Thursday, April 3, 2014

এক মাসের আল্টিমেটামে তারেক জিয়া



বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি দাবি করায় দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার জন্য এক মাসের আল্টিমেটাম দিয়েছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। এর মধ্যে তিনি যদি ক্ষমা না চান তাহলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত ‘জিয়াউর রহমান প্রথম রাষ্ট্রপতি তত্ত্বটি সত্য নয়, অসত্য। মূর্খ মায়ের মূর্খ সন্তান ও তারেক জিয়ার কথার প্রতিবাদে’ এক মানববন্ধনে এমন ঘোষণা দেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা।

মানববন্ধনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ঢাকা জেলা ইউনিট কমান্ডার আলহাজ আমির হোসেন মোল্লা বলেন, ‘৪৩ বছর পর এসে  তারেক জিয়া দাবি করে জিয়াউর রহমান প্রথম রাষ্ট্রপতি। এ কথা বলায় তাকে ধিক্কার জানাই।’

এ সময় তিনি বলেন, ‘যদি তারেক জিয়া এক মাসের মধ্যে দেশবাসীর কাছে ক্ষমা না চান। তাহলে দেশব্যাপী কঠিন আন্দোলন সংগ্রাম পালন করা হবে।’

মানববন্ধনে বক্তারা বলেন, যেহেতু ৭১- এ শেখ মুজিবের কথা শুনে বাঙালিরা খাজনা, ট্যাক্স, স্কুল ও কলেজ সব কিছু বন্ধ করে দিয়েছিল। তাই আমরা বলতে পারি শেখ মুজিবই প্রথম রাষ্ট্রপতি।
 
জিয়ার কথা উল্লেখ করে বক্তারা বলেন, জিয়া স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন, তিনি ঘোষক না। তিনি ছিলেন একজন সৈনিক। সরকারি চাকরিজীবী, তিনি কোনো নেতা ছিলেন না।

রাষ্ট্রপতি জিয়ার শাসন আমলের কথা উল্লেখ করে বক্তারা আরও বলেন, তার আমলে কুখ্যাত রাজাকার শাহ আজিজকে প্রধানমন্ত্রী করায় তার মুক্তিযুদ্ধের ভূমিকা হালকা হয়ে যায়। এরপর তিনি জয়পুরহাটের রাজাকার আবদুল আলীমকে রেলমন্ত্রী বানান এবং তিনি রাজাকার মাওলানা মান্নানকে ধর্মমন্ত্রী করেন।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ঢাকা জেলা ইউনিট কমান্ডার আলহাজ আমির হোসেন মোল্লার সভাপতিত্বে আরও বক্তব্য দেন- ডেপুটি জেলা কমান্ডার লুৎফুর রহমান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. মামুন, আবদুল লতিফ, মো. জুলফিকার, মো. মাজেদ, মো. হানিফ সরকার প্রমুখ।

No comments:

Post a Comment