Wednesday, February 12, 2014

ঘাটাইলে মর্টার শেল বিস্ফোরণে ৫ জন নিহত


স্টাফ রিপোর্টার - টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনা নিবাসের ফায়ারিং রেঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রশিক্ষণ চলাকালে মর্টাল শেল বিস্ফোরণে দুই সেনা সদস্য ও তিন বিজিবি সদস্য নিহত হয়েছেন।  এ ছাড়া এ ঘটনায় একজন সেনা কর্মকর্তাসহ ১১ জন আহত হয়েছেননিহত দুই সেনা কর্মকর্তা সেখানে তত্ত্বাবধায়কের দ্বায়িত্বে ছিলেন বলে সেনা সদর সূত্র থেকে জানা গেছেআজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে 

আহতদের হেলিকপ্টারযোগে ঢাকার সিএসএইচ হাসপাতালে আনা হয়েছেনিহত বিজিবি সদস্যরা হলেন মোহাম্মদ আলী, আবু সুফিয়ান ও আনোয়ার হোসেন পলাশ এবং আহত সেনা কর্মকর্তার নাম মেজর ফরহাদ বলে জানা গেছে


ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কবির দুর্ঘটনায় হতাহতের খবর নিশ্চিত করে জানান, সেনা নিবাসের ফায়ারিং রেঞ্জের মাদারচালা এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিজিবির প্রশিক্ষণ চলছিল


দুপুর ১২টার দিকে একটি মর্টাল শেল বিস্ফোরিত হয়এতে দুজন সেনা সদস্য ও তিনজন বিজিবি সদস্য নিহত হয়েছেনএই ঘটনায় আরো কয়েকজন আহত হনখবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই হতাহতদের সেখান থেকে নিয়ে যায় সেনাবাহিনীর সদস্যরা


টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) আবু হাসানাত জানান, বিজিবির প্রশিক্ষণের সময় ৮২ মিলিমিটার মর্টাল শেল বিস্ফোরণে দুই সেনা ও তিন বিজিবি সদস্য নিহত ও ১০ জন আহত হয়েছেনআহতদের হেলিকপ্টারযোগে ঢাকায় পাঠানো হয়েছেতবে আহতদের মধ্যে কতজন সেনা ও কতজন বিজিবি সদস্য রয়েছেন তা তিনি নিশ্চিত করতে পারেননি

No comments:

Post a Comment