Saturday, July 19, 2014

যে সব দম্পতির সন্তান রয়েছে তাদের মধ্যে প্রতারণার প্রবণতা বেশি থাকে

যে সব দম্পতির সন্তান রয়েছে তাদের মধ্যে সন্তানহীনদের চেয়ে প্রতারণার প্রবণতা বেশি থাকেনতুন এক গবেষণায় এ তথ্য পেয়েছেন গবেষকরানিউ ইয়র্ক পোস্টের এ প্রতিবেদনে বলা হয়, সন্তানহীনদের মধ্যে যে প্রতারণা প্রবণতা নেই তা নয়তবে যাদের সন্তান রয়েছে তাদের মধ্যে দ্বিগুণ মাত্রায় এমন মানসিকতা দেখা গেছে
১৮ বছর থেকে ৪৯ বছর বয়সী সন্তানহীন এবং সন্তান রয়েছ এমন ১ হাজার দম্পতির মধ্যে গবেষণা পরিচালিত হয়যেখানে সন্তান রয়েছে এমন দম্পতিদের ১৮ শতাংশ স্বীকার করেছেন যে, তারা প্রতারণার আশ্রয় নেনঅন্যদিকে, সন্তানহীনদের ১১ শতাংশ তা স্বীকার করেন
সান ফ্রান্সিসকো-ভিত্তিক সংস্কৃতি বিষয়ক গবেষক মেলিসা লাভিন-ডেলভিলে গবেষণাটি পরিচালনা করেনএই গবেষণায় আর দেখা গেছে, যাদের সন্তান রয়েছে তারা মানসিক শান্তি লাভের জন্য সোশাল মিডিয়ায় সময় কাটান
মেলিসা জানান, সংসার জীবনে দম্পতিদের সম্পর্কের টানাপড়েনের ক্ষেত্রে পিতৃত্ব বা মাতৃত্ববোধের আলাদা চাপ রয়েছেফলে তারা সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে প্রতারণার আশ্রয় নেনসূত্র : হিন্দুস্তান টাইমস 

No comments:

Post a Comment