Tuesday, March 25, 2014

পুনরায় বিদ্যুৎ বিভ্রাট


দর্পণ ডেস্ক - 
এবার বিশ্বকাপের মূল আসরে ম্যাচ চলার সময়েই বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়ে বন্ধ হয়ে গেল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ফ্লাডলাইট। ফলে সোমবার নেদারল্যান্ডস-শ্রীলঙ্কার মধ্যকার খেলা ৭টা ৪৫ মিনিট থেকে ৭টা ৫৫ মিনিট পর্যন্ত খেলা ১০ মিনিট বন্ধ থাকে।

এর আগে গত ১২ মার্চ আফগানিস্তান-নেদারল্যান্ডসের প্রস্তুতি ম্যাচ চলাকালীন দু’দফা বিদ্যুৎ বিভ্রাটের বন্ধ হয়ে যায় ফ্লাডলাইট। এর মধ্যে দ্বিতীয় দফায় দিনের আলো কম থাকায় প্রায় ২০ মিনিট খেলা বন্ধ রাখা হয়। তারও আগে ২০১২ সালে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ চলাকালীন বিদ্যুৎ বিভ্রাটের কারণে খেলা বন্ধ রাখা হয়েছিল।

সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কা-নেদারল্যান্ডসের দ্বিতীয় ওভারের খেলা চলছিল। পর পর দু’উইকেট তুলে নেন অ্যাঞ্জেলো ম্যাথুস। হ্যাটট্রিক চান্স। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট। ঠিক সেই মুহূর্তেই ফ্লাডলাইটের আলো নিভে গেল। পর্যাপ্ত আলো না থাকায় খেলা বন্ধ রাখেন আম্পায়ার। ১০ মিনিট পর ৭টা ৫৫ মিনিটে আবার সবগুলো ফ্লাডলাইট জ্বলে উঠলে খেলা শুরু হয়।

এ ব্যাপারে  জানতে চাইলে স্টেডিয়ামের ম্যানেজার ফজলে বারী রুবেল বলেন, ‘পিডিবির বিদ্যুৎ বিভ্রাটের কারণে এই সমস্যা হয়। পিডিবি সরবরাহকৃত লাইনগুলোতে ৩০ সেকেন্ডের জন্য বিদ্যুৎ বিভ্রাট ঘটায় ফলে ওই লাইনের ফ্লাডলাইটগুলো বন্ধ হয়ে যায়। ফ্লাডলাইট একবার বন্ধ হলে জ্বলতে ১০ মিনিট সময় নেয়।’

তবে পিডিবির বিতরণ অঞ্চল পাহাড়তলী শাখার নির্বাহী প্রকৌশলী কামাল হোসেন বলেন, ‘আমাদের সরবরাহে কোনো সমস্যা ছিল না। এটা স্টেডিয়াম কর্তৃপক্ষের আভ্যন্তরীণ সমস্যা।’

No comments:

Post a Comment