Sunday, July 20, 2014

ভীর ঘুমের জন্য প্রস্তুতি নিতে গুটিকয়েক পরামর্শ

সূর্য ডুবে যাওয়ার পর মস্তিষ্কে রাতের ঘুমের বিষয়ে একটি সতর্কবার্তা কাজ করেকিন্তু ঘুমাতে যাওয়ার পর রাত দুটো পার হয়ে যাওয়ার পরও যখন চোখের দুই পাতা এক করা যায় না, তখন তা একটি বড় সমস্যাই বটেতাই সুষম ঘুমের জন্য আমাদের দৈহিক ও মানসিক প্রস্তুতি দরকার বলে মনে করেন জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিনের ঘুম বিষয়ক বিশেষজ্ঞ ড. র‍্যাচেল সালাসএ বিষয়ে তার কিছু পরামর্শ জেনে নিন
১. রাতে আলো নিভিয়ে ফেলুন : রাতে ঘুমের সময় বেডরুমের আলো নিভিয়ে রাখুন এবং অ্যালার্ম দেওয়া ঘড়ি সরিয়ে রাখুনসন্ধ্যা থেকে বেডরুমে ল্যাম্প জ্বালিয়ে রাখুনরাতে কোনো কাজে আলো জ্বালানোর প্রয়োজন হলে ডিম লাইট জ্বালানটিভি চালিয়ে বা অন্য কোনো আলোর উৎস জ্বালিয়ে রাখবেন না
২. সকালে সূর্যের আলোতে ঘুম থেকে ওঠা : জানালার পাশে এমনভাবে বিছানা পাতুন যেন সূর্যের আলোতে ঘুম ভাঙেকাজের ফাঁকে বাইরের আলোতে সময় কাটানোর চেষ্টা করুনদিনের বেলা জানালার পর্দা সরিয়ে রাখুন
৩. শব্দ-আলো-ঝামেলা থেকে বিচ্ছিন্ন হোন : ঘুমের আগ দিয়ে যেকোনো গান, শব্দ, আলো, ই-মেইল ইত্যাদি থেকে দূরে থাকুন
৪. সময়সূচি মেনে চলুন : প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান এবং ঘুম থেকে ওঠার চেষ্টা করুনযতটুকু ঘুমাতে পারেননি সেটুকু ঝিমিয়ে পোষানোর চেষ্টা করুনদিনে ঘুমানোর অভ্যাস থাকলে সেই কাজটি দ্রুত সেরে ফেলুন যাতে রাতে ঘুমানো আগে অনেক সময় হাতে থাকে
৫. আরামদায়ক ঘুমের আয়োজন করুন : ঘুমের আগে পরিশ্রম করলে একটি আরামের গোসল দিনআরামদায়ক পোশাক পরুনপ্রার্থনা করে বা মেডিটেশন করে মনটাকে শান্ত করুনসুযোগ থাকলে ম্যাসাজ করে নিন
৬. নিরাপদ শয়নকক্ষ : শয়নকক্ষটাকে এমনভাবে সাজান যেন তা নিরাপদ হয়বিছানায় শোয়ার পর যেন নিরাপত্তাহীনতায় না ভুগতে হয়প্রয়োজনে নিরাপত্তামূলক কোনো অ্যালার্মের ব্যবস্থা রাখুন
৭. সহনীয় তাপমাত্রা : যে তাপমাত্রায় আপনার সবচেয়ে আরাম বোধ হয় সেই তাপমাত্রা আনুন বেডরুমেএসি না লাগানো সম্ভব হলে ফ্যান চালিয়ে রাখুনতারপর আরামের একটি ঘুম দিনসূত : বিজনেস ইনসাইডার 

No comments:

Post a Comment