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গতা প্রকাশ করতে পছন্দ করেনঅন্তত প্রেমিকাকে চুম্বন খাওয়ার ঘটনা না প্রকাশ করে থাকতে পারেন না ছেলেরাতাই আপনাকে দেখে তার বন্ধুরা রহস্যময় হাসি দিলে অবাক হবেন না
৩. যা করতে চায় : এখানে চুম্বনের বিষয়টি বেশ গুরুত্ব পায়হয়তো মেয়েটি এ কাজে রাজি হচ্ছেন নাকিন্তু ছেলেটি চুম্বন করতে চানসে ক্ষেত্রে তারা বন্ধুদের কাছে থেকে সুপরামর্শ নেওয়ার চেষ্টা করবে
৪. যা বোধগম্য হয় না : অনেক সময়ই মেয়েদের রহস্যময় আচরণ বুঝে উঠতে পারেন না ছেলেরাকেনো প্রেমিকা হঠাৎ রাগ করলো, কেনো চুপ হয়ে গেলো ইত্যাদিতখন তারা বিষয়টি সম্পর্কে পরিষ্কার হতে বন্ধুদের শরণাপন্ন হন
৫. দুশ্চিন্তার বিষয়ে এগিয়ে যাওয়া : হয়তো প্রেমিকার বিশ্ববিদ্যালয়ের কোনো কাজে ঝামেলা হয়েছে বা ব্যাংকের বুথে তার কার্ডটি আটকে গেছে, এসব কাজে বেশ দুশ্চিন্তায় পড়ে যান প্রেমিকরাতখন তিনি সমস্যা সমাধানে এগিয়ে আসেন এবং বন্ধুদের সঙ্গে আলোচনা করেন কে কাজটি খুব দ্রুত করে দিতে পারবে
৬. যেভাবে প্রেম হলো : ছেলেরা এ বিষয়টি বন্ধুদের সঙ্গে শেয়ার করেনপ্রেমিকার সঙ্গে কবে কোথায় প্রথম দেখা হলো, কীভাবে পরিচয় হলো, প্রথমে কী বলা হয়েছিল, প্রেমিকা কী বললো এবং শেষ পর্যন্ত ভালোবাসার সম্পর্কে গোটা বিষয়টি গড়ালো ইত্যাদি ছেলেরা বন্ধুদের কাছে বিস্তারিত বলবেন
৭. সে যা ভালোবাসে : নতুন প্রেমের ক্ষেত্রে প্রেমিকার সবকিছু সব সময় মনের মধ্যে উঁকিঝুঁকি দেয়তখন ছেলেরা মনের কথা বলতে পছন্দ করেনবক্তব্যের বিষয়ের কোনো নির্দিষ্ট তালিকা নেইযে ধরনের কথা মনে আসবে তাই উজাড় করে শেয়ার করার চেষ্টা করবে বন্ধুদের সঙ্গেপ্রতিদিনের আড্ডায় একবার না একবার তিনি অবশ্যই আপনার নাম বন্ধুদের সামনে তুলবেনসূত্র : ইন্টারনেট 

ক্লেবারসন যেমন খেলেছিল, আমিও সেটা করতে চাই

বারো বছর আগেও ছবিটা মোটামুটি একই রকম ছিলসমস্যায় পড়া মিডফিল্ডে পরিবর্ত হিসেবে কাকে নামাবেন, তা নিয়ে দোটানায় পড়ে গিয়েছিলেন লুই ফিলিপ স্কলারিশেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনাল থেকে যাঁকে বেছে নেন, সেই ক্লেবারসন একেবারে কোচের হাতে বিশ্বকাপ তুলে দিয়ে থেমেছিলেন

