Wednesday, February 12, 2014

আলজেরিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ১০২ জনের মর্মান্তিক মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক - আলজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় পার্বত্য এলাকায় সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্তের ঘটনায় ১০২ আরোহী প্রাণ হারিয়েছেন
মর্মান্তিক এ দুর্ঘটনায় মাত্র ১ জন বেঁচে গেছেনতবে তার অবস্থাও সঙ্কটাপন্ন বলে প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছেস্থানীয় হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছেওই অঞ্চলের নিরাপত্তা ও জরুরি বিভাগের কর্মকর্তারা এ তথ্য দিয়েছেনসি-১৩০ হার্কিউলিস বিমানটি ওউম এল বুয়াগি অঞ্চলে বিধ্বস্ত হয় 

বিমানটিতে সেনা সদস্য ও তাদের পরিবারবর্গসহ মোট ৯৯ জন যাত্রী ও ৪ ক্রু ছিলেনএ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি

ইমার্জেন্সি সার্ভিসের কর্মকর্তা কর্নেল ফরিদ নেচাদ বিস্তারিত কোন তথ্য না দিয়ে বলেছেন, আমরা একজন জীবিত ব্যক্তিকে উদ্ধার করেছি ও তদন্ত অব্যাহত রয়েছেবেঁচে যাওয়া ওই ব্যক্তি তরুণ সেনা সদস্য বলে জানা গেছে

দুর্ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ৭১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনিবিমানটি গ্যারিসন শহরতলি তামানরাসেত থেকে কনস্ট্যানটাইন শহরে যাচ্ছিলরাজধানী আলজিয়ার্স থেকে ৩২০ কিলোমিটার পূর্বে অবস্থিত এ অঞ্চলটি 

বিমানটি অবতরণ করার সময় সময় হঠাৎ বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়
এরপরই একটি পাহাড়ে আছড়ে পড়ে বিমানটিপ্রাথমিক রিপোর্টে বলা হচ্ছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই বিমানটি দুর্ঘটনায় পড়েএ সময় ভারি তুষারপাতসহ দমকা বাতাস বয়ে যাচ্ছিল

No comments:

Post a Comment