Friday, June 27, 2014

যে সাতটি কারণে প্রসাধনীতে অতিরিক্ত ব্যয় করা উচিত নয়

ত্বক পরিচর্যায় বহু প্রসাধনী পণ্যই আজকাল পাওয়া যায়আর এসব পণ্যের তালিকায় যোগ হচ্ছে নিত্যনতুন নানা মূল্যবান পণ্যএসব পণ্যের কোনোটা দাবি করে ত্বক থেকে দূর করে দেয় বয়সের ছাপআবার কোনোটি ত্বককে করে তুলবে অসাধারণ মোহনীয়যদিও এসব পণ্যের মধ্যে অনেকগুলোরই দাবির কোনো বাস্তব ভিত্তি নেইতার পরেও বহু ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে মূল্যবান পণ্য কিনে থাকেনএ লেখায় থাকছে সাতটি কারণ, যেগুলো জানলে আপনি ত্বক পরিচর্যার পণ্যে অতিরিক্ত ব্যয় করার আগে একটু চিন্তা করে নেবেন
১. জাদুকরি দাবি
ত্বক পরিচর্যার অনেক ক্রিমই বহু অর্থের বিনিময়ে বিক্রি হয়আর তারা বহু অলিক দাবি করেএসব দাবির অন্যতম হলো ত্বকের বয়সের ছাপ দূর করে তা পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়াতবে তাদের এসব দাবির অধিকাংশই মিথ্যাকারণ যদি ত্বক থেকে বয়সের ছাপ সত্যিই দূর করা সম্ভব হতো তাহলে সেগুলো মেডিক্যাল পণ্য হিসেবেই চিহ্নিত হতো, প্রসাধনী নয়এগুলো পণ্য মূলত ক্রিমেরই মূল্যবান সংস্করণ
২. কমদামের ভার্সন
বিভিন্ন প্রতিষ্ঠান মূল্যবান ত্বক পরিচর্যার পণ্য বাজারে ছাড়লেও সেগুলোর অনুরূপ কিছুটা কমদামের পণ্যও বাজারে ছাড়েআর এ উভয় ধরনের পণ্যের প্রধান পার্থক্য হয় মোড়কেদামি পণ্যের মোড়ক উন্নত হয়, কমদামি পণ্যের মোড়ক নিষ্প্রভ হয়আর দামি পণ্যে কিছুটা ভালো সুগন্ধ ব্যবহার করা হয়আপনার অর্থ বাঁচাতে চাইলে দামি পণ্য না কিনে একই প্রতিষ্ঠানের কমদামি ভার্সন ব্যবহার করতে পারেন
৩. মোটামুটি দামেই ভালো পণ্য পাওয়া যায়
ত্বক পরিচর্যায় মানসম্মত ভালো পণ্য পাওয়া যায় মোটামুটি দামেইযারা অতিরিক্ত মূল্যবান পণ্য কিনে পয়সা নষ্ট করতে চান না, তাদের জন্য রয়েছে বহু মানসম্মত পণ্যএগুলোর দামও হাতের নাগালেব্যবহারকারীরাও এসব পণ্য ব্যবহারে তাদের সন্তুষ্টির কথা জানানএজন্য খুব দামি পণ্যই যে আপনার ত্বকের জন্য ভালো, অন্যগুলো খারাপ এ ধারণা ত্যাগ করতে হবে






৪. আপনার অর্থ বাঁচান
আপনি কি সবসময় নতুন নতুন মূল্যবান পণ্য কিনে সেগুলো দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেন? আপনার বাথরুম কি বহু প্রসাধনী পণ্যের অর্ধেক ব্যবহৃত বোতলে ঠাসা? যদি তা হয় তাহলে বুঝতে হবে আপনার প্রসাধনীতে অর্থ নষ্ট করার অভ্যাস রয়েছেআপনার যদি কোনো পণ্য পছন্দ হয়, তাহলে সেটাই নিয়মিত ব্যবহার করুননতুন নতুন পণ্য ব্যবহার করে অর্থ অপচয়ের প্রয়োজন নেই
৫. সাধারণ ত্বক পরিচর্যা
অতীতে মানুষ সাধারণ পণ্য দিয়ে ত্বক পরিচর্যা করতেন এবং তার ফলে বহু বছর ভালো ত্বকের অধিকারী ছিলেনচিন্তা করে দেখুন আপনার নানী কিংবা দাদীর কথাআর এ কারণেই সাধারণ পণ্যই ভালোআপনি ঘরোয়া রূপচর্চার বহু উপকরণ পাবেন মূল্যবান স্কিনকেয়ার ক্রিমের বদলেআর রাসায়নিক পণ্য বাদ দিয়ে ঘরোয়া রূপচর্চার উপকরণও আপনার বেশ উপকারে আসবে
৬. জীবনযাপনের গুরুত্ব আছে
শুধু ত্বক পরিচর্যার উপকরণ মাখলেই ত্বক ভালো হয় নাআপনার জীবনযাপনের ছাপও ত্বকে পড়েএসব বিষয়ও দেখার প্রয়োজন আছেআপনার খাবারে অনিয়ম হলে কিংবা ঘুমের অভাব হলে চেহারায় তার ছাপ পড়বেইসেক্ষেত্রে সবচেয়ে মূল্যবান ক্রিম মাখলেও ত্বক থেকে তার ছাপ দূর করতে পারবেন নাএ কারণে আপনি যদি ত্বকের উন্নতি ঘটাতে চান তাহলে জীবনযাপনের দিকে গুরুত্ব দিন সবার আগেস্বাস্থ্য ঠিক করুনঅন্যথায় বহু মূল্যবান ক্রিমও কোনো কাজে আসবে না
৭. রূপচর্চা শিল্প
আপনার ত্বকের সৌন্দর্যকে পুজি করে এক শিল্প তাদের ব্যবসা করে যাচ্ছে, আর তা হলো রূপচর্চা শিল্পএ শিল্পের মূল উদ্দেশ্য হলো নানাভাবে আপনাকে প্রলোভন দেখিয়ে লাভ করাআর এ ব্যবসায় লাভ করার জন্য তারা বিভিন্ন আকর্ষণীয় মোড়কে পণ্য বাজারজাত করেএগুলোর জন্য তারা যথোপযুক্ত বিজ্ঞাপন দেয় এবং তা থেকে আপনাকে পণ্য কিনতে রাজি করায়আর এর মাধ্যমেই বহাল তবিয়তে টিকে রয়েছে বহু বিলিয়ন ডলারের এ শিল্প। 

No comments:

Post a Comment