Wednesday, April 2, 2014

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে চীনের রাষ্ট্রদূত লী জুনের সাক্ষাত



বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লী জুন আজ বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত করেন। সাক্ষাতকালে তারা দ্বি-পাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন।

সাক্ষাত্কালে রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে স্পিকার বলেন, চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। দু'দেশের মধ্যে বিরাজমান দ্বি-পাক্ষিক সম্পর্ক সম্প্রসারিত করার যথেষ্ট সুযোগ রয়েছে। বিশেষ করে দু'দেশের সংসদ-সদস্যদের সফর ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাণিজ্য বিনিয়োগসহ পারস্পরিক সহযোগিতার বহুমুখী ক্ষেত্র আরো সম্প্রসারিত হতে পারে। দু'দেশের সংসদ ও জনগণের মাঝে সম্পর্ক আরো সুদৃঢ় হতে পারে।

এসময় রাষ্ট্রদূত দ্বিতীয়বার নির্বাচিত নারী স্পিকারকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রম্নতি ব্যক্ত করেন। 

No comments:

Post a Comment