Monday, March 31, 2014

৪০ বছর ধরে ধুলার নিচে ফোর্ড মুসতাং শেলবি জিটি ৪২৮ কোবরা জেট


৪০ বছরের ধুলার তলে পাওয়া গেছে ১৯৬৯ সালের একটি ফোর্ড গাড়ি। যা একটি গ্যারেজের ভেতর জমা ছিল। আর প্রায় অবিকৃত অবস্থায় এ গাড়িটি পাওয়া গেছে। গাড়ি বিশেষজ্ঞদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে গাড়িটি। এ বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ ও ইয়াহু।
ল্যারি ব্রাউন নামে এক সংগ্রাহক ফোর্ড মুসতাং শেলবি জিটি ৪২৮ কোবরা জেট গাড়িটি গ্যারেজে সংরক্ষণ করে রেখেছিলেন। ১৯৭৩ সালের পর থেকে তিনি গাড়িটি আর চালাননি। সে সময় গাড়িটির মাইলেজ ছিল ৮,৫৭৩ মাইল। গ্যারেজে রাখার পর ব্রাউন গাড়িটি আর কখনো ধোয়ারও চেষ্টা করেননি।
১৯৬৯ সালে ব্রাউন গাড়িটি কিনেছিলেন ৫,২৪৫ ডলারে। তবে এখন গাড়িটির মূল্য লাখ ডলার হতে পারে।
গাড়িটি সম্প্রতি নিলামে তোলার জন্য তালিকাভুক্ত হয়েছে। এর স্পার্ক প্লাগ, বেল্ট, ফ্যান ও হোস এখনো অরিজিনাল রয়েছে। গাড়িটিতে ১৯৬৮ সালের পরে সংযোজিত একমাত্র যন্ত্রাংশ হলো টায়ার। 

১১ উপজেলায় হরতাল পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট



পঞ্চম দফা নির্বাচনে কেন্দ্র দখল, জাল ভোট, এজেন্ট বের করে দেয়া ও কারচুপিসহ ভোট ডাকাতির অভিযোগ এনে বিভিন্ন জেলার ১১ উপজেলায় হরতাল পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট। এর মধ্যে চার উপজেলায় আধা বেলা ও সাত উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি-জামায়াত।  



সোমবার ভোট শুরুর পর থেকেই সরকার সমর্থিতরা বিভিন্ন উপজেলায় কেন্দ্র দখল করলে বিএনপি-জামায়াতের প্রার্থীরা নির্বাচন বর্জন করে ভোট ডাকাতির প্রতিবাদে এ হরতাল কর্মসূচি ঘোষণা করে। এমনকি দুটি উপজেলায় ভোট ডাকাতির অভিযোগ করে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থীও নির্বাচন বর্জন করে।



নারায়ণগঞ্জের আড়াইহাজার, ফেনীর ছাগলনাইয়া, সাতক্ষীরা সদর, তালা ও দেবহাটা, বরগুনা সদর,  রাঙামাটি সদরে চলছে সকাল-সন্ধ্যা হরতাল।



এছাড়া চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও সিরাজগঞ্জের শাহজাদপুরে আধাবেলা হরতাল পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দল।



আমাদের প্রতিধিদের পাঠানো প্রতিবেদনে জানা যায়, হরতাল শুরুর পর সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিভিন্ন উপজেলায় স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালিত হচ্ছে। তবে পুলিশ, বিজিবি ও র‌্যাবের সতর্ক প্রহরার কারণে কয়েকটি উপজেলায় হরতালের সমর্থনে মিছিল করতে চাইলেও পিকেটাররা রাস্তায় নামতে পারেননি।


তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোথায়ও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

প্রিন্সেস সাহার ও প্রিন্সেস জাওয়াহের ১৩ বছরের বন্দিদশার বর্ণনা



একটি রাজপ্রাসাদে আটক সৌদি রাজা আব্দুল্লাহর দুই মেয়ে প্রথমবারের মতো তাদের ১৩ বছরের বন্দিদশার বর্ণনা দিয়েছেন।
প্রিন্সেস সাহার ও প্রিন্সেস জাওয়াহের ব্রিটিশ টিভি চ্যানেল ৪ নিউজকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে  বলেছেন, জেদ্দায় তাদেরকে যে প্রাসাদে রাখা হয়েছে তার বাইরের জগতের সঙ্গে তাদেরকে যোগাযোগ করতে দেয়া হয় না।

তাদের অন্য দুই বোন মাহা ও হালাকে অন্য একটি বাসভবনে আটক রাখা হয়েছে। সাহার ও জাওয়াহের বলেন, বহির্জগতের সঙ্গে তাদের সম্পর্ক ‘ছিন্ন করে’ ‘একঘরে’ এবং ‘একাকী’ অবস্থায় রাখা হয়েছে। এজন্য তাদের পিতা ‘রাজা আব্দুল্লাহ’ দায়ী বলে তারা মন্তব্য করেন।

৪২ বছর বয়সী সাহার বলেন, “রাজ পরিবারের মেয়ে হয়ে আমরা কেন আমাদের ইচ্ছার বিরুদ্ধে বন্দি থাকব? আমার মনে আমাদেরকে পণবন্দি অবস্থায় রাখা হয়েছে। জাওয়াহের দেশের অন্য মানুষের অবস্থা ভেবে শঙ্কা প্রকাশ করে বলেন, “তিনি (রাজা আব্দুল্লাহ) যখন নিজ সন্তানদের সঙ্গে এ আচরণ করতে পারেন তখন দেশের মানুষের সঙ্গে তার আচরণ কেমন হতে পারে একবার ভেবে দেখুন।

এর আগে গত সোমবার জাওয়াহেরের মা ও সৌদি রাজার সাবেক স্ত্রী আলানুদ আল-ফায়েজ লন্ডনস্থ সৌদি দূতাবাসের সামনে তার মেয়েদের মুক্তির দাবি জানিয়ে বিক্ষোভ দেখান। ২০০৩ সালে রাজা আব্দুল্লাহ ফায়েজকে তালাক দেন এবং তখন থেকে তিনি লন্ডনে বসবাস করে আসছেন।

সাহার ও জাওয়াহেরের কথা উল্লেখ করে তিনি সাংবাদিকদের বলেন, তাদেরকে দিনে মাত্র একবার খেতে দেয়া হয়। তাদেরকে প্রাসাদ থেকে বের হতে কিংবা ভ্রমণ করতে দেয়া হয় না। আল-ফায়েজ বলেন, সৌদিদের বিশ্বাস করা আপনাদের উচিত হবে না, তারা সবকিছু করতে পারে। আমি আমার মেয়েদের দেখতে চাই। আমি তাদের সঙ্গে থাকতে চাই।” এর আগে গত শুক্রবার আলানুদ তার মেয়েদের মুক্তির দাবি জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে ধর্ণা দেন। সূত্র: আইআরআইবি

পাঁচ দফা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিশাল ব্যবধানে জয়


পঞ্চম দফা উপজেলা নির্বাচনেও জয় পেল ক্ষমতাসীন আওয়ামী লীগ। চেয়ারম্যান পদে বেশি সংখ্যক উপজেলায় এ দল সমর্থিত প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

সব মিলিয়ে পাঁচ দফা নির্বাচনে আওয়ামী লীগ বিশাল ব্যবধানে জয় পেল। অপরদিকে প্রথম দুই দফায় ভালো করলেও শেষ তিন দফায় তুলনামূলক পিছিয়ে পড়েছে বিএনপি। দলটির অভিযোগ, সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে ভোট ডাকাতির মাধ্যমে বিএনপি সমর্থিত প্রার্থীদের জয় ছিনিয়ে নিয়েছে।

ব্যাপক সহিংসতার মধ্য দিয়ে সোমবার ৭৩ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। রাত সোয়া ১টা পর্যন্ত সর্বশেষ পাওয়া ৭১ উপজেলার বেসরকারি ফলাফলে ৫০ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। 

এছাড়া দলটির ২ বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন। অপরদিকে ১২ উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পাশাপাশি দলটির এক বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন। 

তৃতীয় অবস্থানে থাকা জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী ৩ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এসব উপজেলায় জাতীয় পার্টি সমর্থিত কেউ জয় পাননি। এর বাইরে ইউপিডিএফ সমর্থিত ১টি উপজেলায় জয় পেয়েছে। টাঙ্গাইলের বাসাইলে ফলাফল স্থগিত করা হয়েছে।
এর আগে চার দফায় ৩৮৫ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ১৭২, বিএনপি ১৪১ ও জামায়াত ৩৩টিতে জয় পেয়েছে। ৮ উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও ৬ উপজেলায় বিএনপির বিদ্রোহী প্রার্থী জয় পেয়েছেন। বিদ্রোহী প্রার্থী নিয়ে আওয়ামী লীগ সব মিলিয়ে ১৮০ ও বিএনপি ১৪৭ উপজেলায় জয় পেয়েছে। সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি ৩ উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।

বাকি উপজেলাগুলোতে অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। প্রথম দফায় মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচন হলেও পরের ধাপগুলোতে সহিংসতার মাত্রা ও পরিমাণ বেড়েছে। ফলাফলের চিত্র পাল্টে যায়। প্রথম দুই দফায় বিএনপি সমর্থিত প্রার্থীরা বেশি সংখ্যক উপজেলায় জয় পেয়েছিলেন। শেষ তিন দফায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বেশি সংখ্যক উপজেলায় জয় পান। সব মিলিয়ে দলগতভাবে আওয়ামী লীগ এগিয়ে রয়েছে।

