Sunday, March 30, 2014

বঙ্গোপসাগরের মোহনায় মৃত তিমি


বঙ্গোপসাগরে পায়রা নদীর মোহনায় বিশাল আকৃতির একটি তিমি আটকা পড়েছে। বরগুনার তালতলী উপজেলার জয়াল ভাঙ্গা নামক স্থানে মৃত তিমিটি পাওয়া গেছে।

রোববার সকালে স্থানীয় জেলেরা এটিকে বঙ্গোপসাগরের মোহনায় দেখতে পেয়ে ট্রলারে বেঁধে তীরে নিয়ে আসে। মৃত তিমিটি দেখতে শত শত মানুষের ভিড় জমে পায়রা নদীর মোহনায়।অর্ধগলিত বিশাল আকৃতির তিমিটি প্রায় ৬০ ফুট লম্বা হবে বলে জানিয়েছেন স্থানীয় জেলে লিটন।


এ প্রসঙ্গে আমতলী উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা জগদীশ চন্দ্র শীল বাংলামেইলকে বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে নির্বাচনী কাজে বরগুনায় ব্যস্ত থাকায় ঘটনাস্থলে যেতে পারিনি।’


মৃত তিমিটি হাম্পব্যাক প্রজাতির বলে ধারণা করা হচ্ছে। এটি বড় কোনো জাহাজের সঙ্গে ধাক্কা খেয়ে মারা যেতে পারে। এর আগেও এ ধরনের বেশ কয়েকটি মৃত তিমি বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় পাওয়া যায়।  

No comments:

Post a Comment