Wednesday, April 2, 2014

অনলাইনে আইপিএল এর টিকিট বিক্রি আগামীকাল থেকে


আইপিএল সেভেন শুরু হতে আর বেশিদিন বাকি নেই।  ভারতে লোকসভা ভোট থাকায় আগামী ১৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত আইপিলের প্রথম পর্যায়ের ম্যাচগুলি হবে সংযুক্ত আরব আমিরাতে।  তাই টুর্নামেন্ট শুরু হওয়ার ১৩ দিন আগেই অনলাইনে টিকিট বিক্রি শুরু করে দিতে চলেছে সংগঠকরা। অর্থাৎ আগামী ১০ এপ্রিল থেকে স্টেডিয়ামের বক্স অফিসে টিকিট বিক্রি শুরু হলেও, বৃহস্পতিবার থেকেই অনলাইনে টিকিট কিনতে পারবেন দর্শকরা। আবু ধাবি, শারজা এবং দুবাইতে আইপিএলের ২০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যার মধ্যে সাতটি ম্যাচ হবে দেশের রাজধানী আবু ধাবিতে। 

দিনে একটি ম্যাচের জন্য ২০দিনার এবং দুটি ম্যাচের জন্য ৩০দিনার দাম ধার্য করা হয়েছে টিকিটের। অন্যদিকে দুবাইতে অনুষ্ঠিত ম্যাচগুলির টিকিটের দাম কিছুটা বেশি। ৩০ দিনার একটি ম্যাচ এবং ডাবল ম্যাচ দেখলে ৫০ দিনার দাম দিয়ে অনলাইনে টিকিট কিনতে হবে দর্শকদের। আইপিএল দেখতে এমাসে আমিরাতে বিদেশ থেকে বহু ক্রিকেটপ্রেমী পর্যটকের সমাগম হতে পারে বলে আশা সেদেশের পর্যটন দফতরের। দুবাই ট্যুরিজম দপ্তরের এক্সিকিউটিভ ডিরেক্টর হামাদ বিন মেজরেন বলেন, ‘ আইপিএলের মাধ্যমেই গোটা বিশ্বের কাছে দুবাই নিজেকে বিশ্বের প্রথম সারির ‘স্পোর্টিং ডেস্টিনেশন’ হিসেবে প্রতিষ্ঠিত করার আবার সুযোগ পাচ্ছে। ভারতে আইপিএল নিয়ে মানুষের মধ্যে তুমুল আগ্রহ রয়েছে। 

No comments:

Post a Comment