বারো বছর পর পরিস্থিতিটা প্রায় সে রকমইমিডফিল্ডে অফ ফর্মে থাকা পওলিনহো, না টগবগে ফার্নান্দিনহো? কাকে খেলাবেন তা এখনও ঠিক করে উঠতে পারেননি স্কোলারিকিন্তু ২০০২-এর অন্যতম নায়ক ক্লেবারসন তাঁর পছন্দের কথা জানিয়ে দিচ্ছেন—“ফার্নান্দিনহোকে নামাও আর যাঁকে নিয়ে এত আলোচনা সেই ফার্নান্দিনহোর বক্তব্য, ক্লেবারসন যেমন খেলেছিল সে বার, আমিও সেটা করতে চাই

চিলি ম্যাচে লুই গুস্তাভোর সঙ্গী হবেন কে? ম্যাচের ২৪ ঘণ্টা আগে এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে ব্রাজিল ফুটবল মহলেদুই দাবিদারের মধ্যে এক জন পওলিনহোযিনি কনফেডারেশনস কাপ থেকে স্কোলারির দলে নিয়মিত জায়গা পাচ্ছেনকিন্তু সাম্প্রতিক কালে তাঁর ফর্ম নিয়ে অনেক কাটাছেঁড়া হচ্ছেদুই, ফার্নান্দিনহোযিনি ক্যামেরুনের বিরুদ্ধে পরিবর্ত হিসেবে সুযোগ পেয়ে দুরন্ত পারফর্ম করা ছাড়াও গোল উপহার দিয়েছেনসেই ম্যাচের পরে প্রথম দলে সুযোগ পাওয়ার প্রসঙ্গে ফার্নান্দিনহো বলেন, আশা করছি চিলি ম্যাচে প্রথম দলে থাকব সঙ্গে তিনি যোগ করেন, একটা গোল করা মানে এমন নয় যে প্রথম দলে সুযোগ পেয়ে গেলামকিন্তু কোচ যা বলেছিলেন তা করতে করেছিযেমন বিপক্ষের আক্রমণ ভাঙা ও বল নিজেদের দখলে রাখতে সাহায্য করা

ক্যামেরুনের বিরুদ্ধে ব্রাজিলের বিধ্বংসী পারফরম্যান্সের অন্যতম কারণ ছিল ফার্নান্দিনহোর ওয়ার্ক রেটএ ছাড়াও ব্রাজিল মাঝমাঠে তিনিই একমাত্র ফুটবলার যিনি গোলটা ভাল চেনেনঘরোয়া ফুটবলে ফার্নান্দিনহো দারুণ ফর্মে ছিলেনএমনকী পাঁচ গোল করে ম্যানুয়েল পেলিগ্রিনির ম্যাঞ্চেস্টার সিটিকে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন করতে সাহায্য করেন ফার্নান্দিনহো

প্রথম দুটো গ্রুপ ম্যাচের পরে এমনিতেই পওলিনহোকে সমালোচনার মুখে পড়তে হয়মেক্সিকোর বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের জন্য দায়ী করা হয় পওলিনহোর ঝাঁঝহীন পারফরম্যান্সকেপরিসংখ্যান অনুযায়ী মেক্সিকোর বিরুদ্ধে মোট ১১ বার বল হারান পওলিনহোতৈরি করতে পারেননি কোনও আক্রমণযদিও হঠাৎ করে পওলিনহোর এত খারাপ ফর্মের পিছনে টটেনহ্যামকেই দায়ী করছেন জিকোব্রাজিলের প্রাক্তন বিশ্বকাপারের মতে, ক্লাবে নিয়মিত সুযোগ না পাওয়ায় পওলিনহোর ফর্ম পড়ে গিয়েছে


পাশাপাশি ক্যামেরুন ম্যাচের পরে স্কোলারিও সাংবাদিক সম্মেলনে ইঙ্গিত দিয়েছিলেন, তিনি যতই পওলিনহোকে ভালবাসুন না কেন, দলের স্বার্থে যে কাউকে তিনি বাইরে রাখতে তৈরিপওলিনহো খুবই ভাল ফুটবলারওর প্রতিভা নিয়ে কোনও সন্দেহ নেইফর্ম নেই বলে ও একটু খারাপ খেলছেঅন্য দিকে আবার ফার্নান্দিনহো খুব ভাল খেলেছেক্যামেরুনের বিরুদ্ধে অনেক আক্রমণ গড়তে সাহায্য করেছেজানি না চিলির বিরুদ্ধে কাকে নামাবআগের ম্যাচগুলোর ভিডিও দেখতে হবে

