Friday, July 18, 2014

বিদ্রোহীদের বাঁধার মুখে ইউরোপীয় তদন্তকারীরা

ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়াপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন এলাকায় বিধ্বস্ত মালয়শিয় বিমানের ধ্বংসাবশেষ নিরীক্ষণ করতে ব্যর্থ হয়েছে ইউরোপীয় একটি তদন্ত দলদলটি বলছে, সশস্ত্র ব্যক্তিদের বাঁধার মুখে শেষ পর্যন্ত তারা ফিরে গেছেইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা সীমান্তে বিধ্বস্ত মালয়শিয় বিমানটির ধ্বংসাবশেষ নিরীক্ষণ করতে তদন্ত দলকে কাজ করার অনুমতি দেবে বলে জানানোর পর ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা বিষয়ক সংস্থা বা ওএসসিইর ২৫ জন সদস্য সেখানে যায়

সংস্থাটি আশা প্রকাশ করেছিল যে, তদন্ত দলটি ঘটনাস্থলে পূর্ণ সহযোগিতা পাবেকিন্তু সংস্থাটির একজন মুখপাত্র বলেন যখন ঐ পর্যবেক্ষণ দলটি সেখানে যায় তারা সেখানে একদল সশস্ত্র ব্যক্তিদের বাঁধার মুখে পড়েনতিনি বলেন, ঐ বন্দুকধারীদের অনেকেই মদ্যপ ছিলেন বলে মনে হচিছল এবং তাদের একজন আবার ফাঁকা গুলিও ছোড়েপ্রায় এক ঘণ্টারও কিছুটা বেশি সময় পর যখন বিশেষজ্ঞদের দল স্থানটিতে তদন্ত করতে ব্যর্থ হন তখন তারা ফেরত আসেন

ওএসসিইতে সুইটজারল্যান্ডের রাষ্ট্রদূত থমাস গ্রেমিনজার বলেন, পর্যবেক্ষণকারীরা সেখানে খুব অল্প এলাকা দেখতে পেরেছেযে দুই কিলোমিটার এলাকা জুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে তার অল্প স্থানেই তারা যেতে পেরেছেতারা সেখানে নিরাপদে যেমন ছিলেননা তেমনি স্থানটি সিলগালা করতেও পারেননি

বিবিসির একজন প্রতিনিধি বিমান বিধ্বস্তের স্থানটিতে গিয়ে অনেক পোড়া মৃতদেহ, বিমানের আসন ও লাগেজ দেখেছেনবড় একটি এলাকা জুড়ে মানুষের মৃতদেহের অংশ ছড়িয়েও রয়েছেবৃহস্পতিবার ফ্লাইট এমএইচ ১৭ বিধ্বস্ত হলে প্রায় ২৯৮ যাত্রী এবং ক্রু নিহত হন
সূত্র: বিবিসি 

No comments:

Post a Comment