Friday, June 27, 2014

গুগলের নতুন প্রযুক্তি : গাড়িতেও অ্যান্ড্রয়েডের মজা

এবার আপনার গাড়িতেও অ্যান্ড্রয়েডের ম্যাজিক আনতে চলেছে গুগলঅ্যান্ড্রয়েড অটো নামের এই প্রযুক্তি এই বছরেই শেষেই বাজারে চলে আসছে
গাড়িতে অ্যান্ড্রয়েড প্রযুক্তি থাকলে আপনার গাড়ি চড়ার মজাই চতুর্গুণ বেড়ে যাবেআপনার অ্যান্ড্রয়েড ফোনকে গাড়ির সঙ্গে যুক্ত করলেই কেল্লা ফতেআপনার গাড়ির স্ক্রিনে ফুটে উঠবে অ্যান্ড্রয়েডের সমস্ত সুবিধাআপনার ফোন থেকে গান শুনতে পারবেনফোন অপারেট না করেই গাড়ি চালাতে চালাতে অনেক সুরক্ষিতভাবে মেসেজ পড়তে ও পাঠাতে পারবেনগুগল ম্যাপের সুবিধাও পাবেন এতেগাড়িতে বসে বসেই শুধু একটা স্ক্রিনেই পেয়ে যাবেন দিক নির্ণয় ও ট্রাফিকের সমস্ত আপডেটঅ্যান্ড্রয়েড অটো সম্পূর্ণভাবে আপনার কণ্ঠস্বরের নির্দেশ মেনে কাজ করতে স্বক্ষমফলে স্টিয়ারিং হুইল থেকে হাত না সরিয়ে আপনার প্রয়োজনীয় কাজের সমাধান হয়ে যাবে
অ্যাকুরা, ফোর্ড, অডি, শেভরোলে- এর মতো বড় বড় গাড়ি কম্পানিগুলি ইতিমধ্যেই তাদের নির্মিত গাড়িতে অ্যান্ড্রয়েড অটোর সুবিধা আনতে চলেছে
সূত্র : জিনিউজ 

No comments:

Post a Comment