Friday, June 27, 2014

নিজের জন্মদিনেই ছেলের বাবা হলেন অপূর্ব


চিকিৎসক আগেই জানিয়ে দিয়েছিলেন অপূর্ব তার জন্মদিনেই (২৭ জুন) প্রথম সন্তানের বাবা হবেন। শেষ পর্যন্ত তা-ই হলো। 

২৭ জুন অপূর্ব ও তার স্ত্রী নাজিয়া হাসানের পুত্রসন্তান জন্ম নিয়েছে। হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্মদানের প্রক্রিয়া সম্পন্ন হয়। নবজাতকের নাম রাখা হয়েছে আয়েশ। 

পুত্র সন্তানের বাবা হওয়া প্রসঙ্গে অপূর্ব ফেসবুক পেজে লিখেছেন, 'আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। 

আজ জীবনের সেরা জন্মদিনের উপহার পেয়েছি। ধন্যবাদ নাজিয়া হাসানকে আমাকে একটি পুত্রসন্তান [আয়েশ] উপহার দেওয়ার জন্য। 
সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের জন্য দোয়া করেছেন। 

ইরাকে সশস্ত্র ড্রোন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র


ইরাকে সশস্ত্র ড্রোন পাঠিয়েছে যুক্তরাষ্ট্রপেন্টাগন-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ইরাকে অবস্থিত মার্কিন সামরিক উপদেষ্টাদের রক্ষা করবার জন্যই পাঠানো হয়েছে এইসব ড্রোনএ ছাড়া ইরাকে যে বিমানগুলো পাঠানো হয়েছে তার মধ্যে মানবহীন বিমানের পাশাপাশি মানববাহী বিমানও রয়েছেএই বিমানগুলো ইরাকের বিভিন্ন অংশে দিনে অন্তত ৩০-৪০ বার পর্যবেক্ষণ চালাবেশুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে এক ঘোষণা দিয়ে জানানো হয়েছে ইরাকে মার্কিন ড্রোন পাঠানোর খবর
পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি বলেছেন, ইরাকে তাদের ড্রোন পাঠানোর মূল উদ্দেশ্য হচ্ছে, যেকোনোভাবেই হোক, প্রয়োজনে বল প্রয়োগ করে হলেও ইরাকে অবস্থিত মার্কিন উপদেষ্টাদের রক্ষা করাইরাকের সংকট সমাধানেই এসব ব্যক্তিদের সেখানে পাঠানো হয়েছিলমার্কিন এই ঘোষণা আসার কিছু সময় আগেই ইরাকে নতুন একজন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার জন্য তাগিদ দিয়েছিলেন দেশটির শিয়া মুসলিম সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি আল সিসতানি
ইরাকে চলমান রাজনৈতিক সংকট মোকাবিলায় জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি সরকার গঠনের অংশ হিসেবে নতুন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও স্পিকার নিয়োগ দেওয়ার জন্য জোর দিয়েছেন তিনিসুন্নি জঙ্গিরা লড়াই করে ইরাকের একটি বিরাট অংশ দখল করে নিয়েছেজঙ্গিদের নিবৃত্ত করতেই ইরাক সরকারের সাথে কাজ করছে মার্কিন সরকারইরাকে ড্রোন পাঠালেও এখনও সে দেশে বিমান হামলা করার অনুমতি দেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাতবে, গত সপ্তাহে মি. ওবামা বলেছিলেন, প্রয়োজন হলে নির্ধারিত কিছু লক্ষ্যে তারা বিমান হামলা করবে
সূত্র : বিবিসি 

