Tuesday, April 1, 2014

সিরীয় গৃহযুদ্ধে দেড় লাখ মানুষের প্রাণহানি : সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস


সিরিয়ায় ২০১১ সালের মার্চ মাস থেকে শুরু হওয়া সহিংসতায় এ পর্যন্ত ১ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। বৃটেনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিসংখ্যানে বলা হয়েছে, সিরীয় গৃহযুদ্ধে ১ লাখ ৫০ হাজার ৩৪৪ জনের প্রাণহানির তথ্যপ্রমাণ তাদের কাছে রয়েছে। 

এর মধ্যে ৫১ হাজার ২১২ জন বেসামরিক নাগরিক, যার মধ্যে ৭ হাজার ৯৮৫টি শিশু রয়েছে। সহিংসতায় সশস্ত্র বিদ্রোহীদের ৩৭ হাজার ৭৮১ জন নিহত হয়েছে, যার মধ্যে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লিভ্যান্ট ও আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত আল-নুসরা ফ্রন্টের সদস্যরাও রয়েছে। অন্যদিকে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত নিরাপত্তা বাহিনীর ৫৮ হাজার ৪৮০ সদস্য নিহত হয়েছে, যার মধ্যে ৩৫ হাজার সেনা সদস্যও অন্তর্ভুক্ত। 

এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এদিকে সরকারি বাহিনীর পক্ষে লড়াইয়ে অংশ নেয়া লেবাননের শিয়া হিজবুল্লাহ আন্দোলনের ৩৬৪ সদস্যও নিহত হয়। বাকি ২ হাজার ৮৭১ জনের প্রাণহানির তথ্যপ্রমাণ থাকলেও, তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।

No comments:

Post a Comment