Saturday, July 19, 2014

ফ্যাব্রেগাসের চুক্তি নিয়ে আর্সেনালকে উপহাস করলেন মরিনহো

সেস ফ্যাব্রেগাসকে চেলসিতে নিয়ে আসতে মাত্র ২০ মিনিট সময় লেগেছে বলে কোচ হোসে মরিনহো স্প্যানিশ এই মিডফিল্ডারের সাবেক ক্লাব আর্সেনালের প্রতি উপহাস করেছেনতিনি আরো বলেছেন ফ্যাব্রেগাস গানার্স দলে পুনরায় ফিরে যেতে চাননি বলেই চেলসিতে নিয়ে আসা সহজ হয়েছে
মৌসুম শেষ হবার সাথে সাথে মরিনহো তাঁর নিজের ইচ্ছাতেই বার্সেলোনা থেকে ২৭ মিলিয়ন পাউন্ডের (৪৬ মিলিয়ন মার্কিন ডলার) বিনিময়ে ফ্যাব্রেগসকে দলে নেনযদিও স্প্যানিশ এই তারকার জন্য প্রথম আগ্রহ দেখিয়েছিল আর্সেনালতবে পুনরায় ফ্যাব্রেগাসকে দলে নিতে চাননি আর্সেনাল ম্যানেজার আর্সেন ওয়েঙ্গারকারন গানার্স বস মেসুত ওজিল, এ্যারন রামসে, জ্যাক উইলশিয়ার এবং মাইকেল আরটেটার মত সেন্ট্রাল ডিফেন্ডারদের নিয়েই খুশি আছেনআর সেই সুযোগটাই নিয়েছেন ব্লু বস মরিনহোএকইসাথে স্প্যানিশ তারকাকে দলে নেওয়ার পাশাপাশি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ২০১১ সালে বার্সেলোনায় যোগ দেবার পরে পুনরায় আবার সেই ক্লাবে ফিরে যাবার কোন আগ্রহই ফ্যাব্রেগাসের নেইলন্ডনে শুক্রবার বিটি স্পোর্টস আয়োজিত এক প্রশ্ন উত্তর পর্বে মরিহো বলেছেন, আমি তার সাথে ২০ মিনিট কথা বলেছিঐ সময়ের মধ্যে আমি বুঝতে পেরেছি সে আমাদের সাথে থাকতে চায়এটা সবাই জানে আর্সেনালও তার প্রতি আগ্রহ দেখিয়েছিলকিন্তু আমার মনে হয় সে ঐদিকটা চিন্তাই করেনিআর তাই আমার জন্য কাজটা সহজ হয়ে গিয়েছে
গত মৌসুমে খালি হাতে ফেরার পরে এবার দলকে শক্তিশালী করার জন্য প্রথম থেকেই মরিনহো কাজ শুরু করেছেনআর সেই লক্ষ্যে ইতিমধ্যেই ফ্যাব্রেগাস, স্প্যানিশ স্ট্রাইকার দিয়েগো কস্তা, ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফিলিপ লুইস এবং তরুণ মিডফিল্ডার মারিও পাসালিচ ও হাজুক স্পিল্টকে দলে নিতে ৮০ মিলিয়নেরও উপরে ব্যয় হয়েছেএছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ব্যপারে আলোচনা চলছে বলে ইঙ্গিত পাওয়া গেছে যাদের মধ্যে জার্মান বিশ্বকাপ জয়ী দলের সদস্য সামি খেদিরা ও কলোম্বিয়ান ফরোয়ার্ড রাদামেল ফ্যালকাও উল্লেখযোগ্যখেদিরার ব্যপারে আর্সেনালও আগ্রহ প্রকাশ করেছে বলে রিপোর্ট আছেকিন্তু মরিনহো জানিয়েছেন আগামী মৌসুমে প্রিমিয়ার লিগ শুরুর আগে মালিক রোমান আব্রামোভিচের আর কোনো অর্থ তিনি এই খাতে ব্যয় করবেন না
এ সম্পর্কে মরিনহো বলেছেন, আমি একটি কথাই বলতে চাই আমার ক্লাব এ ব্যপারে দারুণ সহযোগিতা করেছেশুধু কাজ সম্পন্ন করাই নয় যথাসময়ে আমরা কাজগুলো করতে পেরেছিট্রান্সফার মার্কেট ৩১ আগস্ট বন্ধ হয়ে যাচ্ছেআর আমাদের মার্কেট ১৯ জুলাই বন্ধ করে দিয়েছিআজই আমরা এই সংক্রান্ত সব কিছু শেষ করেছিআমরা আমাদের লক্ষ্য সম্পর্কে জানিসব খেলোয়াড়দের আমরা চিনি, আমরা ঠিক যা চেয়েছি সেটাই করতে পেরেছিএখন আমরা মৌসুম শুরুর অপেক্ষায় আছিমার্কেট এখনো খোলা থাকলেও আমরা যা পেয়েছি তাতেই সন্তুষ্ঠ আছি
আসন্ন মৌসুমে ইতোমেধ্য ম্যানচেস্টার ইউনাইটেড ডাচ কোচ লুইস ফন গালকে দলে নিয়ে আলোড়ন সৃষ্টি করেছেএ ছাড়া লিভারপুল তারকা স্ট্রাইকা লুইস সুয়ারেজকে ছেড়ে দিয়ে চমক দেখিয়েছেম্যানচেস্টার সিটিও চমক দেখানোর অপেক্ষায় আছেএসব মিলিয়ে ২০১৪-১৫ মৌসুমটা সম্পর্কে আগাম কোনো কিছু বলা বেশ কঠিন হবে বলেই মনে করেন মরিনহো। 

No comments:

Post a Comment