Saturday, March 22, 2014

রুশ সেনাদের দখলে ক্রমিয়া উপদ্বীপের একটি বিমান ঘাঁটি


আন্তর্জাতিক ডেস্ক
ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেইনের দখলে থাকা একটি বিমানঘাঁটিতে ভারী সমরাস্ত্র নিয়ে ঢুকে পড়েছে রাশিয়ার সেনাবাহিনী।
রয়টার্সের খবরে বলা হয়, রুশ সেনারা ইউক্রেইন সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকা বেলবেক বিমান ঘাঁটি লক্ষ্য করে স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি ও গ্রেনেড ছোড়ে। এ সময় ইউক্রেইন সেনাবাহিনীর এক সদস্য গুরুতর আহত হন।
ঘটনাস্থল থেকে রয়টার্সের এক প্রতিবেদক জানান, রুশ সাঁজোয়া যানগুলো বিমানঘাঁটির একটি দেয়াল ধসিয়ে দেয়। এসময় ব্যাপক গোলাগুলি ও গ্রেনেড বিস্ফোরণের শব্দ শোনা যায়।
ঘাঁটির কমান্ডার কর্নেল ইয়ুলি মামচার বলেন, ইউক্রেইনের এক সেনাসদস্য আহত হয়েছেন। রুশ সেনারা তাকেও অজ্ঞাত স্থানে রেখেছে।
তাকে ছেড়ে দেয়া হবে কিনা সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, “সেটাই এখন দেখার বিষয়। তবে আমরা এখন অস্ত্রগুলো গুদামে রেখে দিচ্ছি।”
কিয়েভ থেকে বিচ্ছিন্ন হয়ে মস্কোর প্রভাবাধীন স্বায়ত্তশাসনের পক্ষে যাওয়া ক্রিমিয়া দ্বীপে বেলবেক ছিলো কিয়েভ সেনাবাহিনীর সর্বশেষ ঘাঁটি যা ধীরে ধীরে রাশিয়ার দখলে চলে গেলো।
ঘাঁটি দখলের একদিন আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিমিয়াকে রুশ ফেডারেশনে যুক্ত করার চূড়ান্ত বিলে স্বাক্ষর করেন।

No comments:

Post a Comment