Sunday, March 23, 2014

বর্ণিল আয়োজনের পালিত হয়েছে বিশ্ব মূকাভিনয় দিবস


বিনোদন ডেস্ক :

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশে পালিত হয়েছে বিশ্ব মূকাভিনয় দিবসশনিবার দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়সকাল ১০টায় এটা শুরু হয় জাতীয় প্রেসক্লাব থেকেশেষ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে

বাংলাদেশে অবস্থানরত ইন্টারন্যাশনাল মাইম অ্যাম্বাসেডর কাজী মশহুরুল হুদা র‌্যালির নেতৃত্ব দেনর‌্যালিতে অংশ নেন মূকাভিনয় শিল্পী বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের সভাপতি জাহিদ রিপন, রাজ, নীথর মাহবুব প্রমুখ

এরপর সোহরাওয়ার্দির উন্মুক্ত মঞ্চে বিভিন্ন দলের মাইম প্রদর্শনী হয়এতে অংশ নেয় বাংলাদেশ হুদা মাইম ক্লাব, স্বপ্নদল, ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন, মাইম আর্ট, জ্যান্টেলম্যান পেন্টমাইম স্বপ্নদল, নারায়ানগঞ্জের শ্রুতি সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন দলের কর্মীরা


উল্লেখ্য, প্রখ্যাত মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর জন্ম ও মৃত্যু তারিখ ছিল ২২ মার্চ২০১১ সাল থেকে মার্সোকে স্মরণ করে দিনটিকে স্মরণ করা হয়এ বছর ওয়ার্ল্ড মাইম ডেতে উদযাপিত হয় মার্সেল মার্সোর ৯৩ তম জন্মবার্ষিকী

No comments:

Post a Comment