পঞ্চম দফায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা- দিনাজপুরের বিরলে বিএনপি সমর্থিত আ ন ম বজলুর রশিদ, পাবর্তীপুরে একই দলের আমিনুল ইসলাম ও হাকিমপুরে মোঃ আকরাম হোসেন, নীলফামারীর ডোমারে আওয়ামী লীগের আবদুর রাজ্জাক, লালমনিরহাটের কালীগঞ্জে আওয়ামী লীগের মাহবুবুজ্জামান, গাইবান্ধার ফুলছড়িতে আওয়ামী লীগের হাবিবুর রহমান ও সুন্দরগঞ্জে জামায়াতের মাজেদুর রহমান, বগুড়া সদরে বিএনপির আলী আজগর হেনা, রাজশাহীর পবায় জামায়াতের মকবুল হোসেন, সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের আজাদ রহমান, বেলকুচিতে আওয়ামী লীগের মোহাম্মদ আলী আকন্দ,  পাবনা সদরে আওয়ামী লীগের মোশাররফ হোসেন, বেড়ায় আওয়ামী লীগের আবদুল কাদের, চুয়াডাঙ্গার সদরে আওয়ামী লীগের আশাদুল হক বিশ্বাস, আলমডাঙ্গায় আওয়ামী লীগের হেলাল উদ্দিন, সাতক্ষীরা সদরে আওয়ামী লীগের আসাদুজ্জামান বাবু ও দেবহাটায় একই দলের আবদুল গণি, তালায় আওয়ামী লীগের ঘোষ সনৎ কুমার, বরগুনা সদরে আওয়ামী লীগের আব্বাস হোসেন মন্টু মোল্লা, বামনায় একই দলের সাইতুল ইসলাম লিটু মৃধা ও পাথরঘাটায় একই দলের রফিকুল ইসলাম রিপন ও আমতলীতে (৭ কেন্দ্র স্থগিত থাকায় ফল প্রকাশ হয়নি), পটুয়াখালীর দশমিনায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ শাখাওয়াত হোসেন, কলাপাড়ায় আওয়ামী লীগের মোতালেব তালুকদার, টাঙ্গাইল সদরে আওয়ামী লীগের খোরশেদ আলম, ঘাটাইলে আওয়ামী লীগের নজরুল ইসলাম, মির্জাপুরে একই দলের এনায়েত হোসেন ও গোপালপুরে একই দলের ইউনুস ইসলাম তালুকদার, জামালপুরের মাদারগঞ্জে আওয়ামী লীগের ওবায়দুর রহমান, ময়মনসিংহের গফরগাঁওয়ে আওয়ামী লীগের আশরাফ উদ্দীন বাদল, ত্রিশালে বিএনপির জয়নাল আবদিন ও নান্দাইলে আওয়ামী লীগের আবদুল মালেক চৌধুরী স্বপন, কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় আওয়ামী লীগের শহীদুল ইসলাম জেমস ও পাকুন্দিয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ রফিকুল ইসলাম রেনু, মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে আওয়ামী লীগের কাজী আবদুল ওয়াহিদ, সিরাজদিখানে একই দলের মহিউদ্দিন আহমেদ ও লৌহজংয়ে একই দলের ওসমান গণি তালুকদার, গাজীপুরের কালিগঞ্জে আওয়ামী লীগের মোয়াজ্জেম হোসেন পলাশ, নরসিংদী সদরে বিএনপির মনজুরে এলাহী, মনোহরদীতে আওয়ামী লীগের সাইফুল ইসলাম খান বীরু, নারায়ণঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের শাহজাহান ভূইয়া, আড়াইহাজারে আওয়ামী লীগের শাহজালাল মিয়া, সোনারগাঁয়ে বিএনপির আজহারুল ইসলাম মান্নান, রাজবাড়ীর গোয়ালন্দে আওয়ামী লীগের এটিএম নূরুল ইসলাম, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিএনপির হারুন অর রশীদ ও তাহিরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী কামরুজ্জামান কামরুল, সিলেটের বিয়ানিবাজারে আওয়ামী লীগের আতাউর রহমান, মৌলভীবাজারের জুড়িতে আওয়ামী লীগ সমর্থিত এমএ মোমিত আশুক ও রাজনগরে একই দলের আছকির খান, ব্রাহ্মণবাড়িয়ার সদরে আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম, কসবায় আওয়ামী লীগের আনিসুল হক ভূইয়া, আশুগঞ্জে বিএনপির আবু আসিফ আহমেদ, হবিগঞ্জের বানিয়াচংয়ে বিএনপির শেখ বশির আহমেদ, কুমিল্লার মুরাদনগরে আওয়ামী লীগের সৈয়দ আবদুল কাইয়ুম ও চান্দিনায় একই দলের তপন বকশী, ফেনীর ছাগলনাইয়ায় আওয়ামী লীগের মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, নোয়াখালীর সুবর্ণচরে আওয়ামী লীগের খায়রুল আনাম চৌধুরী ও হাতিয়ায় একই দলের মাহবুব মোর্শেদ লিটন, লক্ষ্মীপুর সদরে আওয়ামী লীগের একেএম সালাহ উদ্দিন টিপু, রামগতিতে আওয়ামী লীগের অধ্যাপক আবদুল ওয়াহেদ, রামগঞ্জে আকম রুহুল আমিন, রায়পুরে আওয়ামী লীগের মোঃ আলতাপ হোসেন হাওলাদার, চট্টগ্রামের সন্দ্বীপে আওয়ামী লীগের মোঃ শাহজাহান, কক্সবাজারের সদরে জামায়াতের জিএম রহিমুল্লাহ, টেকনাফে আওয়ামী লীগের জাফর আলম, উখিয়ায় বিএনপির সরওয়ার জাহান চৌধুরী, খাগড়াছড়ির দিঘিনালায় ইউপিডিএফের কমল চাকমা, রাঙ্গামাটি সদরে অরুণ কান্তি চাকমা, লংগদুতে বিএনপির তোফাজ্জল হোসেন, রাজস্থলীতে আওয়ামী লীগের উথিনচিং মারমা ও বিলাইছড়িতে জেএসএসের শুভ মঙ্গল চাকমা। 

বিমানবন্দরের উন্নয়ন জাপানের ১৮৩ কোটি টাকার ঋণ সহায়তা


বিমানবন্দরের উন্নয়ন ও নিরাপত্তা বাড়াতে সহায়তা দিচ্ছে জাপান। এ লক্ষ্যে নেয়া ইমপ্র“ভমেন্ট অব এয়ারপোর্ট সেফটি অ্যান্ড সিকিউরিটি সিস্টেম প্রকল্পে ২৪০ কোটি জাপানি ইয়েন অনুদান দেবে সংস্থাটি। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৮৩ কোটি টাকা। এ বিষয়ে জাপানের সঙ্গে সোমবার অনুদান চুক্তি সই করেছে সরকার। সোমবার রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন ও ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা চুক্তিতে সই করেন। ইরাডি সূত্র জানায়, প্রকল্পের আওতায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, যশোর বিমানবন্দর ও সৈয়দপুর বিমানবন্দরের আধুনিকায়ন করা হবে। চারটি বিমানবন্দরে উড্ডয়ন-অবতরণ ও চলাচল নিরাপত্তা ব্যবস্থার (সিএনএস) উন্নয়ন ও আধুনিকায়ন প্রকল্পের মূল উদ্দেশ্য। এ লক্ষ্যে চারটি বিমানবন্দরে আধুনিক যন্ত্রপাতি সংযোজন করা হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করবে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ২০১৬ সালের জুন মাসের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করার সময়সীমা বেঁধে দেয়া হচ্ছে। এ প্রকল্পের আওতায় বেবিচক কার্যালয় ও বিমান চলাচল প্রশিক্ষণ কেন্দ্রেরও আধুনিকায়ন করা হবে।

সোনিয়া ও রাহুলের 'কাপড় খুলে নিয়ে' ইতালিতে ফেরত পাঠাবেন রাজস্থানের বিজেপি বিধায়ক


ভারতে লোকসভা নির্বাচনের ভোটের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের মধ্যে অসহিষ্ণুতা যেন ততই বাড়ছে। প্রতিদ্বন্দ্বী দলের সমালোচনা করতে গিয়ে অতি উৎসাহীরা হয়ে উঠছেন মারমুখী, দিচ্ছেন উসকানিমূলক বক্তব্য। কয়েক দিন আগেই প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদিকে 'টুকরো টুকরো করে ফেলার' হুমকি দেন উত্তর প্রদেশের সাহারানপুর আসনের কংগ্রেস প্রার্থী ইমরান মাসুদ। এতে তাঁকে গ্রেপ্তারও হতে হয়। এবার বিজেপির তরফ থেকে 'বস্ত্রহরণের' হুমকি এলো। আর তা দেওয়া হয়েছে খোদ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও তাঁর ছেলে কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে।

