Tuesday, April 1, 2014

যোগ হচ্ছে ব্রিটিশ রয়্যাল নেভির সাবমেরিন এইচএমএস টায়ারলেস মালয়েশিয়ার নিখোঁজ বিমানের অনুসন্ধানে


মালয়েশিয়ার নিখোঁজ বিমানের সন্ধানে এবার জলে নামছে ব্রিটিশ ডুবোজাহাজ। মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানায় ব্রিটিশ সরকার
 
সংবাদ সংস্থা বিবিসি জানায়, ব্রিটিশ রয়্যাল নেভির সাবমেরিন এইচএমএস  টায়ারলেস মালয়েশিয়ার নিখোঁজ বিমানের অনুসন্ধানে যোগ দিচ্ছে। এদিন থেকেই ভারত মহাসাগরে ফ্লাইট এমএইচ-৩৭০ এর খোঁজে নামতে চলেছে রয়্যাল নেভির এই ডুবোজাহাজ।
 
গত ২৮ মার্চ, শুক্রবার দক্ষিণ ভারত মহাসাগরের একটি অংশে খোঁজ মিলেছে কয়েকটি ভাসমান বস্তুর। ধারণা করা হচ্ছে সেগুলি সমুদ্রে ভেঙে পড়া মালয়েশিয়া এয়ারলাইন্সেরও হতে পারে। এদিন অস্ট্রেলিয়ার মেরিটাইম সেফটি অথরিটির এই ঘোষণা ফের নড়েচড়ে বসিয়ে ছিল বিশ্ববাসীকে।
 
তবে অন্যবারের মতো সেবারও অস্ট্রেলিয়া প্রশাসন জানিয়ে ছিল, ভাসমান বস্তুগুলি অভিশপ্ত বিমানটির কিনা তা জানতে, সেখানে জাহাজ পাঠাতে হয়েছিল। কিন্তু সেখান থেকে সুস্পষ্ট কোনও তথ্য উঠে না আসায় ফের ব্রিটিশ ডুবোজাহাজ নামানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন সরকার।

উল্লেখ্য, গত ৮ মার্চ ২২৯ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়ে যায় মালয়েশিয়ান বিমান এমএইচ ৩৭০। বিমানটির সন্ধানে অনেক দেশ বহু কাঠখড় পোড়়ালেও এখনো কোনো তথ্যই হাতে আসেনি।

No comments:

Post a Comment