Sunday, July 20, 2014

ইউক্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়ায় ভারতে বাড়বে বিমান ভাড়া

রুশ জঙ্গিহানার আশঙ্কায় ইউক্রেনের আকাশপথ এড়িয়ে যাচ্ছে ভারতীয় বিমানসংস্হাগুলিঘুরপথে অন্য রুটে ইউরোপ প্রবেশের জন্য দীর্ঘ হচ্ছে যাত্রাপথজ্বালানি খরচ বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই এর কোপ পড়ছে বিমান ভাড়ার উপরেওযাত্রাপথ বৃদ্ধির জন্যই বিমানযাত্রার ভাড়া বাড়তে পারে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া, জেট এয়ারওয়েজের মতো বিমানসংস্হা

এদিকে ক্রমশ তিক্ত হচেছ রুশ-মার্কিন সম্পর্কক্ষেপণাস্ত্র হামলায় মালয়েশীয় বিমান ধবংসে সরাসরি রাশিয়াকে দায়ী করছে আমেরিকাবৃহস্পতিবার হামলার পিছনে রুশপন্থী জঙ্গিদেরই হাত রয়েছে বলে দাবি মার্কিন প্রেসিডেণ্ট বারাক ওবামারতাঁর অভিযোগ যে মিথ্যা নয়, এদিন তা ফের স্পষ্ট হয়ে গেলরাষ্ট্রসঙেঘর নিরাপত্তা পরিষদ জানিয়েছে, ইউক্রেনে ক্ষেপণাস্ত্রের আঘাতে ভেঙে পড়া বিমানের ধবংসাবশেষের কাছে রাষ্ট্রসঙেঘর পর্যবেক্ষকদের পৌঁছতে বাধা দিচেছ রুশপন্থী জঙ্গিরাসাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করতে শনিবার ইউরোপের ৩০ জন পর্যবেক্ষকের একটি দল ঘটনাস্হলে পৌঁছায়তাঁদের দিকে বন্দুক স্হির রেখে জঙ্গিরা ঘটনাস্হলে যেতে দেয়নি বলে জানা গিয়েছেঅভিযোগ, সশস্ত্র জঙ্গিরা মার্কিন গোয়েন্দাবাহিনীকেও নমুনা সংগ্রহে বাধা দিচ্ছিনিহত যাত্রীদের মধ্যে ছিলেন শতাধিক এডস গবেষকএদিন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, মালয়েশীয় প্রধানমন্ত্রী নাজিব রজাকের সত্‍ ঠাকুমাও ছিলেন এমএইচ ১৭ বোয়িং ৭৭৭ বিমানে

দুর্ঘটনাস্হল ইউক্রেনের ডোনেত্স্ক এলাকা বেশ কিছুদিন ধরেই রাশিয়াপন্থী জঙ্গিদের দখলেএই মর্মান্তিক দুর্ঘটনার পর বহু বিমানসংস্হাই পূর্ব ইউক্রেনের আকাশপথ এড়িয়ে যাচ্ছেইতিমধ্যেই লন্ডন ও প্যারিসগামী বিমানগুলির রুট বদল করেছে ভারতীয় বিমানসংস্হাগুলিবৃহস্পতিবার দুপুরে ইউক্রেন-রাশিয়া সীমান্তে মালয়েশীয় বিমানটিতে ক্ষেপণাস্ত্রহানার মাত্র ৬ মিনিট আগে ২৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে উড়ছিল এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার যাত্রীবাহী বিমান এআই ১১৩ভাগ্যের জেরেই সেদিন বেঁচে গিয়েছিল ভারতীয় বিমানটিযাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে জেট এয়ারওয়েজ এদিন নিজস্ব ওয়েবসাইটে জানিয়েছে, অশান্ত পরিবেশের জন্য ইউক্রেনের আকাশপথ এড়িয়ে যাচ্ছে তাদের বিমানপাশাপাশি ঘুরপথে যাওয়ার জন্য অতিরিক্ত জ্বালানি খরচের কারণে বিমান ভাড়া বাড়ানো হতে পারে বলেও সংশয় প্রকাশ করে বিমান কর্তৃপক্ষযদিও কোনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি

মার্কিন প্রেসিডেণ্টের অভিযোগ, রাশিয়ার প্রেসিডেণ্ট ভ্লাদিমির পুতিন জঙ্গিদের মদত দিচ্ছেনরাশিয়ার তৈরি বাক ক্ষেপণাস্ত্রের আঘাতেই ২৯৫ যাত্রী নিয়ে মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমানটি ভেঙে পড়েছেগতকালই ওবামা বলেন, রাশিয়া জঙ্গিদের সাহায্য করলে আমেরিকা মস্কোর উপর  আরও নিষেধাজ্ঞা চাপাবেএকইসঙ্গে পুতিনকে আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়ার হুশিয়ারিও দিয়েছেনশুক্রবার রাতে জার্মানি, ব্রিটেন, অস্ট্রেলিয়া-সহ একাধিক দেশের প্রধানদের সঙ্গে কথা বলে আন্তর্জাতিক তদন্তকারী দলকে ইউক্রেনে পাঠানোর সিদ্ধান্ত নেন ওবামাতদন্তকারী দলের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেবে আমেরিকা
সূত্র: সংবাদ প্রতিদিন 

No comments:

Post a Comment