Thursday, April 3, 2014

আজও কালবৈশাখীর আশঙ্কা



আজ শুক্রবার ঢাকা, যশোর, কুষ্টিয়া, হাতিয়া, সন্দ্বীপসহ দেশের বিভিন্ন স্থানে বয়ে যেতে পারে কালবৈশাখী। এ তথ্য জানান আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। গতকাল রাজধানী ঢাকার ওপর দিয়ে সন্ধ্যা থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত দুই দফায় কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এ সময় ঢাকায় ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

আজও যেকোনো সময় কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, ঢাকার পাশাপাশি টাঙ্গাইল, ময়মনসিংহ, পাবনা, বগুড়া, নোয়াখালীসহ দেশের বেশ কয়েকটি স্থানে গতকাল রাতে কালবৈশাখী ঝড় আঘাত হানে। তবে ঝড়ে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।প্রচণ্ড গরমের মধ্যে গতকাল রাতে শুরু হওয়া হঠাৎ বৃষ্টি জনজীবনে অনেকটা স্বস্তি এনে দেয়। অনেকেই আনন্দে বৃষ্টিতে ভিজতে শুরু করেন। 

No comments:

Post a Comment