Thursday, April 3, 2014

টি ২০ ফাইনালে টিকে থাকার লড়ায়ে ভারত দক্ষিন আফ্রিকা



ফাইনালে ওঠার লড়াইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও ভারত। শুক্রবার সন্ধ্যা ৭ টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ লড়াইয়ে নির্ধারিত হবে শ্রীলঙ্কার সাথে শিরোপা যুদ্ধে নামবে কোন দল।

২০০৭ সালে প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারত। শিরোপা জয়ের স্বাদ ভারতের থাকলেও নেই দক্ষিণ আফ্রিকার। দ্বিপাক্ষিক সিরিজে অস্বাভাবিক কাজ করে দেখালেও বড় কোনো টুর্নামেন্টে স্বাভাবিকভাবে ভালো করতে অক্ষম তারা। এবার কি সেই আক্ষেপ ঘুচবে? উত্তর পাওয়া যাবে আজ রাতেই।     

টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে দুই দল চারটি ম্যাচে লড়াই করেছে। ভারত তিনবার জিতেছে। হেরেছে ২০০৯ সালে একবার । এছাড়া ২০০৭, ২০১০ ও ২০১২ সালে জিতেছে ভারত। ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারত। আবার ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিও জয় করেছে। টানা তৃতীয় আইসিসির অন্তর্ভূক্ত টুর্নামেন্ট জয়ের হাতছানি। সুযোগটা নিতেই চাইবে ভারত। 

No comments:

Post a Comment