রাজস্থানের বিজেপি বিধায়ক হীরালাল রেগার বলেছেন, বিজেপি ক্ষমতায় এলে সোনিয়া ও রাহুলের 'কাপড় খুলে নিয়ে' ইতালিতে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। তিনি এও বলেছেন, কংগ্রেসের কোনো নেতারই আর দেশে থাকার অধিকার নেই।
সোনিয়ার ইতালির নাগরিকত্ব ও দেশপ্রেম নিয়ে গতকাল প্রশ্ন তোলেন বিজেপি নেতা মোদিও। কেরালা উপকূলে দুই জেলেকে হত্যার অভিযোগে ভারতের আদালতে ইতালির দুই মেরিন সেনার বিচার চলছে কয়েক মাস ধরে। সম্প্রতি ওই সেনারা দেশে ফেরত যান। মোদি সোনিয়াকে ইঙ্গিত করে প্রশ্ন তোলেন, 'কার নির্দেশে ওই সেনাদের ইতালিতে ফেরত যাওয়ার সুযোগ করে দেওয়া হলো?' ওই সেনারা ভারতে আর ফিরবে কিনা তার পর্যাপ্ত নিশ্চয়তা না পেয়েও কেন ছাড়া হলো তা জানতে চান মোদি। সোনিয়ার একটি ছবি হাতে নিয়ে মোদি বলেন, 'কিছু লোক দেশপ্রেমের ঢোল বাজিয়ে বেড়াচ্ছেন।
গত রবিবার রাজস্থানের টঙ্ক এলাকায় এক জনসভায় রেগার বলেন, 'সোনিয়া ও রাহুল গান্ধীর কাপড় খুলে নিয়ে ইতালিতে ফেরত পাঠিয়ে দেওয়া উচিত।' রেগার পরে তাঁর ভুল বুঝতে পেরে ওই মন্তব্যের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চান বলে জানায় সংবাদমাধ্যম।
মোদির মানসিক চিকিৎসা প্রয়োজন : পাওয়ার
কংগ্রেস নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী শারদ পাওয়ার মোদিকে মানসিক রোগী অভিহিত করে বলেছেন, 'মানসিক হাসপাতালে মোদিকে চিকিৎসা করানো দরকার।' মহারাষ্ট্রে কৃষক আত্মহত্যার বিষয়ে মোদির সমালোচনার জবাবে শারদ একথা বলেন। মোদি দেশের জন্য বিপজ্জনক বলেও জানান তিনি। নির্বাচনী প্রচার চালাতে গিয়ে মোদি কংগ্রেসমুক্ত ভারত গড়ার বক্তব্য দেন। শারদ বলেন, আসলে মোদি জানেন-ই না কংগ্রেস নেতাদের স্বাধীনতা সংগ্রামে আত্মবলিদান আর অবদানের কথা। সূত্র : জিনিউজ।

সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের আশঙ্কায় কাটাচ্ছে না মোদিকে ঘিরে


তাঁর নাম শুনেই পিছিয়ে যান কেউ কেউ, কেউ বা তাঁর জনপ্রিয়তার কথা স্বীকার করতেই নারাজ। ভারতীয় মুসলিমরা আসন্ন লোকসভা নির্বাচনের দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা নরেন্দ্র মোদিকে নিয়ে উদ্বিগ্ন। সংখ্যালঘু এই সম্প্রদায়ের মানুষ কট্টর হিন্দু জাতীয়তাবাদীর ধ্বজাধারী মোদির প্রশ্নে আশঙ্কায় দিন কাটাচ্ছে।
স্বাধীন ভারতের ইতিহাসে সংঘটিত সবচেয়ে ভয়াবহ জাতিগত দাঙ্গার ঘটনা ঘটে অযোধ্যায়, ১৯৯২ সালে। এতে প্রাণ হারায় দুই হাজারের বেশি মানুষ। সেই ঘটনার কেন্দ্রস্থল থেকে এক কিলোমিটার দূরে তেহরি বাজার মসজিদে মোহাম্মদ সাগেরের মতো ইবাদতকারীর সংখ্যাই বেশি, যারা ওই দাঙ্গার ঘটনার সময় নিতান্তই নাবালক ছিল। কিন্তু ২০০২ সালের গুজরাট দাঙ্গার সময়ের কথা তাদের মনে দাগ কেটে আছে। সাগের বলে, 'মুসলিমদের পিটিয়ে কুপিয়ে পুড়িয়ে মারা হচ্ছে- এসব তাকিয়ে দেখার চেয়ে আর কি ভয়াবহ অভিজ্ঞতা
হতে পারে?'
দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের মুজিবুর রেহমানের মতে, অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে রামমন্দির নির্মাণ অভিযানের অন্যতম সংগঠক হিসেবে 'জাতীয় রাজনীতির মঞ্চে জোরালো অভিষেক ঘটে' ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা মোদির। পরে নিজ রাজ্যের মুসলিমবিদ্বেষী দাঙ্গায় 'ভূমিকা রেখে জাতীয় নেতা' বনে যান তিনি। রেহমান অকপটে বলেন, 'মোদির ব্যাপারে মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ আছে।' তাঁর মতে, 'মুসলিমদের সন্ত্রস্ত হওয়া অমূলক নয় এ কারণে যে তারা জানে, তাদের প্রতি এই ব্যক্তির (মোদি) যথাযথ শ্রদ্ধাবোধ নেই।' রেহমান বলেন, মোদির অতীত বলছে, তিনি বরাবরই সংখ্যালঘুদের এড়িয়ে চলেছেন; এমনকি নির্বাচনী প্রচারের সময়ও মুসলিমদের কাছ ঘেঁষেননি তেমনটা। সুতরাং তাঁকে নিয়ে মুসলিমদের ভয়টা যৌক্তিক বলে দাবি রেহমানের। ভারতের জনসংখ্যার প্রায় ১৩ শতাংশ মুসলিম।
মোদি কট্টর নিরামিষভোজী। প্রতিদিন নিয়ম করে যোগ ব্যায়াম করেন। বালক বয়সেই তৃণমূল পর্যায়ের হিন্দু জাতীয়তাবাদী গ্রুপে যোগ দেন। আদালত নির্দোষ বলে রায় দিলেও অনেকের মতে, গুজরাট দাঙ্গার রক্তের দাগ তাঁর হাতে। এ ছাড়া বিজেপির নির্বাচনী অঙ্গীকারের তালিকায় এখনো রয়েছে রামমন্দির নির্মাণের বিষয়টি। কট্টর হিন্দুদের বিশ্বাস, অযোধ্যায় ভগবান রামের জন্মস্থানের ওপর বাবরি মসজিদ নির্মাণ করা হয়েছে। তাই ওই মসজিদ ভেঙে সেখানে রামমন্দির তৈরির দাবিতে বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি ১৯৯০ সালে দেশব্যাপী পদযাত্রা শুরু করেন। এরই ধারাবাহিকতায় ১৯৯২ সালের ৬ ডিসেম্বর একদল কট্টর হিন্দু ১৬ শতকে নির্মিত বাবরি মসজিদ গুঁড়িয়ে দেয়।
গত জুলাইয়ে মোদির ঘনিষ্ঠ সহযোগী অমিত শাহ অযোধ্যা সফরকালে রামমন্দির নির্মাণের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এতে অনেকেই ফের উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করেন। অযোধ্যায় মুসলিমদের ইবাদতের অধিকার রক্ষায় জড়িত গ্রুপের প্রধান হাজি মাহবুব আহমেদ বলেন, 'মোদি নয়, আমার জীবদ্দশায় মোদির মতো কাউকে আর দেখতে চাই না।'
যদিও মোদি ২০০২ সালের দাঙ্গার জন্য সম্প্রতি 'দুঃখ' প্রকাশ করেছেন। "আমার ধর্ম, 'জাতি আগে', ভারত আগে" বলে প্রচার চালাচ্ছেন। তবে তা সত্ত্বেও তিনি হিন্দুদের তীর্থস্থান বারানসি থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। কথায় কথায় প্রায়ই দেশের '৭৫ শতাংশ মানুষ' ক্ষমতাসীন কংগ্রেসের অবহেলার শিকার বলে অভিযোগ করেন তিনি। অনেকেই মনে করেন, এই ৭৫ শতাংশ বলতে মোদি হিন্দুদেরই বোঝান।
বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) শারদ শর্মা বলেন, 'যদি কোনো হিন্দু দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে, তবে আমরা তাদের সংসদে রামের জন্মভূমি মুক্ত করতে আইন পাসের কথা বলব।' তাই মোদির প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় মুসলিমরা আগামী দিনগুলোতে আরো খারাপ পরিস্থিতির আশঙ্কা করছেন। প্রসঙ্গত, বর্তমানে অযোধ্যার স্পর্শকাতর জায়গাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সূত্র : এএফপি।

আজ মঙ্গলবার , জেনে নিন রাশিফলে কেমন যাবে আপনার দিনটি


মঙ্গলবারের রাশিফল


মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯): টাকার পেছনে হুমড়ি খেয়ে ছুটলেই টাকা আসে না। নিজের কাজটি ঠিকঠাক করুন, দেখবেন টাকাই আপনার কাছে চলে আসবে। কোনো একটা অনুষ্ঠানে যাওয়া নিয়ে আপনি দ্বিধান্বিত আছেন। মন না টানলে না যাওয়াই ভালো। আজকের দিনে অন্তত নিজের মনের কথা শুনুন। সিদ্ধান্ত নিতে কিছুটা সময় নিন আর সঙ্গীকে কোনো ঘোলাটে অবস্থায় রাখবেন না। দিনের শেষের দিকে শারীরিক অবস্থার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
 
