Tuesday, April 1, 2014

মার্কিন কংগ্রেসের মতে প্রধানমন্ত্রিত্ব অর্জনের পর যুক্তরাষ্ট্রে যেতে কোন বাধা নেই মোদীর



নরেন্দ্র মোদি যদি ভারতের প্রধানমন্ত্রী হন, তাহলে তিনি পূর্ণ কূটনৈতিক মর্যাদায় যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন। এক রিপোর্টে এ কথা জানিয়ে দিয়েছে মার্কিন কংগ্রেস।‌ মার্কিন কংগ্রেসের রিসার্চ সার্ভিস (সি আর এস) এই রিপোর্টে জানাল, প্রধানমন্ত্রী হলে মোদির ভিসা দেওয়ার ব্যাপারে ৯ বছর ধরে যে নিষেধাজ্ঞা আছে স্বাভাবিকভাবেই তা সঙ্গে সঙ্গে উঠে যাবে।‌ সরকার-প্রধান হিসেবে মোদি পাবেন এ-ওয়ান মার্কিন কূটনৈতিক ভিসা।

তাৎপর্যপূর্ণভাবে মার্কিন কংগ্রেসের রিসার্চ সার্ভিস গত রাতে এ কথা যখন জানায়, তার কয়েক ঘণ্টা আগে ভারতে মার্কিন রাষ্ট্রদূত পদ থেকে পদত্যাগ করেছেন ন্যান্সি পাওয়েল।‌ কিছুদিন আগেই ন্যান্সি আমেদাবাদে গুজরাটের মুখ্যমন্ত্রী বি জে পি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছিলেন।‌ শোনা যায় মোদিকে ভিসা দিতে মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে ন্যান্সির ভূমিকা ছিল।‌ সম্পর্ক ভাল করতেই ন্যান্সি মোদির সঙ্গে দেখা করেন।‌

এ ছাড়া যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের হেনস্হার ঘটনাতে মনমোহন সরকারের সঙ্গে ন্যান্সির সম্পর্ক খারাপ হয়ে পড়ে।‌ ন্যান্সির পদত্যাগে গতকাল রটে যায় এসব কারণেই ন্যান্সিকে সরিয়ে নিল ওবামা প্রশাসন।‌ তবে আজই ওবামা প্রশাসন এসব রটনা উড়িয়ে দিয়ে বলেছে ন্যান্সির পদত্যাগের পেছনে কোনও বড় ঘটনা নেই।‌

মার্কিন বিদেশ দপ্তরের উপমুখপাত্র মেরি হাফ বলেছেন, ন্যান্সির পদত্যাগে যে সব রটনা হচ্ছে তা অবাস্তব, মিথ্যা৷। ন্যান্সির পদত্যাগে যুক্তরাষ্ট্র-ভারতের সম্পর্ক বা এই সম্পর্কের কোনও অদলবদল জড়িত নয়।‌ নরেন্দ্র মোদিকে মার্কিন ভিসাদানের ব্যাপারে রিপাবলিকান সেনেটর জো পিটস ও ডেমোক্র্যাট সেনেটর কেইথ এলিসন একগুচ্ছ প্রশ্ন করেছিলেন মার্কিন কংগ্রেসে।‌ এসব প্রশ্ন ছিল মোদি যদি মার্কিন ভিসার জন্য আবেদন করেন, কী পদ্ধতি নেওয়া হবে? তিনি যদি ভারতের প্রধানমন্ত্রী হন, যুক্তরাষ্ট্র কি তাঁকে কূটনৈতিক ভিসা দেবে? আম্তর্জাতিক ধর্মীয় অধিকার আইনটি তাঁর ভিসাদানের ব্যাপারে বিবেচনায় অম্তর্ভুক্ত করা হবে?

এই প্রশ্নগুলির জবাব দিয়ে মার্কিন কংগ্রেসের রিসার্চ সার্ভিস গত ১৮ মার্চ যে রিপোর্ট দিয়েছে তা গতরাতে প্রকাশ্যে আনা হয়েছে।‌ তাতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী হলে মোদির ভিসাদানের নিষেধাজ্ঞা স্বাভাবিকভাবে সঙ্গে সঙ্গে উঠে যাবে।‌ মোদি পাবেন এ-ওয়ান ভিসা (কূটনৈতিক)৷‌ এই রিপোর্টে বলা হয়েছে, ২০০২-এর ফেব্রুয়ারিতে মুসলিম-বিদ্বেষী দাঙ্গায় মোদির ভূমিকা নিয়ে ২০১০-এ ভারতের সুপ্রিম কোর্টের বিশেষ তদম্তকারী দল (সিট) যথাযথ প্রমাণ পায়নি।‌ তবে গুজরাট হাইকোর্ট গুজরাটের মুখ্যমন্ত্রীর নীরবতা ও অবহেলার সমালোচনা করেছে। তবে প্রধানমন্ত্রী হলে স্বাভাবিকভাবেই মোদি মার্কিন ভিসা পাবেন।‌



No comments:

Post a Comment