Friday, June 27, 2014

মেক্সিকোর বিপক্ষে ভুল করার কোন সুযোগ নেই : পার্সি

নেদারল্যান্ড অধিনায়ক রবিন ফন পার্সি বলেছেন, বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর বিপক্ষে তার দলের ভুল করার কোন সুযোগ নেইভারতীয় পত্রিকা টাইমস অব ইন্ডিয়াকে তিনি এ কথা বলেন
প্রথম রাউন্ডে তিন ম্যাচেই জয় লাভ করে 'বি' গ্রুপের শীর্ষ দল হিসেবে শেষ ১৬তে মেক্সিকোর মোকাবেলা করবে লুইস ভ্যান গালের শিষ্যরাক্যামেরুন ও ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় এবং স্বাগতিক ব্রাজিলের সঙ্গে ড্র করে সাত পয়েন্ট অর্জন করে নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করে মেক্সিকো
মেক্সিকো কঠিন প্রতিপক্ষ স্বীকার করে কমলা জার্সির অধিনায়ক বলেন, আগামী রবিবার দক্ষিণ আমেরিকার দলটির বিপক্ষে কোন প্রকার ভুল তার দল হজম করতে পারবে নাএটা এখন নকআউট পর্বের খেলাতারা সত্যিকারভাবেই ভাল খেলেছে এবং তাদের গ্রুপে অপরাজিত থেকেছেএমনকি স্বাগতিক দল তাদের বিপক্ষে কোন গোল করতে পারেনি, যা তাদের সক্ষমতার প্রমাণ দেয়
পার্সি বলেন, তারা খেলবে নিজেদের চেনা কন্ডিশনেআমাদের আরো বেশি সজাগ এবং যে কোন অবস্থা মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবেএ ম্যাচে কোন প্রকার ভুল করার কোন সুযোগ নেইনিজেদের ভুলগুলো আমাদের শোধরাতে হবে এবং প্রতিপক্ষের ভুলগুলো কাজে লাগানোর চেষ্টা করতে হবেএ সময় আমরা আর কিছু ভাবতে চাই নাকেবলমাত্র সামনের ম্যাচটির প্রতি মনোযোগী হতে চাই এবং আমাদের সেরা খেলাটা খেলতে চাই
৩০ বছর বয়সী এ তারকা খেলোয়াড় বলেন, গ্রুপ পর্যায়ে দলের পারফরমেন্সে তিনি সন্তুষ্টবিশেষ করে চ্যাম্পিয়ন স্পেনকে ৫-১ গোলে পরাজিত করা ম্যাচেতবে এটা ২০১০ বিশ্বকাপ ফাইনালের প্রতিশোধ নয়তিনি আরো বলেন, এ পর্যন্ত প্রথম পর্বে দলের পারফরমেন্সে সত্যিই আমি সন্তুষ্টগ্রুপ পর্বে তিন ম্যাচের সবকটিতেই আমরা জয় পেয়েছি এবং আপনি যখন জানবেন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনসহ ডেথ গ্রুপে ছিলাম তখন স্বাভাবিকভাবেই আপনার ওপড় অনেক বেশি চাপ থাকবে
রবিন ফন পার্সি বলেন, ২০১০ বিশ্বকাপ ফাইনালে দিনটি ছিল তাদের এবং ০-১ গোলে পিছিয়ে পড়ার পরও তাদেরকে ৫-১ গোলে হারানো দিনটি ছিল আমাদেরবর্তমান চ্যাম্পিয়নদের বিরুদ্ধে এমন পারফরমেন্স ছিল আনন্দদায়ক, এতটুকুই
দুটি কার্ড পাওয়ার পর চিলির বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া ম্যাচটি মিস করা তার নিজের জন্য বেশ হতাশার ছিল বলেও স্বীকার করেন এই ফরোয়ার্ড তারকাএ ফরোয়ার্ড তারকা বলেন, আমি নিজেকে কিছুতেই মানিয়ে নিতে পারছিলাম নাসে ম্যাচটি খেলার জন্য আমি খুবই উদগ্রীব ছিলামআমরা শুরুটা বেশ ভাল করেছিলাম, দুই ম্যাচেই জয় পেয়েছিদলের প্রয়োজনের সময় আমি নিজে গোল পেয়েছি এবং এরপর সত্যিকারার্থেই ভাল খেলা চিলির বিপক্ষে আমি খেলতে পারলাম না। 

No comments:

Post a Comment