বৃষ (এপ্রিল ২০- মে ২০): হঠাৎ একজনকে দেখে আজ ভালো লেগে যেতে পারে। যেহেতু আপনার সম্পর্কগুলো গড়ে ওঠে কাজের ওপর ভিত্তি করে তাই সঙ্গী নির্বাচনে নিজের রুচিকে এগিয়ে রাখুন। হুটহাট করে কিছু করে ফেলবেন না যেন, কারণ আপনার গ্রহ বলছে আজ তাড়াহুড়ো করলে হিতে বিপরীত হতে পারে। বন্ধুদের কেউ আজ টাকা ধার চাইতে পারে। দুঃসময়ে কারো সাহায্য করলে আপনার দুর্দিনে সেই সাহায্য দ্বিগুণ হয়ে আসতে পারে এই বিশ্বাসটুকু রাখুন।
 
মিথুন (মে ২১- জুন ২০): ব্যবসায়িক অংশীদারের সঙ্গে অনেকদিন ধরেই ঝামেলা চলছে আপনার। আজ সকালেও সেই ঝামেলাই ভূতের মতো কাঁধে সওয়ার হবে। অংশীদারের সঙ্গে ব্যবসায়িক বিষয়গুলো নিয়ে বসে ঝামেলা মিটিয়ে ফেলুন। আজ আপনার আর্থিক সমস্যার সমাধান হবে। অনাকাঙ্ক্ষিতভাবে ব্যবসায়ে বিনিয়োগকারীর দেখা পাবেন। দেরি করে বাসায় ফেরার কারণে সঙ্গীর সঙ্গে খিটিমিটি লেগে যেতে পারে। সেক্ষেত্রে নিজেই উপযাচক হয়ে সম্পর্ক উন্নয়নে এগিয়ে যান।
 
কর্কট (জুন ২১- জুলাই ২২): অনেকগুলো কাজ নিয়ে সকাল থেকেই ভাবনা শুরু না করে একটা একটা করে ভাবাই ভালো। অফিসের জমানো কাজগুলো একটা একটা করে সেরে ফেলুন আজ। আর কাজ নিয়ে যে সহকর্মীর সঙ্গে ঝগড়ার সূত্রপাত তার সঙ্গে সম্পর্ক উন্নয়নে আপনিই উদ্যোগ নিন। একজন পরিশ্রমী মানুষ হিসেবে আপনার সুনাম আছে। রাস্তায় সতর্কতার সহিত চলাফেরা করবেন। দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে আজ।

সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২): হতাশা আপনাকে মানায় না। অফিসে আপনি যে পরিকল্পনা দিয়েছেন তাতে আপনারই কিছু সহকর্মী বাগড়া দিচ্ছে, তাই বলে হতাশ হবেন না। একজন সৃষ্টিশীল মানুষ হিসেবে আপনাকে অবশ্যই কাজ নিয়ে ভাবতে হবে। আশাই একমাত্র আপনার বেঁচে থাকার প্রাণশক্তি। সিংহ রাশির শিক্ষার্থীদের জন্য দিনটি ফলপ্রদ। এই রাশির নক্ষত্র মতে, সিংহ রাশির জাতিক জাতিকা ব্যবসায়ে আগ্রহী হলে খাবার কিংবা বইয়ের ব্যবসায় উন্নতি করতে পারবে।
 
কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২): অনেকদিন আপনি দূরে কোথাও ঘুরতে যান না। বাল্যকালের বন্ধুর দেয়া ভ্রমণের প্রস্তাব ভেবে দেখবেন আজ। ভ্রমণে আপনার শারীরিক অবস্থার উন্নতি হবে। গ্রহ মতে, আপনি মানসিক চাপ নেয়ার অবস্থায় নেই। তাই অফিসের ব্যস্ততা আর পারিবারিক চাপ কাটাতে দ্রুত কোথাও থেকে ঘুরে আসুন। ভয় পাবেন না, আপনার রুচিবোধই আপনাকে যোগ্য সঙ্গীর সন্ধান দেবে।

তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২): কারও সঙ্গে রাতের বেলায় দেখা করার পরিকল্পনা থাকলে ত্যাগ করুন, কেননা রাতে আপনার রাশি বিরূপ হয়ে উঠতে পারে। প্রেমের মানুষটির জীবনে ঘটে যাওয়া অজানা কোনো দুর্যোগের কথা জানতে পারেন আজ, আর এই সূত্রে হয়ে উঠতে পারেন আরও ঘনিষ্ঠ, রুখে দিতে পারেন অনিষ্ট। অফিসে স্কেল দিয়ে মেপে মেপে কথা বলুন আজ, যেন বেশিও না হয়ে যায়, কমও না পড়ে যায়। অর্থযোগ করুণ!

বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১): আপনি যার সঙ্গে দেখা করতে চাইছেন, এটা খুবই সম্ভব, তার আজ একেবারেই সময় নেই। তবে ব্যতিক্রম ভালোবাসার মানুষের ক্ষেত্রে। আপনার জন্যে তার সময় আছে, তবে সেইসঙ্গে একটা কিন্তুও আছে। কিন্তুটা সময় এলেই বেরিয়ে আসবে নিজ থেকে। ব্যবসা ক্ষেত্রে অপর কারও পরামর্শ ভালো কাজে আসতে পারে। তবে টাকার সঙ্গে হতে পারে আড়ি।  

ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): দূরালাপনে বেজে উঠতে পারে পুরনো কোনো রোমান্টিক কণ্ঠস্বর। সে কণ্ঠের অধিকারী বা অধিকারিণীর আছে সমুদ্রের সঙ্গে কোনো যোগাযোগ। ভালোবাসার মানুষটির কোনো মধুর ভুল শীতলতা দেবে এই কড়া চৈত্র মাসে। কর্মক্ষেত্রে, যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই। অর্থযোগ শুভ।

মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): দিনটা নষ্ট করতে পারে নচ্ছার টাকার হিসাব নিকাশ। দিনটা মাটি করতে পারে প্রেম সংক্রান্ত উদ্ভট কোনো ফ্যান্টাসি। দিনটা ছারখার করে দিতে পারে অফিসের বাজে সব কাজের বিপুল চাপ আর সহকর্মীদের বাজে আচরণ। দিনটা অর্থ-হীন, অর্থকে মনে হতে পারে শুভঙ্কর দাদার ফাঁকিজুকি। কারও সাতে পাঁচে না গিয়ে, কারও চৌদ্দ দশ না মাড়িয়ে, বাড়িতে একা একা থাকুন। তবে বিছানা থেকে নেমে মাটিতে পা ফেলতে সাবধান! খাটের নিচে অন্ধকারে অপেক্ষা করে আছে লোমশ একজোড়া হাত!

কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): আজ প্রেমপত্র থেকে সাবধান! কারও প্রেমপত্র নিলে আজীবন অভিশাপ কুড়োতে হবে সর্ষে ফুলগাছের। হলুদের জ্বরে আক্রান্ত হতে পারে আপনার সৃজনশীল কলম। পাশের অসৎ লোকটার ব্যাগটা ভারি হয়ে আছে। দেখে প্রভাবিত হবেন না, কারণ ওর হাতসহ খসে পড়বে কিছুক্ষণ পর। অর্থের প্রবল সম্ভাবনা রয়েছে নতুন কিছু সৃষ্টির ভীষণ রকম যন্ত্রণার ভিতর।  

মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): ওইসব দ্বিতীয় শ্রেণীর বইপত্রে যে সমস্ত প্রেম ফ্রেমের গল্প টল্প দেখা যায়, সেসব সত্য হয়ে আসতে পারে জীবনে। অবাক হয়ে যাবেন, এতো তুচ্ছ কারণেও প্রেম হয়ে যেতে পারে! গল্পে তাহলে সবসময় মিথ্যে লেখা থাকে না! কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কারও মতো হতে চেয়েছেন তো সেরেছে, সবাই আপনাকে জোকার বানিয়ে ছেড়ে দেবে। আবার নিজের মতো থাকতে চেয়েছেন তো কপাল পুড়েছে, সবাই আপনাকে একঘরে করে দিতে পারে। নীরবে শুধু কাইজেন ফলো করুন- পরদিন আগের দিনের দ্বিগুণ পরিমাণ কাজ করুন। টাকা গুণতে গুণতে আঙুলে ঘা হয়ে যাবে, অ্যান্টিসেপটিক রাখুন।   

আগামী বছরে ৫ বিদেশে কর্মী প্রেরণের প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ ৩৭ লাখ



আগামী ৫ বছরে ৩৭ লাখ কর্মী বিদেশে প্রেরণের প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

সোমবার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সামশুল হকের প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সরকার কর্মী প্রেরণ খাতকে থ্রাস্ট সেক্টর হিসাবে ঘোষণা করেছে। মহাজোট সরকারের বিগত মেয়াদের ন্যায় বর্তমান মেয়াদে ও এ খাতকে স্বচ্ছ, প্রতরণামুক্ত এবং মর্যাদার সাথে অভিবাসন নিশ্চিত করার মাধ্যমে জাতীয় অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে কাজ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’

মন্ত্রী জানান, এ জন্য সরকার অধিক হারে দক্ষ কর্মী সৃষ্টির ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেছে। এ লক্ষে বিদ্যমান কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমকে আরো সম্প্রসারিত ও ত্বরান্বিত করার নিমিত্তে ১ হাজার কোটি টাকা ব্যয়ে ২৭ টি নতুন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ৫টি নতুন ইন্সটিটিউট অব মেরিন টেকনোলোজি স্থাপন শীর্ষক গৃহীত প্রকল্পের কার্যক্রম প্রায় শেষের পথে।