আজ শনিবার , জেনে নিন রাশিফলে কেমন যাবে আজকের দিনটি


শনিবারের রাশিফল

মেষ (মার্চ ২১ – এপ্রিল ১৯): যাদের ভেতর দুজন মানুষ বাস করে, তাদের ভেতরকার যুদ্ধের ছাপ পড়তে থাকে চারপাশের মানুষের মধ্যে। তখন সে দ্বৈত সত্তার মানুষটি ক্রমেই সবার অপ্রিয় হতে থাকেন। কেন আপনাকে আর কারও বলে দিতে হবে যে, আপনি তেমনই একজন মানুষ হয়ে উঠছেন, যার উপস্থিতি যখন তখন চাইছেন না বন্ধুরা? কিছুদিন দূরত্ব বজায় রাখলেই পারেন।
বৃষ (এপ্রিল ২০ – মে ২০): নিজের ভার বুঝে চলছেন না ইদানীং। আপনাকে খেলো হতে দেখাটা কাছের মানুষদের জন্যে সইতে না পারা নির্যাতনের মতো। আপনার ব্যক্তিত্বে বৈচিত্র্য আনতে হয়ত বাইরের রঙের শরণাপন্ন হতে চাইছেন। কিন্তু ভেতরের রঙটাকে বদলালে সে বৈচিত্র্য অর্জনের কাজটি আরও সহজ হতো। দূরের ভ্রমণ হচ্ছে ব্যক্তিত্বে বৈচিত্র্য আর উদারতা আনার অন্যতম উপায়।
মিথুন (মে ২১ – জুন ২০): দেখুন মানুষ প্রকৃতির বাইরের কোনো অতিপ্রাকৃতিক সৃষ্টি নয়। যে কারণে পৃথক কোনো অহঙ্কারে ভোগার কোনো অবকাশ নেই। লক্ষ্য করলে দেখতে পাবেন, কোনো কোনো মানুষ খুব গোপনে আপনার মনোযোগ প্রত্যাশা করছে। এমন কেউ, যার কাছে আপনার মতামতের গুরুত্ব খুব সহজে ধরা পড়ে না, মনে হয়, সে আপনাকে একটু যেন অবহেলা করছে।
কর্কট (জুন ২১ – জুলাই ২২): সবাইকে জীবনের কোনো এক সময় বুঝতে হয়, পৃথিবীতে কোনো লক্ষ্যেরই কোনো সংক্ষিপ্ত পথ নেই। সেটা ধনবান হওয়া থেকে শুরু করে কারও মন জয় করা পর্যন্ত সত্য। অন্তর্দ্বন্দ্বে ভুগতে থাকা মানুষের একটা বিচ্ছিন্ন সুবিধে রয়েছে। ধারণা করা হয়, এরা অন্য অনেকের চেয়ে সৃজনশীল হয়ে থাকেন। তবে আত্মহত্যাপ্রবণতা এদের বেশি। আপনার খুব যত্নের কোনো মানুষ এমন ঝুঁকিতে আছেন।
সিংহ (জুলাই২৩- আগস্ট২২): এ সপ্তাহে এ রাশির বেকারদের কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। অধীনস্থ কাজের বিশাল পরিসরে যদি প্রবেশ করতে হয়, তো নিজস্ব দর্শনের কথা মনে রাখতে হবে সর্বাগ্রে। অনেকের ধারণা নিজস্ব দর্শন জলাঞ্জলি দিয়ে তবেই অধীনস্থ হতে হয়। যারা এমন ধারণা করে থাকেন, তারা দিন দিন একজন ছোট মানুষে পরিণত হতে থাকেন।
কন্যা (আগস্ট ২৩ – সেপ্টেম্বর ২২): দিনের প্রতিটি মুহূর্তে এমনও হতে পারে যে আপনি আপনাকে বিশ্বাস করতে পারছেন না। এমনটি নয় যে আপনি ভীষণ সমস্যার মধ্য দিয়ে যাবেন। আপনার সঙ্গে কার আজ বনিবনা হবে না। একজন তেঁদড় লোকের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে যেকিনা আপনাকে দেখিয়ে দিবে সুস্পষ্ট সাফল্যের পথ। অর্থ আসবে মেপে মেপে।
