Saturday, April 5, 2014

উইন্ডোজ-৮ ব্যবহারে ১০০ ডলার লাভবান হন


এক্সপি ব্যবহারকারীদের উইন্ডোজ-৮ ব্যবহারের শর্তে ফিরিয়ে দিতে যাচ্ছে ১০০ মার্কিন ডলার। আগামী ৮ এপ্রিল থেকে ১৩ বছরের পুরোনো কম্পিউটার অপারেটিং সিস্টেম এক্সপি সেবা বন্ধের ঘোষণার পর ব্যবহারকারীদের উইন্ডোজ-৮ ব্যবহারে এভাবেই উদ্বুদ্ধ করছে মাইক্রোসফট।

মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীরা নিজের কম্পিউটার উইন্ডোজ-৮ এ আপডেট করিয়ে নেয়ার বিনিময়ে ১০০ মার্কিন ডলার ফেরত পাবেন। এই অর্থ গ্রাহকদের অ্যাকাউন্টে অথবা অ্যাপস স্টোরের ব্যালান্সে আপনাআপনি জমা হয়ে যাবে।জরিপ অনুযায়ী, বিশ্বজুড়ে প্রায় ৩০ শতাংশ উইন্ডোজ ব্যবহারকারী এক্সপি ভার্সন ব্যবহার করে থাকেন। অপরদিকে উইন্ডোজ ৮ ব্যবহার করেন ১০ শতাংশ ব্যবহারকারী।  

No comments:

Post a Comment