Friday, July 18, 2014

বালিতেই হবে মুঠোফোন চার্জ

সমুদ্র সৈকতে সময় কাটছিল বেশ, কিন্তু হঠা ত্‍হাতে ধরে রাখা মোবাইলটি জানান দিল, সে মৃতপ্রায়! অবস্থা এমন তাকে তত্‍‌ক্ষণাত্‍‌ লাইফসাপোর্টেও দেওয়া যাবে নাএমন অবস্থায় সত্যিই খুব বিরক্তির উদ্রেক হয়কিন্তু এখন আর এত অসহায় অবস্থায় পড়তে হবে নাকারণ ক্যালিফর্নিয়ারএক গ্র্যাডস্টু়ডেন্ট, জাকারিফেভার্স,
আবিষ্কার করেছেন একঅভিনব পন্থাএবার শুধু সমুদ্র তটের বালিতে কিছুক্ষণের জন্যে আপনাদের মোবাইল ফোনটি ঢুকিয়ে রাখলেই ফোন টি পেয়ে যাবে জীবনী শক্তি একটি গবেষণায় জানা গেছে বালিতে প্রচুর পরিমাণে সিলিকন থাকে যা লিথিয়াম-আয়ন ব্যাটারি চার্জ করতে খুবই কার্যকরিলিথিয়াম-আয়ন ব্যাটারির একটি গুরুত্বপূর্ণ উপাদান গ্রাফাইটসিলিকনের ব্যবহারে অনেক বেশি কার্যকরভাবে চার্জ স্টোর করা সম্ভব হয়তবে সমস্যা একটাইবৃহত্‍‌ পরিমাণে সিলিকন তৈরি করা একটু অসুবিধেরশুধু তাই নয়, এর গুণগত মানও খুব তাড়াতাড়ি পড়ে যায়কিন্তু ফেভার্স একটি গবেষণার মাধ্যমে এই সমস্যারও উপায় বের করেছেনএকটি সিলিকন প্রোটোটাইপ ব্যাটারি তৈরি করেছেন তিনিতাঁর দাবি এই ব্যাটারি বর্তমানে মোবাইলে ব্যবহৃত ব্যাটারির থেকে তিনগুণ বেশি সময় পর্যন্ত কাজ করবেএই টেকনলজির জন্যে পেটেন্টও ফাইল করেছেন জাকারিএইসময়


No comments:

Post a Comment