তুলা (সেপ্টেম্বর ২৩ – অক্টোবর ২২): প্রকৃতি আজ আপনার সহায় থাকবে। যেদিকে যাবেন সেদিকেই সূর্যের মত সাহায্যের কিরণ পাবেন। মেঘলা হবে দিন তবে মনের নয়। সাংসারিক কাজ নিয়ে আজ একটু ব্যস্ত হয়ে উঠবেন। দূর থেকে আসা আত্মীয় আজ আপনাদের ভোগাবে। নতুন বাড়ির কাজে হাত দেওয়া হতে পারে।
বৃশ্চিক (অক্টোবর২৩ – নভেম্বর২১): কেন যেন আপানে কেউ ভরসা করতে পারছে না। আপনাকে শত্রু ভাবছে সারাক্ষণ কারণটা তেমন কিছুই নয়। আপনি চাপা স্বভাবের সেটা হয়ত তারা জানে না, তাই এমনটি করছে। আপনি তাদের সঙ্গে হেসে কয়েকদিন কথা বলুন দেখবেন সব ঠিক হয়ে গেছে। অর্থ কিন্তু আসছে।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): বাণিজ্যে কেমন যাবে দিন তা হয়তো বুঝে উঠতে পারবেন না। আপনাকে চলমান রাখতে আপনার সহকর্মীরা বেশ উৎসাহ দিবে। বিদেশ যাত্রা এবার আর কেউ ঠেকাতে পারবে না, একদম বলে রাখলাম। আপনি যাতে অল্পেই সন্তুষ্ট থাকেন সেজন্য আপনার জীবনের শুরু থেকেই একটি গুণ আপনি রপ্ত করে ফেলেছেন। সেটাকেই এখন খুঁজে কাজে লাগান। ভ্রমণের জন্য দিনটি অভিনব।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): সংসারে কিছু বাড়তি ঝামেলার সম্মুখীন হবে তবে কর্মক্ষেত্রে সুস্পষ্ট একটি অবস্থানে পৌঁছে যাবেন যেখানটিতে আপনি বরাবরই যেতে চান। আপনাকে কেউ আজ দমিয়ে রাখতে পারবে না আশাকরি। আপনার জন্য কেউ না কেউ অপেক্ষায় থাকবে এমনটা ভুলেও মনে আনবেন না। অর্থের সাথে আজ বেশ বোঝাপড়া হবে।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): কাকে কী যেন বলতে চাইছেন কিন্তু পারছেন না। আজ বলে ফেলুন, দেখবেন কিছুই হবে না বরং দেখবেন কত সহজেই কাজটা হয়ে যাবে। বাড়ির কর্তাদের সঙ্গে কথা কাটাকাটি হবে সামান্য। সৃষ্টির দিকে তাকিয়ে আপনি আজ আবেগি হয়ে যাবেন। আপনাকে কেন কেউ বুঝে না সেটা আপনি জানতে পারবেন আজ দিনের শেষ ভাগে।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): আজ দেখা হয়ে যাবে কর্কট রাশির কারো সঙ্গে, বিবাদে জড়িয়ে যাবেন মকরের সাথে তবে ভাব ভালোবাসা যা হবার তা কন্যা রাশিতেই হবে। আর্থিক সংকট উৎরে গিয়ে সুবিধাজনক একটা অবস্থানে আপনি পৌঁছে যাবেন সেটা নিশ্চিত। কেউ আজ ধার চাইলে ফিরিয়ে দিবেন না। দিনটি বিশেষ অর্থে আজ মায়াবী হবে।

জনপ্রিয় সঙ্গিত শিল্পী পড়শীর ওয়েবসাইট হ্যাক করলেন তার প্রেমিক!

