Friday, June 27, 2014

কুমিরের দেহের কাঁটায় আটকে তিন ঘণ্টা ভেসে রইলেন নারী

শিকার পেয়েও না খেয়ে রইলো কুমিরউল্টে শিকারকে জড়িয়ে ভেসে আছে সেই বিশাল কুমিরশুক্রবারের মেঘলা সকালে এই ঘটনায় ভারতের ছোটমোল্লাখালির স্থির জীবনে আছড়ে পড়ল চাঞ্চল্যের ঢেউ
নদীর জল স্থির  দূর থেকে তাদের কোনও নড়নচড়ন দেখা যাচ্ছিল নাস্হানীয়রা তো বটেই বিস্মিত বন দপ্তরওকুমির অথবা নারী, কেউ জীবিত কি না তাও প্রথমে বোঝা যাচ্ছিল নান্যাশনাল জিওগ্রাফি কিংবা অ্যানিম্যাল প্ল্যানেটে এমন দৃশ্য হরবখত দেখা যায়কিন্তু সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে কুমির ও মানুষের সহাবস্হানের ছবি দেখেননি কেউপরে অবশ্য জানা গেল কুমিরটি জীবিত এবং তার লেজের ঝাপটায় নারী অনেক আগেই মারা গিয়েছেন
এদিন কোস্টাল থানা এলাকার ছোটমোল্লাখালির বাসিন্দা এক দম্পতি নদীতে বাগদার মীন ধরতে নেমেছিলেনশ্যামাপদ মণ্ডল ও তাঁর স্ত্রী রম্ভা রাত আড়াইটে নাগাদ নদীতে নামেনতিনটে নাগাদ রম্ভাকে কুমির টেনে নিয়ে যায়শ্যামাপদবাবু গ্রাম থেকে লোক জড়ো করে এনেও কিছু করতে পারেননিরাতভর নদির পাড়েই অপেক্ষাসকাল ছ'টা নাগাদ ওই নারীকে জড়িয়ে ধরে ভেসে থাকতে দেখা যায় একটি কুমিরকে  দূর থেকেও চেনা যাচিছল রম্ভাদেবীকেপরনের শাড়িটি না থাকলেও অন্য পোশাকগুলি ছিলদেহ ছিল অবিকৃতঅবাক হয়ে সবাই সেই দৃশ্য দেখছিলেনখবর দেওয়া হয় বনদফতরেআধিকারিক ও কর্মীদের চেষ্টায় কুমিরটিকে তাড়িয়ে দেহ উার হয়বনকর্মীদের অভিজ্ঞতা বলছে অনেক আগেই মারা গিয়েছেন রম্ভাদেবী
কুমিরটি নারীর শরীর ভক্ষণ না করে রক্ষা করছিল কেন তা নিয়ে সবাই বিস্মিতএমন ঘটনা আগে ঘটেছে কি না তা মনে করতে পারছেন না বন আধিকারিকরাপ্রাথমিকভাবে তাঁদের অনুমান, কুমিরটির পেট হয়তো ভরা ছিলপরে খাবে তাই হয়তো দেহটিকে সে রক্ষা করছিলকুমিরের দেহের নিচে লেপ্টে ছিল নারীর দেহতা কীভাবে সম্ভব? বনকর্মীদের অনুমান কুমিরের দেহের কাঁটায় হয়তো আটকে ছিল রম্ভাদেবীর দেহ
সূত্র : সংবাদ প্রতিদিন 

No comments:

Post a Comment