Sunday, July 20, 2014

ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে ফেবারিট দুঙ্গা

ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার দৌঁড়ে এগিয়ে আছেন সাবেক অধিনায়ক ও কোচ দুঙ্গাব্রাজিল ফুটবল ফেডারেশনের সঙ্গে সংশ্লিস্ট দুটি সুত্র গতকাল স্বীকার করে বলেন, কোচ পদ প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকায় বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়কই এখন পর্যন্ত ফেবারিট
কার্লোস ব্লেডর্ন ভেরি ওরফে দুঙ্গা ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিল দলের কোচের দায়িত্ব পালনকালে ২০০৭ সালের কোপা আমেরিকা এবং ২০০৯ সালের কনফেডারেশনস কাপ জয় করেছিল দেশটি
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০১০ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের কাছে পরাজিত হওয়ার পর ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) তাকে বরখাস্ত করে
প্রক্রিয়া শুরু হয়েছে স্বীকার করে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, ব্রাজিল জাতীয় দলের ম্যানেজার হিসেবে নাম আসা গিলমার রিনালদির সঙ্গে দুঙ্গার ভাল সম্পর্ক রয়েছে
উভয়েই ১৯৯৪ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন
আরেকটি সুত্র জানায় গত সপ্তাহের প্রথম দিকেই ৫০ বছর বয়সী দুঙ্গা ও সিবিএফর মধ্যে আলোচনা শুরু হয়েছে
দ্বিতীয় সুত্রটি জানায়, সংক্ষিপ্ত তালিকায় তিনি সবার চেয়ে এগিয়ে রয়েছেন এবং সব কিছুই সুন্দরভাবে এগুচ্ছে
লুইজ ফেলিপ স্কলারির বদলি হিসেবে মঙ্গলবার নতুন কোচ হিসেবে কারো নাম ঘোষণা হতে পারে জানিয়ে তিনি বলেন, সাও পাওলোতে গুরুত্বপূর্ণ কয়েকটি বৈঠক হয়েছে এবং গিলমার ইতোমধ্যেই সব কিছু প্রায় গুছিয়ে এনেছেন
২০১৪ বিশ্বকাপ শুরু হওয়ার আগে অন্যতম ফেবারিট হিসেবে মাঠে নামা ব্রাজিল শেষ পর্যন্ত চতুর্থ হওয়ার পর কোচের পদ থেকে সরে দাঁড়ান ২০০২ সালে দেশটিকে পঞ্চম বিশ্বকাপ শিরোপা পাইয়ে দেয়া স্কলারি
সেমিফাইনালে জার্মানির কাছে লজ্জাজনকভাবে ৭-১ গোলে পরাজিত হওয়ার পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যচে হল্যান্ডের কাছে ৩-০ গোলে পরাজিত হয় স্বাগতিক ব্রাজিল
জাতীয় দলের কোচ হিসেবে ৪২ ম্যাচে ব্রাজিলকে জয় পাইয়ে দিয়েছেন দুঙ্গাড্র করেছেন ১২টি এবং পরাজিত হয়েছেন ৬টিতে। 

No comments:

Post a Comment