জনপ্রিয় সঙ্গিত শিল্পী পড়শীর ওযেবসাইট হ্যাক করেছেন তানজিম নামের এক যুবক, যিনি কথার মাধ্যমে বোঝানর চেষ্টা করেছেন- তিনি পড়শীর প্রেমিক
পড়শীর ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, সেখানে প্রথমেই লেখা, হেই বেবি..আই এম ব্যাক
তারপরই হ্যাকার লিখেছেন, তুমি কি এখনো আমাকে ভুল বুঝে থাকবা? একটাবার সরি বলতেও দিবা না?
এরপরই নির্দেশের সুরে সেই প্রেমিক বলেছেন, আনব্লক করো, নয়তো ইমেইল দিছি রিপ্লে করোকথা আছেইতি, তোমার পাগল
এর নিচেই প্রেমিক আকুল আবেদন জানিয়েছেন, লাভ মি অর কিল মি
এমন কথাবার্তায় এখন স্বভাবতই প্রশ্ন উঠছে সবার মনে, এই তানজিম কে? কি সম্পর্ক তানজিমের সাথে পড়শীর?
সেই সাথে সবার মনেই জানার আগ্রহ জন্মেছে, তানজিম কি আসলেই রূপসী গায়িকা পড়শীর প্রেমিক?


ক্রিকেটার থেকে কসমেটিক ব্যবসায়ি সাকিব


বিশ্ববিখ্যাত সব কমমেটিকসের ব্রান্ড নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কসমিক জোভিয়ানের।
শুক্রবার ঢাকার আধুনিকতম শপিং মল যমুনা ফিউচার পার্কের গ্রাউন্ড ফ্লোরের এ ব্লকে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে এর উদ্বোধন করা হয়।

বিকাল সাড়ে ৫টায় সাকিবের কসমিক জোভিয়ান এর উদ্ধোধনিতে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্যতম সেরা পেসার মাশরাফি বিন মুর্তজা ও তরুণ পেসার তাসকিন আহমেদ। অনুষ্ঠানের শুরুতে সাধারণ দর্শকদের জন্য উপস্থিত বক্তব্য দেন কসমিক জোভিয়ান চেয়ারম্যান সাকিব আল হাসান।
এরপর সাকিব আল হাসানের স্ত্রী শিশির কেক কেটে কমসিক জোভিয়ানের উদ্ধোধন করেন। এ সময় তার পাশে ছিলেন সাকিব আল হাসান,মাশরাফি বিন মুর্তজা ও তাসকিন আহমেদ। এছাড়া এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিউটিশিয়ান কানিজ আলমাস খান ও জনপ্রিয় উপস্থাপিকা শারমিন লাকি।
এসময় সাকিব আল হাসান বলেন,‘আমাদের উদ্দেশ্য শুধুই বানিজ্য নয়। আমরা এই প্রতিষ্ঠানের মুনাফার একটি অংশ দেশের সুবিধাবঞ্চিত শিশুদের কল্যানে ব্যায় করা হবে।’

ইতিহাসের পুনরাবৃত্তি চায় ব্রাজিল


গ্রুপ লিগে শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে দুর্দান্ত ফুটবলের নমুনা তুলে ধরেছে ব্রাজিলনিজের মাঠে একশো শতাংশ ছন্দে ফেরার ইঙ্গিত পাওয়া গিয়েছে লুইস ফেলিপে স্কোলারির দলেরফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন যত দিন গড়াবে ততই সেরা ছন্দে ফিরবেন নেইমাররাশনিবার বেলোহরাইজোন্তেতে প্রি-কোয়ার্টার ফাইনালে চিলির মুখোমুখি হতে চলেছে ব্রাজিলচিলি এবার বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে দুই গোলে হারিয়ে দিয়ে চমক তৈরি করেছেতাই স্যাঞ্চেজদের হালকাভাবে নেওয়া যাচ্ছে নাব্রাজিল কী পারবে চিলিকে হারিয়ে নিজেদের অবস্থান আরও মজবুত করতে? নাকি ব্রাজিলের বিরুদ্ধে অঘটন ঘটাবে চিলি? আর মাত্র ১২ ঘণ্টাতার পরই নির্ধারিত হয়ে যাবে কোন দল কোয়ার্টার ফাইনালে যাচ্ছেতবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হওয়ার আগে দুটো দলই চার্জড হয়ে রয়েছে

এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইতিহাস কিন্তু ব্রাজিলের সঙ্গেই রয়েছেকী ইতিহাস? বিশ্বকাপের ইতিহাসটা অবশ্য চিলির পক্ষে নেই১৯৯৮ ও ২০১০ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে চিলির হাতে বিদায়ের টিকিট ধরিয়ে দিয়েছিল ওই ব্রাজিলইইতিহাস সঙ্গে থাকলেও লুইস ফেলিপে স্কোলারি কিন্তু চিলিকে দ্বিতীয় রাউন্ডে এড়িয়ে যেতে চেয়েছিলেনস্কোলারির কথায় বিস্ময় তৈরি হলেও তিনি সত্যি কথায় বলেছেনব্রাজিলের কোচ বলেছিলেন, চিলির সঙ্গে দ্বিতীয় রাউন্ডের খেলা না পড়লেই ভালো হতোএর আগে দুবার আমি চিলির বিপক্ষে খেলেছিআমি জানি, প্রতিপক্ষ হিসেবে তারা কতটা কঠিনঅনেকেই মনে করছেন, আমরা খুব সহজেই চিলিকে হারিয়ে দেবকিন্তু তাদের ভাবনাটা সম্পূর্ণ ভুলবিশ্বকাপে প্রতিপক্ষ বেছে নেওয়ার সুযোগ থাকলে আমি কখনোই চিলিকে বেছে নিতাম নাযদিও ভিদাল, সাঞ্চেজদের ভয়ে গুটিয়ে নেয় স্কোলারিতবে চিলিকে এড়িয়ে গেলেই ভাল হত বলে মনে করছেন তিনি

চিলির মুখোমুখি হওয়ার ২৪ ঘণ্টা স্কোলারি অবশ্য বেশ মুডেই রয়েছেগ্রুপ লিগের শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে যে ফুটবল খেলেছিলেন নেইমাররা তাতেই প্রয়োজনীয় আত্মবিশ্বাস পেয়ে গিয়েছে ব্রাজিলনিজের দেশে এবার চিলিকে মাত করতে মরিয়া নেইমাররাচিলি প্রসঙ্গে স্কোলারি বলেছেন, চিলি শক্তিশালী দল সে বিষয়ে বলার অপেক্ষা রাখে নাতাই আমরা ওদের নিয়ে সতর্কতবে দল যে ফুটবল খেলছে তাতে না জেতার কোনও কারণ নেইনেইমারও মনে করছেন চিলি শক্তিশালী দল হলেও তাদের হারানো কোনও সমস্যা হবে নাক্যামেরুনের বিপক্ষে দুটো গোল করেছেনচিলি ম্যাচেও জ্বলে উঠতে চান ব্রাজিলের সুপারস্টার

এদিকে ব্রাজিলকে ধাক্কা দিতে মরিয়া চিলিদলের অন্যতম তারকা ভিদাল বলেছেন, ব্রাজিলকে হারানোর কথা বলছেন? ওটা আমাদের স্বপ্নচিলি চমক সৃষ্টি করতে পারেআমরা বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়েছিফলে ব্রাজিলকেও হারাতে পারবএখন দেখার চিলিকে হারাতে পারে কি না ব্রাজিলনাকি চিলি কোনও অঘটন ঘটায়
সূত্র: কলকাতা ২৪x

