Monday, March 24, 2014

কর্মব্যস্ত দিনের শেষে নিজেকে আবার একটু গুছিয়ে নিন।

দর্পণ ডেস্ক -
সকালে অফিসবিকেলে অনুষ্ঠানে নিমন্ত্রণকাজের চাপে দিন শেষে চোখেমুখে ক্লান্তিকী করবেন বুঝে উঠতে পারেন না অনেকেইতাই বলে কি নিমন্ত্রণে যাওয়া বাদ দিয়ে দেবেন? কিন্তু এমন চেহারা নিয়ে যাবেনই বা কী করে। 

এমন সমস্যার সমাধান দিয়েছেন হারমনি স্পার রূপ বিশেষজ্ঞ রাহিমা সুলতানাতিনি বলেন, কর্মজীবীদের প্রায়ই এমন সমস্যায় পড়তে হয়অফিসের কোনো অনুষ্ঠান বা পারিবারিক নিমন্ত্রণ লেগেই থাকেপরিপাটি সাজ না থাকায় এমন অনুষ্ঠানে যেতে আপত্তিও থাকে কারও কারওক্যাজুয়ালভাবেও তো যাওয়া যায় নাসে ক্ষেত্রে প্রথমে বুঝতে হবে, কী ধরনের অনুষ্ঠান। 

আর নিজের সম্পর্কে থাকতে হবে স্বচ্ছ ধারণাকোন ধরনের পোশাক পরলে মানাবে, কোন ধরনের মেকআপ আপনার ত্বকের উপযোগীসেটি বুঝে নিনবিকেলে নিমন্ত্রণের জন্য তো সকালে সাজসজ্জা করে অফিসে যাওয়া যায় নাআবার পার্টিতে যাবার আগে সাজবেন বলে সারা দিন পরিপাটি থাকবেন না, সেটিও মেনে নেওয়া যায় নাসে জন্য সকাল থেকেই আপনাকে এক ধরনের প্রস্তুতি নিতে হবেতবে খুব ভারী বা জমকালো মেকআপ হলে চেহারায় এক ধরনের কৃত্রিমতা চলে আসেসকাল বা সন্ধ্যা সময়টা যখনই হোক না কেন, ন্যাচারাল মেকআপ সব পরিবেশে মানানসই

আপনার প্রয়োজনীয় সাজের সামগ্রী যেমনকাজল, আইলাইনার, মাশকারা, আইশ্যাডো, লিপস্টিক, লিপলাইনার, লিপগ্লস, কনসিলার, ব্লাশন, ব্রোঞ্জার ও ফাউন্ডেশন সঙ্গে রাখতে হবেএসব রাখার জন্য আলাদা ব্যাগ বা পাউচ পাওয়া যায়বড় ব্যাগের মধ্যে একটি সব সময় রেখে দেবেনতাহলে আপনাকে বিব্রতকর অবস্থায় পড়তে হবে নাএ ছাড়া সুগন্ধি, আয়না ও চিরুনি রাখতে ভুলবেন না। 

এমন ধরনের পোশাক বেছে নিন, যা আরামদায়ককেননা সারা দিন অফিসে এই পোশাক পরেই কাটাতে হবেযাঁরা সালোয়ার-কামিজ পরেন, কোনো অনুষ্ঠান থাকলে শাড়ি পরতে পারেনজামদানি, শিফন অথবা মসলিন বেছে নিতে পারেনসকালে ঘুম থেকে উঠে গোসল করে নিনএতে আপনার শরীর ও মন দুই-ই সতেজ থাকবেসারা শরীরে ময়শ্চারাইজার ব্যবহার করুন। 

সানস্ক্রিন বা কনসিলার ভালোভাবে মুখে মাখিয়ে নিনএরপর হালকা করে একটু প্রেসড পাউডার ব্যবহার করুনচোখের ওপরে ধূসর বা বাদামি অর্থাৎ হালকা রঙের আইশ্যাডো ব্যবহার করতে হবেআর কাজল চোখের বাইরে না লাগিয়ে ভেতর দিয়ে লাগালে ছড়িয়ে পড়বে নাহালকা কোনো লিপগ্লস বা লিপস্টিক ব্যবহার করুন ঠোঁটেযেহেতু এখন গরম পড়েছে, তাই ম্যাট ধরনের লিপস্টিক ব্যবহার করা ভালোএভাবে বেরিয়ে পড়ুন অফিসের উদ্দেশে

কর্মব্যস্ত দিনের শেষে নিজেকে আবার একটু গুছিয়ে নিনফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার না করে ফেসিয়াল ওয়াইপস দিয়ে মুখ মুছে নিনপানি দিয়ে মুখ পরিষ্কার করলে সকালের পুরো মেকআপ তুলতে হবে, যা সময়সাপেক্ষতাই ওয়েট টিস্যু বা ফেসিয়াল ওয়াইপস ব্যবহার করুনএরপর নিজের ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে কনসিলার বা ফাউন্ডেশন ব্যবহার করুন। 

পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে অথবা কালো ও নীল আইশ্যাডো মিশিয়ে স্মোকি করতে পারেন চোখের সাজটাচোখের নিচের পাতার বাইরে দিয়ে গাঢ় করে কাজল আঁকতে হবেওপরের পাতায় আইলাইনার আর মাশকারা দিয়ে নিনঠোঁটে গাঢ় বা হালকা রঙের লিপস্টিকের ওপরে শাইনি লিপগ্লস ব্যবহার করুন। 

এ ক্ষেত্রে লিপলাইনার দিয়ে ঠোঁট আগে এঁকে নিতে হবেতাহলে লিপস্টিক ছড়িয়ে পড়বে নারাতের অনুষ্ঠানের জন্য একটু গাঢ় রঙের ব্লাশন ব্যবহার করা যেতে পারেএরপর সারা মুখে ও চিবুকে সামান্য পরিমাণে ব্রোঞ্জার ব্যবহার করুনএতে আপনার চেহারার ক্লান্তি ঢেকে উজ্জ্বলতা ফুটে উঠবে

এবার আসা যাক চুলের সাজেচুল ছেড়ে দিতে পারেনএলোমেলো হয়ে থাকলে হালকা পানি দিয়ে চুলটাকে সেট করে নিনখোঁপাও করতে পারেনসবশেষে প্রিয় সুগন্ধির ছোঁয়া নিয়ে বেরিয়ে পড়ুন

No comments:

Post a Comment