Monday, April 7, 2014

আওয়ামী লীগের প্রচার সম্পাদকের ছেলেকে গুলি করে হত্যা



ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কাজী শওকত হোসেনের ছেলে কাজী সাদদিন হোসেন সানিকে (২৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার গভীর রাতে ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালের পাশে একটি চায়ের দোকানের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়।

সাদদিন হোসেন সানি একটি টেক্সটাইল মিলের কর্মকর্তা ছিলেন। সম্প্রতি তিনি পড়ালেখা শেষ করেছেন। সানি ৯৮ গ্রীনরোডে তার বাবা-মার সঙ্গে থাকতেন।

ধানমণ্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, রাত পৌনে ১টার দিকে সন্ত্রাসীরা ল্যাবএইডের পাশের একটি চায়ের দোকানের সামনে তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করেন। 



সেখান চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের বুকে এবং পেটের বাম পাশে দুটি গুলির চিহ্ন রয়েছে বলে জানান তিনি।

নিহতের স্বজনরা জানান, রাতে তার খালু ডা. মো. শহিদুল আলম খানকে মেরে ফেলার হুমকির খবর পেয়ে তিনি খালুর বাসায় যান। পরে রাতেই খালুর বাসা থেকে ফেরার পথে ল্যাবএইডের পাশে একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন। 



এমন সময় কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ল্যাবএইডে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সানির খালাতো ভাই বাংলামেইলকে বলেন, ‘ঠিক কী কারণে তাকে খুন করা হয়েছে তা বলা যাচ্ছে না। রাতে সানির মোবাইল থেকে ওর মার মোবাইলে ফোন আসে। ওই ফোনেই আমরা জানতে পারি যে সানি গুলিবিদ্ধ হয়েছেন।’

No comments:

Post a Comment