Tuesday, April 1, 2014

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় আত্মঘাতী বোমা হামলা : নিহত ২১


নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। এদের মধ্যে কমপক্ষে ১৫ জন বেসামরিক ব্যক্তি এবং ছয় জন হামলাকারী।
 
নাইজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানায়, মঙ্গলবার বর্নো প্রদেশের এক তল্লাশি চৌকির কাছে আত্মঘাতী গাড়িবোমাটি বিস্ফোরিত হয়। এর আগে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিস্ফোরক বোঝাই তিনটি গাড়ি গুলি করে উড়িয়ে দেয়। কিন্তু জঙ্গিরা চতুর্থ গাড়িটি বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়।
 
এ হামলায় কমপক্ষে ১৫ জন বেসামরিক লোকজন নিহত হয়েছে। এছাড়া এ বিস্ফোরণে ছয় জঙ্গিও প্রাণ হারিয়েছে বলে জানা গেছে।
 
নাইজেরিয়া সরকার এ হামলার জন্য সন্ত্রাসী গোষ্ঠি বোকো হারামকে দায়ী করেছে।   
 
মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সোমবার যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে দেখা যায়, চলতি বছর সে দেশে সন্ত্রাসী হামলায় ১৫শ জন প্রাণ হারিয়েছে। বলে এক পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে।এদের অর্ধেকই বেসামরিক লোকজন। এসব সন্ত্রাসী হামলার জন্য বোকো হারাম এবং সরকারি বাহিনী সমানভাবে দায়ী বলে সংস্থাটি জানিয়েছে।

No comments:

Post a Comment