Thursday, April 3, 2014

ইউক্রেনের ২৫ নাগরিককে আটক করেছে রাশিয়া


ইউক্রেনের ২৫ নাগরিককে আটক করেছে রাশিয়া। রুশ ফেডারেল সিক্যুরিটি সার্ভিসেস সংক্ষেপে এফএসবি বলছে, এসব বন্দিরা চরমপন্থী জাতিয়তাবাদী দলের সদস্য এবং গত মাসে ক্রিমিয়া গণভোটের পর থেকে তারা রাশিয়ায় সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করে আসছিল। এফএসবি তাদের বিবৃতিতে আরো জানায়, আটককৃতরা ১৪ থেকে ১৭ মার্চের মধ্যে রাশিয়ার রোস্তভ, ভলগোগ্রাদ, তিভের, ওরেল, বেলগোরদ, কালমিকিয়া এবং তাতারিস্তান অঞ্চলে হামলার পরিকল্পনা করেছিল।
 
তবে ইউক্রেন সরকার মস্কোর এই অভিযোগ নাকচ করে দিয়েছে। তাদের উল্টো অভিযোগ, এফএসবি’র ৩০ এজেন্ট চলতি বছরের গোড়ার দিকে কিয়েভের সরকার বিরোধী বিক্ষোভে হামলার পরিকল্পনা করেছিল।

No comments:

Post a Comment