Saturday, July 19, 2014

ইরাক থেকে ফিরলেন আরও ১৫ বাংলাদেশি

গৃহযুদ্ধে অশান্ত ইরাক থেকে দেশে ফিরেছেন আরও ১৫ বাংলাদেশিআজ শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে দিকে এরাবিয়ান এয়ারলাইন্সের (জি-৯৫১৩) একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানপররাষ্ট্র এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র জানায়, এসব বাংলাদেশি ইরাকের ইরবিল বিমানবন্দরে আটকা ছিলেন
ইরাকে চলমান গৃহযুদ্ধের কারণে স্থানীয় কর্তৃপক্ষ ওই বাংলাদেশিদের মসুল শহর থেকে ইরবিল বিমানবন্দরে পৌঁছে দেয়সেখানে তারা অসহায় অবস্থায় বাংলাদেশে প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেনইরাক ও তুরস্কের বাংলাদেশ দূতাবাস তাদের ইরবিল বিমানবন্দরে নিরাপদ অবস্থান এবং বাংলাদেশে প্রত্যাবর্তনের লক্ষ্যে সব ব্যবস্থা গ্রহণ করে
উল্লেখ্য, ইরাকে বৈধ-অবৈধ মিলিয়ে ৩০ হাজারেরও বেশি বাংলাদেশি রয়েছেনসাম্প্রদায়িক যুদ্ধের কারণে দেশটিতে অনেক বাংলাদেশি বন্দি রয়েছেন বা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেনইতিমধ্যে শতাধিক বাংলাদেশি দেশে ফিরে এসেছেনতবে এ ক্ষেত্রে দূতাবাস তাদের তেমন সহযোগিতা করছে না বলে অভিযোগ রয়েছে
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এর আগে বলেছিলেন, ইরাকে বাংলাদেশিরা কোনো বিপদের মধ্যে নেইতারা ভালোই আছেনসে রকম পরিস্থিতি তৈরি হলে তাদের দেশে ফিরিয়ে আনার জন্য সব প্রস্তুতি আছে মন্ত্রণালয়ের। 

No comments:

Post a Comment