Thursday, April 3, 2014

শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে সুগন্ধী কনডম


দর্পণ ডেস্ক :
কুমারীত্বের পুরস্কার ঘোষণার পর এবারে আরেক অভিনব ঘোষণা দিল দক্ষিণ আফ্রিকাদক্ষিণ আফ্রিকা সরকার এইডস প্রতিরোধের লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে রঙিন ও সুগন্ধী কনডম বিতরণের সিদ্ধান্ত নিয়েছে ক্রমশ বেড়ে চলা ঘাতক ব্যাধিএইডস রোগ প্রতিরোধেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বুধবার ঘোষণা দেয়া হয়

দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বাজারে কিনতে পাওয়া যাওয়া কনডমে অনেক ক্ষেত্রে নানান ত্রুটি থেকে যায়আবার ছাত্র-ছাত্রীদের মধ্যে বাজারী কনডম ব্যবহারে ব্যাপক অনীহা দেখা যাচ্ছে৷ ফলশ্রুতিতে বাড়ছে এইচআইভি আক্রান্তের সংখ্যাতাই সাধারণ মানুষের কাছে আকর্ষণ বাড়াতে সুগন্ধী ও রঙ-বেরঙের কনডম বিনামূল্যে বিলি করবে সরকার


উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার মোট ৫০ মিলিয়ন মানুষের মধ্যে প্রায় ৬ দশমিক ৪ মিলিয়ন নাগরিক এইচআইভি পজিটিভভয়াবহ এই রোগ নিয়ে তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেশটির বিভিন্ন এলাকায়দক্ষিণ আফ্রিকার হিউম্যান সায়েন্স রিসার্চ কাউন্সিলের (এইচএসআরসি) এক সমীক্ষা  বলছে, গত কয়েক বছরে ওই দেশে এইচআইভি পজিটিভ আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে২০০৮ সালে এই রোগের আক্রান্তের বৃদ্ধির হার ছিল ১০ দশমিক ৬ শতাংশসেখানে ২০১২ সালে বৃদ্ধির হার হয়েছে ১২ দশমিক ২ শতাংশ

কন্ট্রিবিউটর - শাহ আলম

No comments:

Post a Comment