Saturday, June 28, 2014

অনলাইন ডেটিংয়ের দুনিয়ায় নতুনদের জন্য ৫ পরামর্শ



প্রযুক্তির কল্যাণে ডেটিং এখন ডিজিটাল হয়ে গেছেভার্চুয়াল জগতে বাস করেন আপনার প্রেমিকাতাই এ দুনিয়য়া যারা নতুন এসেছেন তাদের কিছু পরামর্শ প্রয়োজনএখানে বিশেষজ্ঞের পাঁচটি পরামর্শ দেওয়া হলো নতুনদের জন্য
১. ছবি দেখে মজে যাবেন না : অনলাইন ডেটিংয়ে মানুষের ছবি তার ব্যক্তিত্ব প্রকাশ করে নাআর অধিকাংশ ক্ষেত্রে বহু মানুষের ভুয়া ছবি ব্যবহারের প্রবণতা দেখা যায়ছবি দেখে কথোপকথন শুরু করা গেলেও তার প্রেমে পড়ে যাবেন না
২. অন্যের বড় বড় কথা এড়িয়ে যান : জরিপে দেখা গেছে, চ্যাটিংয়ের সময় অন্যের বড় বড় কথায় ভুলে যাবেন নাবেশিরভাগ ক্ষেত্রেই সব কিছু মিথ্যা বলে ধরে নিতে হবে'আমার সেন্স অব হিউমার দারুণ'- এমন কথায় কান দিবেন নাতবে সব সময় সবকিছু মিথ্যা হয় নাকিন্তু সহজেই সত্য বলে ধরে নেওয়া যাবে না
৩. নিজের চাওয়া-পাওয়ার বিষয়ে পরিষ্কার থাকুন : প্রেমিক বা প্রমিকার খোঁজে যদি অনলাইন ডেটিংয়ে বসেন, তবে নিজের পছন্দ ও চাহিদার বিষয়ে সচেতন ও পরিষ্কার থাকুননিরাশ হবেন না এবং একই সঙ্গে যেকোনো মানুষের কাছ থেকে কিছু আশা করবেন না
৪. অন্যকে জানতে সময় নিন : যার সঙ্গে ভাব হয়েছে তাকে ভালোমতো বুঝতে সময় ব্যয় করুনহতেও পারে তিনি আপনার ভবিষ্যতের সঙ্গে জুড়ে যাবেনতাই সাবধাণতার সঙ্গে অনলাইন ডেটিংয়ে অবস্থান করুন
৫. প্রথম ডেটিংয়ের তথ্যগুলো পাবলিক করে রাখুন : নতুন পরিচিত কারো সঙ্গে যখন দেখা করার পরিস্থিতি হবে তখন মনে রাখবেন, আপনি একজন আগন্তুকের সঙ্গে দেখা করতে যাচ্ছেনতাই দেখা করতে যাওয়ার আগে অবশ্যই তথ্যগুলো অপশনে গিয়ে 'পাবলিক' করে রাখুনএতে বেশ নিরাপত্তা বোধ করবেনযার সঙ্গে দেখা করতে যাচ্ছেন তার এলাকায় যাবেন নাঅন্তত একজন বন্ধু যেনো জানে যে আপনি সাক্ষাৎ করতে যাচ্ছেনসূত্র : হিন্দুস্তান টাইমস 

No comments:

Post a Comment