তিনি বলেন, ‘উক্ত প্রকল্প বাস্তবায়িত হলে প্রতিটি জেলায় একটি করে কারিগরি প্রশক্ষিণ কেন্দ্র স্থাপিত হবে। বিদ্যমান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে প্রশিক্ষণ প্রদানের বর্তমান সক্ষমতা ৭৪ হাজার। এসব কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পূর্ণমাত্রায় চালু হলে এর সক্ষমতা বৃদ্ধি পেয়ে প্রায় ১ লাখ ৫০ হাজারে উন্নীত হবে।’

মহাজোট সরকারের ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত সময়ে ২৪ লাখ ৫১ হাজার ৯৩ হাজার কর্মীকে প্রেরণ করা হয়েছে বলে মন্ত্রী জানান।

সংসদ সদস্য মাহমুদ উস সামাদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বর্তমানে ১৫৯ টি দেশে কর্মী প্রেরণ করা হয়। যেখানে বিগত জোট সরকাররের আমলে ৯৭টি দেশে পাঠানো হতো।’

এছাড়া  সরকারের সফল শ্রম কূটনৈতিক তৎপরতার ফলে বিদ্যমান শ্রম বাজার ধরে রাখার পাশাপাশি সাম্প্রতিক সময়ে নতুন নতুন শ্রম বাজার হিসেবে ইতিমধ্যে মরিশাস, পোল্যান্ড, সুইডেন, বেলারুশ, পাপুয়া নিউগিনি, সিসিলি, আলজেরিয়া, দক্ষিণ আফ্রিকাসহ প্রভৃতি দেশে কর্মসংস্থানের উদ্দেশ্য কর্মী প্রেরণ করা হচ্ছে।

এভারেস্ট একাডেমীর প্যাডে প্রেরিত মুসা ইব্রাহীমের চিঠি



তারিখ:মার্চ ৩১, ২০১৪ ইং


আমি লক্ষ করেছি যে, কতিপয় লোক বাংলাদেশের ২/৩ টি গণমাধ্যমে আমি ২০১০ ইং সালে এভারেস্ট জয় করেনি বলে মিথ্যা প্রচারনা চালাচ্ছেআমি স্পষ্ট ও দৃঢ় ভাবে বলতে চাই আল্লাহও লাখো বাংলাদেশীর অনুগ্রহে চীনের তিব্বত উত্তর রুট দিয়ে আমি এভারেস্টের চূড়ায় পোঁছায় সৌভাগ্য অর্জন করিপারিবারিক ভ্রমনে আমি দেশের বাইরে আছিঅতি শ্রীঘ্রই আমি দেশে ফিরে আমায় এভারেস্ট জয়ের সকল প্রমান গণমাধ্যম ও জাতির সামনে উপস্থাপন করবে যাতে এভারেস্ট জয়ের সত্যতা নিশ্চিত হবেআমি দেশে প্রত্যাবর্তনের আগ পর্যন্ত সকল পক্ষকে আমার চরিত্র ও সততায় কালিমা লেপন থেকে বিরত থাকার মিনতি জানাচ্ছি


মুসা ইব্রাহিম

পঞ্চম ও শেষ দফা উপজেলা নির্বাচনের ভোট গণনা চলছে



পঞ্চম ও শেষ দফা উপজেলা নির্বাচনে ৭৩টি উপজেলায় ভোটগ্রহণ শেষে চলছে গণনা। ব্যালট পেপারসহ সরঞ্জামাদি স্ব স্ব কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে প্রিজাইডিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে গণনা শুরু হয়েছে।

রোববার সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে দেশের ৩৪টি জেলার ৭৩ উপজেলায় ভোটগ্রহণ।
সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় ছিল। বিকেলের দিকে উপস্থিতি বেড়ে যায়।

তবে ভোট শুরুর ৫ ঘণ্টার মধ্যেই ব্যালট বাক্স ছিনতাই ও ভোটকেন্দ্র দখলসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনার জন্য বরগুনা টাঙ্গাইল জেলার আটটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।

স্থগিত ভোটকেন্দ্রগুলো হলো- টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বরগুনার আমতলীর সাতটি কেন্দ্র। এসব কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে প্রায় সোয়া দুই ঘণ্টার মতো ভোটগ্রহণ চলে।

এছাড়া ভোটগ্রহণকালে কেন্দ্র দখল, জাল ভোট প্রদান, এজেন্টদের বের করে দেয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ৬ জেলার ৯টি উপজেলায় নির্বাচন বর্জনের ঘোষণা দেয় আওয়ামী লীগের বিদ্রোহীসহ বিএনপি সমর্থিত প্রার্থীরা।
 
নিজ নিজ উপজেলায় সংবাদ সম্মেলন করে প্রার্থীরা সরকার সমর্থিত প্রার্থীর সমর্থক ও কর্মীদের বিরুদ্ধে ভোট কেন্দ্র দখল, জোর করে ব্যালট পেপারে সিল মারা ও এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করেন।
পরে পটুয়াখালীর কলাপাড়া, চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা, সাতক্ষীরার তালা, কলারোয়া ও দেবহাটা, ময়মনসিংহের গফরগাঁও, টাঙ্গাইলের ঘাটাইল ও নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ১৯ দলীয় ও সরকারদলীয় বিদ্রোহীরা নির্বাচন বর্জন করে।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থীর সমর্থকদের ভোটকেন্দ্র দখল ও অনিয়মের অভিযোগে বিএনপি, জাতীয়পার্টি, জামায়াত ও বিদ্রোহীসহ ১০ প্রার্থী নির্বাচন বর্জন করেন। পরে ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করলে পুলিশের লাঠিচার্জ ও রাবার বুলেট ছুড়লে গুলিবিদ্ধ ৫ জনসহ আহত হয় অন্তত সাতজন।

পঞ্চম ধাপে মোট এক কোটি ৩৮ লাখ ৯১ হাজার ৭৫১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। এর মধ্যে পুরুষ ৬৯ লাখ ৩০ হাজার ২৬৯ জন, নারী ৬৯ লাখ ৬১ হাজার ৪৮২ জন।

শেষ ধাপে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা চেয়ারম্যান পদে ১ হাজার ৫৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৬২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪১৮ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২৭৬ জন।

এ দফায় মোট ভোটকেন্দ্র ৫ হাজার ৫৩৪টি। ভোট কক্ষের সংখ্যা ৩৪ হাজার ৮৮৫টি। আচারণবিধি পর্যবেক্ষণে ব্যবস্থা নিতে ৩৬৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৯১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেয়া হয়েছে।

পঞ্চম দফার ৭৩টি উপজেলা: দিনাজপুর জেলার বিরল, পার্বতীপুর ও হাকিমপুর; নীলফামারী জেলার ডোমার; লালমনিরহাট জেলার কালীগঞ্জ; গাইবান্ধা জেলার ফুলছড়ি ও সুন্দরগঞ্জ। বগুড়া জেলার বগুড়া সদর, রাজশাহী জেলার পবা; সিরাজগঞ্জ জেলার বেলকুচি ও শাহজাদপুর।

পাবনা জেলার পাবনা সদর ও বেড়া, চূয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা ও চূয়াডাঙ্গা সদর, সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর, দেবহাটা ও তালা, বরগূনা জেলার বামনা, পাথরঘাটা, বরগুনা সদর ও আমতলী; পটুয়াখালী জেলার দশমিনা ও কলাপাড়া; টাঙ্গাইল সদর, ঘাটাইল, মির্জাপুর ও গোপালপুর। জামালপুর জেলার মাদারগঞ্জ; ময়মনসিংহ জেলার গফরগাঁও, ত্রিশাল ও নান্দাইল।

কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম ও পাকুন্দিয়া; মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী; সিরাজদিখান ও লৌহজং; গাজীপুর জেলার কালীগঞ্জও শ্রীপুর; নরসিংদী জেলার মনোহরদী, নরসিংদী সদর ও রায়পুরা; নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও, রূপগঞ্জ ও আড়াইহাজার; রাজবাড়ী জেলার গোয়ালন্দ।

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর ও তাহিরপুর; সিলেট জেলার বিয়ানিবাজার; মৌলভীবাজার জেলার জুড়ী ও রাজনগর; হবিগঞ্জ জেলার বানিয়াচং, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা, আশুগঞ্জ ও সদর; কুমিল্লা জেলার মুরাদনগর ও চান্দিনা।

ফেনী জেলার ছাগলনাইয়া; নোয়াখালী জেলার সুবর্ণচর ও হাতিয়া; লক্ষীপুর জেলার রামগতি; লক্ষীপুর সদর, রামগঞ্জ ও রায়পুর; চট্টগ্রাম জেলার সন্দ্বীপ; কক্সবাজার জেলার কক্সবাজার সদর; টেকনাফ ও উখিয়া; খগড়াছড়ি জেলার দিঘিনালা; রাঙ্গামাটি জেলার রাংগামাটি সদর, লংগদু, রাজস্থলী ও বিলাইছড়ি।

