Friday, June 27, 2014

কেনো নিজের দুর্বলতাগুলো ঠিক করতে সময় ব্যয় করা উচিত নয়?

সব মানুষই নিখুঁত হতে চানসবাই চান তার দুর্বলতাগুলো জয় করে নিতেনিজের ভেতরের সমস্যাগুলো চোখে পড়লে তা নিয়ে ব্যস্ততা বেড়ে যায় আমাদেরঅন্যদের কাছে পরামর্শ চাইতে গেলে সবাই এই দুর্বলতাগুলো দূর করতে নানা উপদেশ ও পরামর্শ দেবেনআর নিজের দুর্বলতাগুলো জয় করতে গিয়েই পরিস্থিতি আরো খারাপের দিকে চলে যায়এতে কাজের কাজ কিছুই হয় নাবরং সেগুলো নিয়ে কাজ করতে সময় চলে যায় এবং সবকিছু আগের মতোই থাকে
মানুষ তার নিজের ভালো দিকগুলো আরো ফুটিয়ে তুলতে এবং তাকে আরো ভালোর পর্যায়ে নিয়ে যেতে চেষ্টায় থাকেএর মধ্যে নিজের কোনো দুর্বলতা চোখে পড়লে এবং তা নিয়ে পড়ে থাকলে অবস্থা আরো খারাপ হবেভালো বিষয়টিকে নিয়ে আরো ভালো কিছু করার ধ্যানে থাকলে বরং পরিস্থিতি আরো ভালো হবেএর পেছনে তিনটি কারণ তুলে ধরা হলো
১. আমরা সবাই এক প্রতিযোগিতামূলক বাজারে কাজ করছিএখানে সব সময় মনে রাখতে হবে, আপনি প্রতিনিয়ত অন্য ১০ জনের সঙ্গে প্রতিযোগিতা করছেনএখানে নিজের দুর্বলতা নিয়ে সময় কাটালে তা আরো বড় হয়ে দেখা দেবে
২. যে কাজে দুর্বল সে কাজটি নিয়ে পড়ে থাকলে আপনার মধ্যে হতাশা দেখা দেবেতাই কিছু গড়ে তুলতে এমন অবস্থা বাধা সৃষ্টি করবে
৩. আপনার কাছে উৎস অনেক কমএগুলো নিয়েই সর্বোচ্চ উৎপাদনশীল হতে হবে আপনাকেতাই যে সময় পান সে সময়ে নিজের যোগ্যতাকে আরো যোগ্যতর করে তোলার চেষ্টা করুনসূত্র : বিজনেস ইনসাইডার 

No comments:

Post a Comment