Friday, June 27, 2014

রাশিয়ার সঙ্গে ড্র করে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে আলজেরিয়া

রাশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছে প্রতিযোগিতার একমাত্র আরব দেশটি২৮ বছর পর বিশ্বকাপে গোল করা আলজেরিয়া গত ম্যাচেই ৩২ বছরের জয়ের খরা কাটায়
শুরুতেই গোল করে রাশিয়াকে এগিয়ে নিয়েছিলেন আলেক্সান্দার কোকোরিনদ্বিতীয়ার্ধে ইসলাম স্লিমানির গোলে সমতা ফেরায় দলটিস্লিমানির গোলেই নতুন উচ্চতায় পৌঁছায় আলজেরিয়ার ফুটবল
জয় না পাওয়ায় এক যুগ পর বিশ্বকাপে আসা রাশিয়া বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে
'এইচ' গ্রুপের অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়েছে বেলজিয়ামতিন জয়ে নয় পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হিসেবেই দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছে দলটি৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় সেরা দল হিসেবে তাদের সঙ্গী আলজেরিয়া
দ্বিতীয় রাউন্ডে বেলজিয়ামের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রআলজেরিয়া খেলবে জার্মানির বিপক্ষেবৃহস্পতিবার কুরিচিবার আরেনা দা বাইশাদায় মাত্র ষষ্ঠ মিনিটে এগিয়ে গিয়েছিল রাশিয়াবাঁ দিক থেকে দিমিত্রি কমবারভের ক্রসে ১২ গজ দূর থেকে কোকোরিনের জোরালো হেডে এগিয়ে যায় রাশিয়া২৬তম মিনিটে ব্যবধান বাড়ানোর চমৎকার সুযোগ পেয়েছিল রাশিয়া৩০ গজ দূর থেকে ওলেগ শাতোভের তীব্র গতির শট গোলরক্ষক রাইসকে পরাস্ত করলেও অল্পের জন্য লক্ষ্যে থাকেনিদ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই সহজ একটি সুযোগ হাতছাড়া হলে আবারো হতাশায় পুড়তে হয় ইউরোপের দলটিকেকোকোরিনের সঙ্গে ওয়ান-টু খেলে ডি বক্সে ঢুকে পড়েছিলেন সামেদভকিন্তু ডান দিকে সরাসরি গোলরক্ষকের দিকে মেরে সুযোগটি নষ্ট করেন তিনি
৬০তম মিনিটে সমতা ফেরায় আলজেরিয়াব্রাহিমির কর্নার থেকে রাশিয়ার জাল খুঁজে নেন স্লিমানিএগিয়ে এসে রোখার চেষ্টা করেছিলেন আকেনফিভকিন্তু ব্যর্থ হন, ফাঁকা জালে বল পাঠাতে কোনো সমস্যা হয়নি স্লিমানির
দশ মিনিট পর রাশিয়ার একটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন আলজেরিয়ার গোলরক্ষকসামেদভের কাছ থেকে ডি বক্সে বল পেয়েছিলেন কেরজাকভসুবিধা জনক অবস্থানে থেকেও রাইসকে পরাস্ত করতে পারেননি তিনি
নব্বইতম মিনিটে চমৎকার একটি সুযোগ পেয়েছিল রাশিয়াকিন্তু সামেদভের কর্নার থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি কোজলভ। 

No comments:

Post a Comment