Sunday, April 6, 2014

আমেরিকা ক্ষেপণাস্ত্রবাহী আরো দু’টি যুদ্ধজাহাজ জাপানে পাঠাচ্ছে



আমেরিকা ক্ষেপণাস্ত্রবাহী আরো দু’টি যুদ্ধজাহাজ জাপানে পাঠানোর পরিকল্পনা করেছে। উত্তর কোরিয়ার কথিত উস্কানিমূলক তৎপরতার ফলে সৃষ্ট হুমকি মোকাবেলায় এসব জাহাজ পাঠানো হবে বলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হ্যাগেল আজ রোববার জানিয়েছেন ।



টোকিওতে এক যৌথ সংবাদ সম্মেলনে হ্যাগেল বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোসহ পিয়ংইয়ংয়ের উস্কানিমূলক ও অস্থিতিশীলতা সৃষ্টিকারী তৎপরতার মোকাবেলায় অ্যাজিস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবহনকারী বাড়তি দু’টি রণতরী পাঠানোর পরিকল্পনা করেছে আমেরিকা। এ দুই যুদ্ধজাহাজ ২০১৭ সালের মধ্যে পাঠানো হবে বলেও জানান তিনি।


এর মধ্য দিয়ে আমেরিকার নিরাপত্তা স্বার্থ রক্ষা হবে এবং উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকির মুখে জাপান ও আমেরিকার প্রতিরক্ষা ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে বলে দাবি করেন চাক হ্যাগেল। এই এলাকায় এর আগে ক্ষেপণাস্ত্রবাহী পাঁচটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে আমেরিকা। 

সূত্র: বিবিসি

No comments:

Post a Comment