Tuesday, April 8, 2014

ইউক্রেনে অস্থিতিশীলতা তৈরির ব্যপারে রাশিয়ার প্রতি কঠোর হুঁশিয়ারী যুক্তরাষ্ট্রের


ইউক্রেনে নতুন করে শুরু হওয়া অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রসেইসঙ্গে ইউক্রেনে অস্থিতিশীলতা তৈরির ব্যপারে রাশিয়ার প্রতি কঠোর হুঁশিয়ারী ব্যক্ত করেছে দেশটি

সোমবার রাশিয়াপন্থি বিক্ষোভকারীরা ইউক্রেনের তিনটি শহরে সরকারি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবন দখল করে নেয়ার পর রাশিয়াকে যুক্তরাষ্ট্র এই হুমকি দিলো

এদিন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি তার প্রতিদ্বন্দ্বী রুশ পররাষ্ট্র মন্ত্রী সার্গেই লেভরভকে ফোন করে হুঁশিয়ারী দেনইউক্রেনে অস্থিতিশীলতা তৈরির জন্য রাশিয়াকে মূল্য দিতে হবে বলেও সাবধান করে দেন তিনি

এ বিষয়ে উভয় পক্ষ আগামী ১০ দিনের মধ্যে সরাসরি আলোচনায় বসতে পারে কিনা এ বিষয়েও দুই পররাষ্ট্র মন্ত্রী কথা বলেনএদিকে বাণিজ্যিক প্রদেশ দোনেস্ক, লুহানস্ক আর খারকিব শহরে রুশপন্থিরা সরকারি ভবন দখলের নেয়ার পর ইউক্রেনীয় কর্তৃপক্ষ সেখানে নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে। 

সোমবার রুশপন্থি বিক্ষোভকারীরা দোনেস্কের আঞ্চলিক সরকারি ভবন দখল করে নিয়ে তা গণপ্রজাতন্ত্রিক বলে ঘোষণা করেসেইসঙ্গে আগামী ১১ মে এর মধ্যে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে গণভোট আয়োজনে সাহায্য করার জন্যও আহ্বান জানায় রুশপন্থিরা


সম্প্রতি ইউক্রেন থেকে কিমিয়া উপদ্বীপ বিচ্ছিন্ন হয়ে রুশ কনফেডারেসনে যুক্ত হওয়ার পর থেকে অন্য প্রদেশগুলোতেও এই প্রবণতা শুরু হয়েছেঅবশ্য ইউক্রেন ও যুক্তরাষ্ট্র এর পেছনে উসকানি দেয়ার জন্য রাশিয়াকে দায়ি করছে

No comments:

Post a Comment