Friday, June 27, 2014

সোয়ারেসের শাস্তি বাড়াবাড়ি : কিয়েল্লিনি

ইটালির রক্ষণভাগের খেলোয়াড় জর্জো কিয়েল্লিনি বলেছেন, তাকে কামড়ানোর জন্যে লুইস সোয়ারেসকে যে শাস্তি দেওয়া হয়েছে সেটা বাড়াবাড়ি রকমের
উরুগুয়ের সাথে ম্যাচের সময় সোয়ারেস ইটালিরই কিয়েল্লিনির কাঁধে কামড়ে দিলে তাকে ফুটবল থেকে চার মাসের জন্যে নিষিদ্ধ
আন্তর্জাতিক ফুটবলের পরিচালনাকারী সংস্থা ফিফার এই সিদ্ধান্তের কারণে সোয়ারেজ এই বিশ্বকাপের বাকি ম্যাচতো বটেই আগামী ৯টি আন্তর্জাতিক ম্যাচেও তিনি খেলতে পারছেন না
সোয়ারেসের শাস্তি ঘোষণা করার একদিন পর কিয়েল্লিনি বলেছেন, এতে তিনি নিজেকে জয়ী বলেও মনে করছেন না
তিনি বলেন, সোয়ারেজের বিরুদ্ধে তার ক্রোধ বা প্রতিশোধেরও কোনো অনুভূতি হচ্ছে না
উরুগুয়ের সাথে ওই ম্যাচে ইটালি ১ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে
কিংবদন্তীসম ফুটবলার আর্জেন্টিনার দিয়েগো ম্যারাডোনাও সোয়ারেজের এই শাস্তিকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন
বিশ্বকাপের নক-আউট পর্বে উরুগুয়েকে মাঠে নামতে হবে তাদের দলের তারকা খেলোয়াড়কে বাদ দিয়েবিশ্বকাপের নকআউট রাউন্ডে শনিবার উরুগুয়ে খেলবে কলম্বিয়ার সঙ্গেকামড়ানোর জন্যে সোয়ারেসকে আগেও শাস্তি পেতে হয়েছে
উরুগুয়ে বিশ্বের সবচেয়ে ভাল দলগুলোর একটি
ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার তদন্তে সোয়ারেসের দোষ প্রমাণিত হওয়ার পর তাকে এক লক্ষ ডলারের বেশি জরিমানা করা হয়েছে
সোয়ারেস- যিনি ইংল্যান্ডের লিভারপুল ক্লাবের হয়ে খেলেন- এই নিষেধাজ্ঞার ফলে তিনি প্রিমিয়ার লিগ মৌসুমের খেলাগুলো থেকেও বাদ পড়বেনআগামী বছরের কোপা আমেরিকা টুর্নামেন্ট থেকেও তাকে নিষিদ্ধ করা হয়েছেউরুগুয়ে এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনদিনের মধ্যে আপিল করতে পারবেসোয়ারেস এই নিয়ে তৃতীয়বার প্রতিপক্ষের খেলোয়াড়কে কামড়ানোর দায়ে দোষী সাব্যস্ত হলেন
২০১৩ সালে প্রিমিয়ার লিগ ম্যাচের সময় চেলসির ব্রানিস্‌লাফ ইভানোভিচকে কামড়ানোর দায়ে তাকে দশটি ম্যাচ খেলা থেকে নিষিদ্ধ করা হয়এরপর ২০১০ সালে আইন্ডহোভেনের একজন খেলোয়াড়কে কামড়ানোর জন্য সোয়ারেসকে সাতটি ম্যাচ থেকে নিষিদ্ধ করা হয়
সূত্র : বিবিসি বাংলা 

No comments:

Post a Comment