Sunday, July 20, 2014

লাম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন : ইব্রাহিমোভিচ

বিশ্বকাপ শিরোপা জয়ের পর জার্মান অধিনায়ক ফিলিপ লামের আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তকে সঠিক মনে করছেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) স্ট্রাইকার জালাটন ইব্রাহিমোভিচ
লামের সিদ্ধান্তকে সমর্থন করে ইব্রা বলেন, তিনি সঠিক সময়েই বিদায় নিয়েছেনকেননা এর চেয়ে ভাল সময় আর তিনি না-ও পেতে পারতেনমাথা উঁচু করেই তিনি বিদায় বলেছেন
ব্রাজিল বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের এক সপ্তাহের মধ্যেই গত শুক্রবার ৩০ বছর বয়সী এ তারকার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা অনেকেই মর্মাহত হয়েছেন
গত শুক্রবার র মৌসুম পুর্ব প্রস্তুতি ম্যাচে রেড বুলের কাছে ৪-২ গোলে পিএসজির পরাজয়ের পর ইব্রাহিমোভিচ বলেন দেশের হয়ে ১১৩ ম্যাচ খেলা বায়ার্ন মিউনিখের অভিজ্ঞ এ অধিনায়ক নিঃসন্দেহে সঠিক সময় বেছে নিয়েছেন
সুইডিশ এ স্ট্রাইকার সাংবাদিকদের বলেন, আমি জানি না এখানে আর কি থাকতে পারে, কেননা তিনি বিশ্বকাপ জিতেছেনসুতরাং এখন অবসর নয় কেন? তিনি তার দায়িত্ব পালন করেছেন এবং এখন থেমে যাওয়াটাই সবচেয়ে ভাল পথ, যদি তিনি থামতে চানতবে এটা তাঁর নিজস্ব সিদ্ধান্ত এবং আপনি তখনই থামবেন যখন আপনি শীর্ষে থাকবেন
এর চেয়ে বেশি কিছু তিনি দিতে পারবেন না, সুতরাং আমি মনে করি তিনি সুন্দরভাবেই শেষ করেছেন
জার্মানির হয়ে চতুর্থ সর্বোচ্চ ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন লামজার্মানির হয়ে তার চেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে কেবল লুকাস পোডোলস্কি, মিরোস্লাভ ক্লোসা এবং লোথার ম্যাথুজের


No comments:

Post a Comment