Tuesday, April 1, 2014

চিলিতে ভূমিকম্পে নিহত ৫, সুনামি সতর্কতা জারি

ভূমিকম্পের ভয়ে বাসস্থান ছেঁড়ে রাস্তায় রাত পার করে স্থানীয় বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্ক :

চিলির উত্তরাঞ্চলে ৮.২ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছেএতে কমপক্ষে ৫ জন মারা গেছে ভূমিকম্পের ফলে ল্যাটিন আমেরিকার উপকূলীয় দেশগুলোতে জরুরিভিত্তিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূতত্ত্ব জরিপ বিভাগ


সংস্থাটি জানায়, ভূমিকম্পের মাত্রা অত্যন্ত শক্তিশালী ছিল এর উৎপত্তি স্থল সমুদ্রতলের মাত্র ১০ কিলোমিটার নিচে এবং ব্যপ্তি ৮৬ কিলোমিটারস্থানীয় সময় ৮টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি ঘটে

ভূমিকম্পের প্রভাবে এরইমধ্যে চিলি উপকূলে দুই মিটার উচ্চতার ঢেউ আঘাত হেনেছেউপকূলীয় অঞ্চল থেকে দ্রুত লোকজনকে অন্যত্র সরিয়ে নিতে শুরু করেছে দেশটির কর্তৃপক্ষচিলিয়ান কতৃপক্ষ বলছে, দেয়াল ধ্বস অথবা  ভয়ে হার্ট অ্যাটাকে ৫ জন নাগরিক মৃত্যুবরণ করেছে


নিহত ৫ ব্যক্তি ছাড়াও কিছু লোক গুরুতর আহত হয়েছে বলে জানান
চিলির মাইনিং শহর বলে খ্যাত ইকুইকুয়ির গভর্নর গঞ্জালো প্রিয়টো

এদিকে ভূকম্পনের ফলে চিলির উত্তরাঞ্চলে কিছু কিছু জায়গায় ভূমিধ্বসের খবর পাওয়া গেছেচিলির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ভূমিধ্বসের ফলে ইকুইকুয়ির প্রধান রাস্তা বন্ধ হয়ে গেছেবেশ কয়েকটি টেলিভিশন ফুটেজে শহরে প্রচ- ট্রাফিক জ্যামের চিত্র দেখা গেছে


সূত্র - বি.বি.সি, কন্ট্রিবিউটর- শাহ আলম

No comments:

Post a Comment