ই-মেইলের স্তূপ জমেছে ইনবক্সে? তিনটি উপায়ে গুছিয়ে ফেলুন

গত বিশ বছর ধরে ইলেকট্রিক যোগাযোগ আমাদের জীবনে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছেযদিও আমাদের জীবনে ই-মেইল ব্যক্তিগত ও পেশাজীবনে যোগাযোগের একটি মাধ্যম মাত্র, তবুও বিভিন্ন অ্যাকাউন্টের মেসেজ, টুইট, ফেসবুকের মেসেজ ইত্যাদি সবকিছুর আগমণ ঘটে এখানেতাই দিন দিন বাড়তে থাকে ইনবক্সের না দেখা মেইলের সংখ্যা এবং অপ্রয়োজনীয় অসংখ্য মেইলতাই এগুলো মুছে ফেলার কাজটিও বেশ ঝামেলার ব্যাপার
ই-মেইল অর্গানাইজেশন অ্যাপ ইঙ্কি এর প্রতিষ্ঠাতা ডেভ ব্যাগেট বলেন, অতিরিক্ত ই-মেইল অ্যাকাউন্টটিকে রীতিমতো আবর্জনার স্তূপ বানিয়ে দেবেএসব মেইলকে বলা হয় গ্রে-মেইলএসব মেইল হলো ই-মেইল মার্কেটিংয়ের ক্ষেত্রে এক মহা বিবর্তনের ফলসোশাল মিডিয়ার নোটিফিকেশন, ইভেন্ট ইনভাইটেশন, প্রতিদিনের পণ্যের বিজ্ঞপ্তি ইত্যাদিতে ভরে উঠবে ইনবক্সতাই খুব দ্রুত ইনবক্সটিকে গোছালো করে ফেলা দরকার
ইঙ্কি এবং জিমেইলের সাম্প্রতিক পরিবর্তনের মাধ্যমে যোগাযোগ সংশ্লিষ্ট ঝামেলা দূর করতে ষয়ংক্রিয়ভাবে মেইলগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে দেয়এ ছাড়াও তিনটি উপায়ে ইনবক্সটিকে গুছিয়ে রাখতে পারেন
১. প্রথমেই বুঝে দেখুন, আপনি কী ধরনের 'ইনবক্সার'ই-মেইলের ভাগ সাধারণত তিনটি উপায়ে করা হয়ে থাকেসাধারণত ব্যবহারকারীরা সযত্নে মেসেজগুলো অন্য কোনো বিশেষ ফোল্ডারে সরিয়ে রাখেনঅনেকে আবার কোনো ক্যাটাগরিতে না সাজিয়ে রেখে দেনযখন যেটি প্রয়োজন হয় তখন তা সার্চ দিয়ে বের করে নেনআবার অপ্রয়োজনীয় বা মুছে ফেলার মতো মেইলগুলো আলাদা করে ফেলাটি আরেকটি উপায় হতে পারে
২. প্রোমোশনাল মেসেজগুলো আসা বন্ধ করে দিতে পারেন নির্দিষ্ট সময়ের জন্যতাই একবার সময় দিয়ে প্রমোশনাল মেসেজগুলো খুঁজে বের করে সেগুলো ব্লক করে দিনদেখবেন, প্রচুর মেল আসা বন্ধ হয়ে গেছে
৩. ইনবক্সের জন্য কিছু নিয়ম বানিয়ে ফেলতে পারেনযেমন- একটি নির্দিষ্ট ফোল্ডার করে সেখানে সোশাল মিডিয়ার মেইল আসার নিয়ম করে দিতে পারেনতা ছাড়া বন্ধু বা পরিবারের বা অফিসের মেইল আসার জন্য আলাদাভাবে স্থান নির্বাচন করে দেওয়া যাবেতবে এ জন্য আপানর সার্ভারে অপশন থাকতে হবেযদি না থাকে তবে মেইল অর্গানাইজেশন অ্যাপ এবং টুলের খোঁজ করুনসূত্র : বিজনেস নিউজ