Saturday, July 19, 2014

আন্তর্জাতিক বিমান চলাচলের জন্য আকাশপথ খুলে দেবে ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরান নিজ আকাশপথ আন্তর্জাতিক বিমান চলাচলের জন্য খুলে দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান সংস্থা বা সিএওপূর্বাঞ্চলীয় ইউক্রেনে মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ-১৭ বিধ্বস্ত হয়ে ২৯৮ জন আরোহী নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে এ ঘোষণা দেওয়া হলো
সিএওর ফ্লাইট স্ট্যান্ডার্ড সংক্রান্ত উপ প্রধান হামিদ হাবিবি বলেছেন, ইউক্রেনের নিরাপত্তাহীন আকাশপথ এবং ইরানের ওপর দিয়ে আন্তর্জাতিক বিমান চলাচল করার অনুমতি দেয়া সংক্রান্ত আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থার (আইসিএও) অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে
এ ছাড়া, পূর্বাঞ্চলীয়  ইউক্রেন হয়ে ইরানের যে সব ফ্লাইট যেত সেগুলোর গতিপথ রদবদল করার জন্যও এরইমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে
সূত্র : আইআরআইবি 

No comments:

Post a Comment