৬৪টি জেলায় থ্রিজি সেবা গ্রামীণফোনের


দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন তাদের ঘোষণা অনুসারে নির্ধারিত সময়ের আগেই সাতটি বিভাগীয় শহরসহ ৬৪টি জেলায় থ্রিজি সেবা পৌঁছে দিয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের সিইও বিবেক সুদ বলেন, "টেলিনর গ্রুপের ইতিহাসে এটাই সবচেয়ে দ্রুতগতির থ্রিজি রোলআউট এবং এটা আমাদের 'সবার জন্য ইন্টারনেট' লক্ষ্য অর্জনের গুরুত্বপূর্ণ অংশ। আমরা এখন পর্যন্ত আমাদের অর্জিত অগ্রগতিতে গর্বিত। কিন্তু আরো বেশি মানুষকে থ্রিজি ব্যবহারের সুযোগ দিতে নেটওয়ার্কের আওতা এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে।"
গ্রামীণফোন ২০১৩ সালের সেপ্টেম্বরে এক প্রতিযোগিতামূলক নিলামের মাধ্যমে দুই হাজার ১০০ মেগাহার্জ ব্যান্ডে ১০ মেগাহার্জ তরঙ্গসহ থ্রিজি লাইসেন্স পায়। এর পরই গত বছর ৯ সেপ্টেম্বর গ্রামীণফোন আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, তারা অক্টোবর মাসের মধ্যেই রাজধানী ঢাকা এবং বাণিজ্যিক নগরী চট্টগ্রামের নির্বাচিত এলাকায় থ্রিজি সেবা চালু করতে যাচ্ছে। নভেম্বরে চালু হবে গাজীপুর ও নারায়ণগঞ্জসহ ঢাকা নগরীর সম্পূর্ণ এলাকায়। দেশের সাতটি বিভাগীয় শহরে থ্রিজি সেবা চালু হবে ডিসেম্বরের শেষ দিকে। আর সারা দেশের ৬৪ জেলায় চালু হবে মার্চে।
এরপর গত বছর ৮ অক্টোবর প্রতিষ্ঠানটি বাণিজ্যিকভাবে থ্রিজি চালু করে। গত ৩১ ডিসেম্বর নাগাদ সাতটি বিভাগীয় শহরসহ বেশ কিছু জনবহুল শহর থ্রিজির আওতায় নিয়ে আসে গ্রামীণফোন। যদিও লাইসেন্সের শর্তে বলা হয়েছিল, ৯ মাসের মধ্যে বিভাগীয় শহরগুলোয় থ্রিজি চালু করতে হবে; কিন্ত তা মাত্র তিন মাসেই করা হয়। 
আর ছয় মাসের মধ্যেই সব জেলা শহরে থ্রিজি চালু হয়েছে। সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার তানভীর মোহাম্মদ বলেন, 'গ্রামীণফোন এখন দেশের বৃহত্তম ব্রডব্যান্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। আমাদের গ্রাহকদের মধ্যে প্রায় শতকরা ৪০ ভাগ এখন থ্রিজি নেটওয়ার্কের আওতায় আছে এবং বিদ্যমান থ্রিজি সক্ষম ডিভাইসের শতকরা ৮৫ ভাগ থ্রিজি নেটওয়ার্ক ব্যবহার করতে পারে।'

পুনরায় ইনজুরির কবলে মাশরাফি



মাঠ ও মাঠের বাইরে কোনোভাবেই দুঃসময়কে পাশ কাটাতে পারছে না বাংলাদেশ ক্রিকেট দল। সেজন্যই হয়তো রুবেল হোসেনের পর দল থেকে ছিটকে পড়লেন মাশরাফি বিন মর্তুজাও। গত দুই মাসের মধ্যে তৃতীয় বারের মতো ইনজুরিতে পড়লেন নড়াইল এক্সপ্রেস। রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেলার সময় চোট পান বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক।
 
নতুন এই ইনজুরি ধাক্কায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচে আবারো দল নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। কারণ মঙ্গলবার অসিদের মোকাবেলায় মাঠে নামতে পারবেন না মাশরাফি। বিসিবির কয়েকটি সূত্র থেকে এরকমটি নিশ্চিত হওয়া গেছে।
 
রোববার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলার সময়েই ডান হাঁটুতে ব্যাথা অনুভব করেছিলেন মাশরাফি। তখন সেটিকে খুব বেশি গুরুত্ব দেননি তিনি। তবে রাত বাড়ার সাথে সাথে পায়ের ফোলাটা বেড়ে ওঠে তার। ফলে শেষ পর্যন্ত হোটেল ছেড়ে বাসায় যান মাশরাফি। তারপর চিকিৎসাও নেন। এদিকে মাশরাফির বদলে ডানহাতি পেসার তাসকিন আহমেদ ও বাঁহাতি স্পিনার আরাফাত সানির কথা ভাবছে জাতীয় দলের নির্বাচকরা।

সাহসীদৃশ্যে অভিনয় করতে প্রস্তুত আলিয়া



করন জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ারে’ গ্ল্যামারস চরিত্রে অভিনয় দিয়ে বলিউডে যাত্রা শুরু মহেশ ভট্টের মেয়ে আলিয়া ভট্টের। তবে ‘হাইওয়ে’ তে তার অভিনয় দেখে মুগ্ধ সবাই।

বলিউডকে ভালোবাসেন খুব বেশি। তাই ফিল্ম ইন্ডাস্ট্রির স্বার্থে যে কোনো সাহসীদৃশ্যে অভিনয় করতে রাজি আলিয়া।

আলিয়া অভিনীত চেতন ভগতের কাহিনী অবলম্বনে তৈরি ‘টু স্টেটস’ এর মুক্তি কিছুদিনের মধ্যেই। সেখানে অর্জুন কপূরের সঙ্গে একটি চুম্বনের দৃশ্য আছে তার।

সেই দৃশ্য নিয়ে আলিয়া জানান, ছবির চিত্রনাট্যের প্রয়োজনে তিনি যে কোনো রকমের সাহসী চরিত্রেই অভিনয় করতে তৈরি।

আগামী ৫ বছর আমার এলাকার জনগণের সেবা করতে চাই : এরশাদ



জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ৫ জানুয়ারি কি রকম নির্বাচন হয়েছে- তা বলার প্রয়োজন নেই। অবস্থা দেখে মনে হচ্ছে, এ সরকার ৫ বছর ক্ষমতায় থাকবে। সে কারণে আমিও আগামী ৫ বছর আমার এলাকার জনগণের সেবা করতে চাই।



আজ রবিবার বিকালে রংপুর সদর উপজেলায় জাপা সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণাকালে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।



এরশাদ বলেন, জানি না, এটাই আমার জীবনের শেষ নির্বাচন কিনা। তবে যতদিন বেঁচে আছি- রংপুরের জনগণের সেবা করে মরতে চাই। জাতীয় পার্টির প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার মাধ্যমে আমার হাতকে আপনারা শক্তিশালী করবেন।


সদর উপজেলা জাপার সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরো বক্তব্য রাখেন- জেলা জাপার সভাপতি আবুল মাসুদ চৌধুরী নান্টু, মহানগর সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন কাদেরী প্রমুখ।

Sunday, March 30, 2014

ভোট কেন্দ্রে সংঘর্ষ : নিহত ১


পঞ্চম ধাপে ৭৩টি উপজেলা পরিষদ নির্বাচনের শুরুতে কেন্দ্র দখল ও সংঘর্ষের মধ্য দিয়ে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। আগের কয়েকটি নির্বাচনের মতো এই নির্বাচনেও সহিংসতা ও কেন্দ্র দখলের আশঙ্কা ভোটগ্রহণের শুরুতেই প্রতিফলিত হচ্ছে। এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে ভোট শুরুর আগেই বাক্স ভরে ভোট দেয়ার খবর পাওয়া গেছে। ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা সকালেই ভোট শুরুর আগেই ৪-৫টি কেন্দ্র দখল করে প্রায় ২৫০০ হাজার ভোট ব্যালট বাক্সে ভরেছে বলে জানা গেছে।


এ ছাড়া, লক্ষ্মীপুর সদরের দিঘলী ইউনিয়নের উত্তর দুর্গাপুর গ্রামে যুবলীগের একজন নেতা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। সোমবার ভোর রাতে নির্বাচন শুরু চার ঘন্টা আগে নিহত কবির হোসেনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।  তিনি দিঘলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।



কবিরকে নিজের সমর্থক বলে দাবি করেছেন আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও পৌর মেয়র আবু তাহেরপুত্র এ কে এম সালাহউদ্দিন টিপু। ভোররাত সাড়ে চারটার দিকে ভোট কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে তিনজন গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলে মারা যান কবির। এ কে এম সালাহউদ্দিন টিপু দাবি করেছেন, পোস্টার নিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের সন্ত্রাসীরা কবিরকে গুলি করে হত্যা করেছে।
এদিকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় প্রায় সব কেন্দ্র দখল, জালভোট ও বিরোধীদের এজেন্ট বের করে দেয়ার অভিযোগ এনে সরকার সমর্থিত প্রার্থীরা ছাড়া বাকী সব প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। ভোট শুরুর মাত্র এক ঘন্টার মধ্যে ওই উপজেলা নির্বাচনে বিরোধী প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দেন।



অন্যদিকে সাতক্ষীরার তালা উপজেলাও বিএনপি বিদ্রোহী প্রার্থী সরকার সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। তিনি সকাল সোয়া ৯টা নির্বাচন বর্জনের ঘোষনা দেন।  


আজ সোমবার ৭৩টি উপজেলা নির্বাচনে মোট চেয়ারম্যান পদপ্রার্থী ৩৬২ জন। ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪১৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান 
প্রার্থী ২৭৬ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা পাঁচ হাজার ৫৩৪। ভোটার এক কোটি ৩৮ লাখ ৯১ হাজার ৭৫১। পুরুষ ৬৯ লাখ ৩০ হাজার ২৬৯ ও নারী ভোটার ৬৯ লাখ ৬১ হাজার ৪৮২ জন।

