Thursday, April 3, 2014

এরশাদের মতের বিরুদ্ধে যাবেন না রুহুল আমিন হাওলাদার



জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ না চাইলে মহাসচিব থাকবেন না বলে কর্মীদের জানালেন পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার।

তিনি বলেন, ‘তোমরা আমাকে সরানোর জন্য পোস্টার করেছো। তোমরাই বলো তোমারা কী আমাকে পোস্টার করে সরতে চাও নাকি ভোটের মাধ্যমে সরাতে চাও? পার্টির চেয়ারম্যান চাইলেই মহাসচিব থাকবো।’

বুধবার সন্ধ্যায় যুব সংহতির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।হাওলাদার বলেন, ‘এতোদিন যে পার্টির মহাসচিব আছি তাতে একমাত্র আল্লাহর রহমতেই আছি। ভবিষ্যতে মহাসচিব থাকবো কি না জানি না।’

তিনি বলেন, ‘আজ জাতীয় পার্টির সংসদ সদস্যরা ওয়াক আউট করতে চেয়েছিল। কিন্তু আমার কারণে তা হয়নি। আমি তাদের বলেছি ওয়াক আউট করেই সমাধান নয়।’ পার্টির মহাসচিব বলেন, ‘পার্টিতে কোনো প্রকার দ্বন্দ্ব নেই। পার্টির অস্থিত্ব হলো চেয়ারম্যান এরশাদ ও রওশন এরশাদ।’

জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব সংহতির সাবেক সভাপতি ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য আব্দুর সবুর আসুদ, যুগ্ম-মহাসচিব লিয়াকত আলী খোকা এমপি প্রমুখ।

No comments:

Post a Comment