Friday, April 4, 2014

আফগানিস্তানে পুলিশের গুলিতে এক সাংবাদিক নিহত

আনজা নিয়েদ্রিঘাস (মৃত) ও ক্যাথি গ্যানন

আফগানিস্তানে বিদেশি দুই নারী সাংবাদিককে গুলি করেছেন এক আফগান পুলিশ সদস্য। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছেআফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে অবিস্থিত ‘খস্ত’ নগরে এ ঘটনা ঘটেছে। 

আক্রান্ত সাংবাদিকদ্বয় বার্তাসংস্থা এসোসিয়েটেড প্রেসের হয়ে কাজ করছিলেন বলে জানা যায়। তাদের নাম যথাক্রমে আনজা নিয়েদ্রিঘাস ও ক্যাথি গ্যানন। এদের মধ্যে প্রথম জনের মৃত্যু হয়েছে। অপরজনের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

শনিবার অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আফগানিস্তানে পুলিশী নিরাপত্তা বাড়ানো হয়েছে। নির্বাচনকে ঘিরে তালোবান যোদ্ধারা নাশকতামূলক কর্মকাণ্য ঘটাতে পারে বলে ধারনা করা হচ্ছে।

সাংবাদিক আনজা নিয়েদ্রিঘাস গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রাণ হারান। তার বয়েস ৪৮। সহকর্মী ক্যাথি গ্যাননের বয়েস ৬০। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকদের পরিচর্যায় তিনি সুস্থ হয়ে ওঠেন।

বন্দুকধারী ঐ পুলিশটিকে তার সহকর্মীরা গ্রেপ্তার করেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্যে নেয়া হয়েছে।

জানা যায়, সাংবাদিক দুজন তাদের সহকর্মী দলটির আসার জন্যে অপেক্ষায় দাঁড়িয়েছিলেন। এমন সময় উক্ত পুলিশ সদস্য কোন উস্কানি ছাড়াই তাদের গুলি করে বসে।

No comments:

Post a Comment