বঙ্গবন্ধুকে হেয় করায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা


জিয়াউর রহমানকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং প্রথম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিয়ে বিশ্বের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হেয় প্রতিপন্ন করা হয়েছে এমন অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা দায়ের করা হয়েছে।

জননেত্রী পরিষদের সভাপতি এ.বি. সিদ্দিকীর পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট রওশন আরা শিকদার ডেইজি সোমবার মেট্রপলিটন ম্যাজিস্ট্রেট মো. শামসুল আরেফিনের আদালতে এই মামলাটি দায়ের করেছেন। মামলার শুনানি ১১টায় হওয়ার কথা রয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, গত ২৭ মার্চ ঢাকার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‘মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ অহংকার স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বীরউত্তম’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া জিয়াউর রহমানকে দেশের স্বাধীনতার ঘোষক ও দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে বক্তব্য দিয়ে বঙ্গবন্ধুকে হেয় করেছেন। 

এছাড়াও গত বছরের ২৯ ডিসেম্বর গোপালগঞ্জবাসীকে গোপালী সম্বধন করে এবং গোপালগঞ্জবাসীর নাম নিশানা মুছে দেয়ার হুমকি দিয়ে বঙ্গবন্ধুকে অপমান করা হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। মামলায় খালেদা জিয়া দিনাজপুর গার্লস হাইস্কুল থেকে মেট্রিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ও মেট্রিক পরীক্ষায় তার রোল নং ছিল- এ-৯৭২ এবং তার জন্ম তারিখ ৫/৯/১৯৪৬ ছিল বলে উল্লেখ করা হয়েছে।

দণ্ডবিধির ৪১৭/৫০০/৫০৬ ধারায় এই মামলাটি দায়ের করা হয়েছে।  মামলায় বাদিসহ মোট তিনজন সাক্ষীও রয়েছেন।

বঙ্গোপসাগরের মোহনায় মৃত তিমি


বঙ্গোপসাগরে পায়রা নদীর মোহনায় বিশাল আকৃতির একটি তিমি আটকা পড়েছে। বরগুনার তালতলী উপজেলার জয়াল ভাঙ্গা নামক স্থানে মৃত তিমিটি পাওয়া গেছে।

রোববার সকালে স্থানীয় জেলেরা এটিকে বঙ্গোপসাগরের মোহনায় দেখতে পেয়ে ট্রলারে বেঁধে তীরে নিয়ে আসে। মৃত তিমিটি দেখতে শত শত মানুষের ভিড় জমে পায়রা নদীর মোহনায়।অর্ধগলিত বিশাল আকৃতির তিমিটি প্রায় ৬০ ফুট লম্বা হবে বলে জানিয়েছেন স্থানীয় জেলে লিটন।


এ প্রসঙ্গে আমতলী উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা জগদীশ চন্দ্র শীল বাংলামেইলকে বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে নির্বাচনী কাজে বরগুনায় ব্যস্ত থাকায় ঘটনাস্থলে যেতে পারিনি।’


মৃত তিমিটি হাম্পব্যাক প্রজাতির বলে ধারণা করা হচ্ছে। এটি বড় কোনো জাহাজের সঙ্গে ধাক্কা খেয়ে মারা যেতে পারে। এর আগেও এ ধরনের বেশ কয়েকটি মৃত তিমি বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় পাওয়া যায়।  

আজ সোমবার , জেনে নিন রাশিফলে কেমন যাবে আপনার দিনটি


সোমবারের রাশিফল


মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯): আজ ভয়াবহ সমস্যার সম্মুখীন হতে চলেছেন। কাছের মানুষদের এড়িয়ে চলছেন বেশ কিছুদিন যাবত, কাজটি ভুল করছেন। কর্মক্ষেত্র আজ কর্মহীন ভূমিতে পরিণত হবে। প্রিয় মানুষ অপ্রিয় আচরণ করলে তাতে রেগে যাবেন না, কারণ এই আচরণটি বানোয়াট, আপনাকে স্রেফ রাগিয়ে দেয়ার জন্যেই কাজটি করা হবে। ভ্রমণে সুখ, ভ্রমণে শান্তি, অর্থে ব্যয়, অর্থেই উন্নতি, সবই আজ শুভ।

বৃষ (এপ্রিল ২০- মে ২০): গতরাতে যে অপূর্ব স্বপ্নটি দেখেছেন তা কিছু কিছু অর্থে আজ বাস্তবে মিলে যেতে পারে। বৈবাহিক অবস্থার পরিবর্তন হওয়াটা অস্বাভাবিকভাবে ঘটে যাবে। ব্যবসাবাণিজ্যে ক্ষয়, অতীব চালাকিতে ক্ষয়, নিজেকে ‘মুই কী হনু’ ভাবাতে ক্ষয়, আপনার অহম আজ আপনার স্থিত অবস্থানে ক্ষয়ের কারণ হবে। প্রিয় মানুষ সুরেলা হবে। অর্থের বিপরীতে অন্য কিছু এসে হাজির হবে, কোনটা নিবেন? সিদ্ধান্ত আপনার, দেখে শুনে পথ চলুন।

মিথুন (মে ২১- জুন ২০): তাড়াহুড়ো করে গণ্ডগোল পাকানো তো আপনার স্বভাব। একে বাগে আনুন। সুমিষ্ট কোনো এক অতীত বর্তমান ছুঁয়ে ভবিষ্যতের দিকে ধাবিত হবে। প্রিয় মানুষটি আজ প্রচুর ভোগাবে, অন্তহীন ভালবাসায় কাঁটা হিসেবে দাঁড়াবে নিজ পরিবার। অদূরেই সাফল্য আপনার জন্য ওঁত পেতে আছে। সাবধান হোন অপরিচিত সম্পর্কে। ভ্রমণে সুখ নেই। স্বাচ্ছন্দ্য কীসে? জিজ্ঞেস করুন নিজেকে, সাহায্য করবে গ্রহ।

কর্কট (জুন ২১- জুলাই ২২): আপনার কৃতকর্মের ফল আজ রাজভোগের মতই সুমিষ্ট হবে। বাণিজ্যে আজ রমরমা। সম্মানী পেতে যাচ্ছেন কোনো অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে। পরিবারের সঙ্গে থাকা হবে দিনের বেশিরভাগ সময়। দুশ্চিন্তায় ক্ষতি, অচিন্তায় লাভ। তাই বলে অকেজো, অলস হয়ে যাবেন না। অর্থের ফল ভোগ করবে অনর্থকারীরা। ভ্রমণে নিশ্চিত প্রশান্তি।

সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২): ভালোবাসা আজ ভালো হবে কি না বুঝবেন দিনের মধ্যভাগে। সিদ্ধান্তে অবিচল মন, তবু বলি, ভেবে দেখুন এখন এসেছে কী ক্ষণ? যেতে হবে বহুদূর, কতদূর পথের সন্ধানে ক্লান্ত? ধীরে বৎস, ধীরেই আসবে সাফল্য। কর্মক্ষেত্র আজ রণক্ষেত্রে, পরিণত হবে সুখ তীব্র অসুখে। মাথাব্যথা, শরীরে ক্ষয় জেনে রাখবেন এসব গ্রহের কারণেই হয়। দূরের পথ হবে, আরও দূর... কতদূর? জানবেন দিনের শেষে সুনিশ্চয়।

কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২): পৃথিবীতে আজ কেউ কেউ আনন্দে যাবে, কেউ দুঃখে, কেউবা কোনো কারণ ছাড়াই পৌঁছে যাবে শেষ প্রান্তে। আপনার পরিস্থিতি ঠিক তেমনি। দিনের প্রতিটা মুহূর্তে রঙ বদলাবে। স্বাদ নিবেন আনন্দ, দুঃখ এমনকি কিছুতেই কিছু যায় আসে না এমন পরিস্থিতিরও। ভালোবাসা আজ মেঘে ঢেকে যাবে। রঙ বদলে যাবে কর্মযজ্ঞের। বহিঃবিশ্বের সঙ্গে আজ সংযোগ স্থাপিত হবে। পরিবারের কলহ কর্পূরের মতো উদ্বায়ী হবে। অর্থের ভারসাম্যে দিনশেষে আপনিই লাভবান হবেন।

তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২): কোনো একটি সামাজিক ঘটনা ক্রমশ অসামাজিক হয়ে ওঠা আপনাকে গর্ত থেকে টেনে বের করে আনতে পারে। প্রেম করতে চাইছেন যার সনে, তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করুন। দেখুন, তিনি আসলেই আপনার ভালোবাসা পাওয়ার উপযুক্ত কি না। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনের কঠিন কোনো কথা শুনে বিমর্ষ হয়ে পড়তে পারে মন। অর্থযোগ শুভ।

বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১): মন যেভাবে বলছে, সেভাবেই করুন কাজ- আপনার নিজস্ব স্টাইল যতোটা কাজে আসবে, অন্য কারও অনুসরণ করে হবে না ততোটা সিদ্ধিলাভ। ভালোবাসার মানুষকে চিঠি লিখুন। মুখের কথার চেয়ে বর্ণমালায় লেখা অনেক শক্তিমত্ত হবে আজ। কর্মক্ষেত্রে একজন নির্ভরযোগ্য কর্মী হিসেবে নতুন করে আবার পরিচিত হবেন। অর্থের পেছনে না দৌড়ে শান্ত হয়ে পারিবারিক সম্পর্কে নজর দিন, আজ অর্থযোগ নেই।

ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): আপনি সৃজনশীল হয়ে থাকলে দারুণ ব্যস্ততা পেয়ে বসতে পারে আপনাকে। আজ আপনার চেয়ে মেধাবী কারও সঙ্গে পরিচয় হতে পারে, যার সঙ্গে ভবিষ্যৎ প্রেমযোগ আছে। কর্মক্ষেত্রে কারও সঙ্গে কৌতুক করার লোভকে সংবরণ করুন। অর্থযোগ শুভ।

মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): মকর যদি থাকেন আজ ঘরে, তবে মধুর কোনো ঘটনা ঘটতে পারে। মকর যদি বিবাহিত হন, তবে দারুণ কাটবে আজ সন্ধ্যাটি। মকর যদি হোন নব্য প্রেমিক কিংবা প্রেমিকা, তবে পেতে পারেন চারকোণা বাক্সে কোনো উপহার, ভালোবাসার মানুষটির কাছ থেকে। আপনার প্রতিদ্বন্দ্বী কর্মক্ষেত্রে আপনাকে দুর্বল করে দেয়ার জন্যে হতাশাব্যঞ্জক কথার ফুলঝুরি ছোটাতে পারেন কানের পাশে। অর্থযোগ মধ্যম, ধার দেয়া টাকা ফিরে পেতে পারেন।  

কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): বিগত কয়েকদিনে আপনার মানসিক এবং আত্মিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, আজও তার ধারাবাহিকতা বজায় থাকবে। ভালোবাসার মানুষটি আজ হতে পারে অনুপ্রেরণার অনিঃশেষ উৎস। কর্মক্ষেত্রে আপনার ত্বরিৎ বুদ্ধিমত্তা একসঙ্গে বেশ ক’জন শত্রুভাবাপন্ন সহকর্মীকে বন্ধুতে পরিণত করবে। অর্থযোগ নেই।

মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): আপনি জলের নিচে লুকিয়ে থাকছেন। জল ফুঁড়ে বেরিয়ে আসুন। তারপর জলের নিচে কী দেখেছেন, তা শিল্পে ফুটিয়ে তুলুন। আজকের জন্যে এটাই আপনার কাজ। প্রেম ভরা মন নিয়ে চলেছেন একা? পেতে পারেন দুঃখী কোনো মীনেরই দেখা। করে নিন সাথী। কর্মক্ষেত্রে সৃজনশীলতা আজ খুব একটা মূল্য পাবে না (তাতে কিছু আসে যায় না)। পারিবারিক কারণে অর্থব্যয় হতে পারে।

৭৩ উপজেলায় ভোটগ্রহণ আগামীকাল


ডেস্ক রিপোর্ট -
উপজেলা নির্বাচনের প্রথম দফায় অনেকটা শান্তিপূর্ণ ভোটের পর ধাপে ধাপে সহিংসতা বাড়ার প্রেক্ষাপটে একই ধরনের শঙ্কা নিয়ে সোমবার পঞ্চম পর্বে ৩৪ জেলার ৭৩টি উপজেলার ভোটাররা ভোটকেন্দ্রে যাবেন
পঞ্চম পর্বে ৩৫ জেলার ৭৪ উপজেলায় ভোট কথা ছিলকিন্তু আদালতের আদেশের কারণে ঠাকুরগাঁও সদর উপজেলার ভোট স্থগিত করে নির্বাচন কমিশন
শনিবার মধ্যরাতে প্রচার শেষে এসব উপজেলার ১ কোটি ৩৮ লাখ ৯১ হাজার ৭৫১ ভোটারের জন্য ৫ হাজার ৫৩৪টি ভোটকেন্দ্র প্রস্তুত বলে জানিয়েছে ইসি
আগের চার পর্বে সহিংসতা ধীরে ধীরে বাড়তে থাকায় ভোটারদের শঙ্কা ভর করলেও নির্বাচন কমিশনের আশা পঞ্চম ধাপের ভোট শান্তিপূর্ণ হবে; যদিও বিএনপি ব্যাপক কারচুপির আশঙ্কা প্রকাশ করেছে
উপজেলা নির্বাচনে সহিংসতার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগসহ সব দলের নিজেদের সমর্থিত প্রার্থীদের বিজয়ের জন্য মরিয়া হয়ে ওঠাকে দায়ী করেছে আবদুল মোবারক
মানুষ অনেক বেশি ডেসপারেট হয়ে গেছেএত ঠিক নয়আমি এখনো অনুরোধ করব, আপনারা নিজ দলের সমর্থকদের সহিংসতা থেকে বিরত থাকতে বলুন
আগের ধাপগুলোর মতো এবারও ভোট শান্তিপূর্ণ করতে কমিশনের পক্ষ থেকে ইতোমধ্যে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছেআইনশৃঙ্খলা রক্ষায় বরাবরের মতো মাঠে রয়েছেন সশস্ত্র ও অন্যান্য বাহিনীর সদস্যরা
বিএনপি ও সমমনা দলগুলোর বয়কটের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের পর গুরুত্বপূর্ণ হয়ে ওঠা স্থানীয় সরকারের এ নির্বাচনের তৃতীয় পর্ব থেকে দেশে নেই সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ
তার যুক্তরাষ্ট্র সফর নিয়ে সমালোচনার মধ্যে চতুর্থ ধাপের ভোটের সময় তিনি বিশেষ নির্দেশনাও দিয়েছিলেনএরপর ভোট তদারকির দায়িত্বে থাকা নির্বাচন কমিশনার আবদুল মোবারক সহিংসতা রোধে কঠোর হওয়ার হুঁশিয়ারিও দেন
তারপর সবশেষ ধাপে সহিংসতার মাত্রা ছিল আগের তিন ধাপের চেয়ে বেশি২৩ মার্চের ওই ভোটে সংঘাততে মুন্সীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ঝালকাঠীতে চারজন নিহত হনএছাড়া কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই ও বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা তো ছিলই
প্রথম থেকে তিন পর্ব পর্যন্ত চেয়ারম্যান প্রার্থীর জয়ের হিসাবে বিএনপি এগিয়ে থাকলেও চতুর্থ পর্বে এসে তাদের ছাড়িয়ে যায় ক্ষমতাসীন আওয়ামী লীগতবে জোটের হিসাবে এগিয়ে আছে বিএনপি 
ছয় পর্বের মধ্যে চার পর্ব মিলিয়ে পৌনে চারশ উপজেলার মধ্যে আওয়ামী লীগের চেয়ারম্যানের সংখ্যা ১৭৭ জনবিএনপির চেয়ারম্যানের সংখ্যা ১৫০ জনতবে জামায়াতে ইসলামী ও এলডিপি মিলিয়ে ১৯ দলের চেয়ারম্যানের সংখ্যা ১৮৩ জন
এছাড়া জাতীয় পার্টি ৩, জেএসএস ৬, ইউপিডিএফ ৩, নির্দলীয় ৫ উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছে
পঞ্চম ধাপের ভোট তথ্য
এ ধাপের ৭৩ উপজেলায় ১ কোটি ৩৮ লাখ ৯১ হাজার ৭৫১ জন ভোটার রয়েছেএর মধ্যে পুরুষ ভোটার ৬৯ লাখ ৩০ হাজার ২৬৯ জন, নারী ৬৯ লাখ ৬১ হাজার ৪৮২ জন
মোট ৫ হাজার ৫৩৪টি ভোটকেন্দ্রে ভোট কক্ষের সংখ্যা ৩৪ হাজার ৮৮৫টি
এ পর্বে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী চেয়ারম্যান পদে ১ হাজার ৫৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন
এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৬২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪১৮ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২৭৬ জন
এ দফায় আচরণবিধি লঙ্ঘন করলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ৩৬০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৯০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেয়া হয়েছে
দেশের ৪৮৭ উপজেলার মধ্যে প্রথম ধাপে ১৯ ফেব্রুয়ারি ৯৭ উপজেলা, দ্বিতীয় ধাপে ২৭ ফেব্রুয়ারি ১১৫ উপজেলা, তৃতীয় ধাপে ৮১ উপজেলায়  ১৫ মার্চ ও চতুর্ধ ধাপে ৮১ উপজেলায় ২৩ মার্চ ভোট হয়বাকি কিছু উপজেলায় মে মাসে ভোট হবে শেষ ধাপে



বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে চার্জ গঠন



বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দুটি মামলায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে চার্জ গঠন করার প্রতিবাদে জাতীয়তবাদাী আইনজী ফোরাম দেশের সকল বারে ১ এপ্রিল পতাকা মিছিল ও ৩ এপ্রিল প্রতীকী অনশন কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছে।



রোববার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসুচি ঘোষণা করা হয়।



সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসরাম মিয়া। এ সময় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ বিএনপিপন্থী আইনজীবীরা উপস্থিত ছিলেন।



রফিকুল ইসলাম মিয়া বলেন, গত ১৯ মার্চ জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল মামলায় যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া বেগম খালেদা জিয়াসহ তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ঢাকার ৩ নম্বর আদালতের বিচারক বাসুদেব রায়।



নিজ কক্ষে বসে এভাবে অভিযোগ গঠন করা আইন সংঘত নয় উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনা নজিরবিহীন। বিচার বিভাগ ধ্বংসের ষড়যন্ত্র।


তিনি বিচারক বাসুদেব রায়ের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করেন।